পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ খাবার পানি

বিশুদ্ধ খাবার পানির প্রয়োজনীয়তা পানির চাহিদা ও সরবরাহ

বিশুদ্ধ খাবার পানির প্রয়োজনীয়তা:

মানব জীবন রক্ষায় পানি অতি গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত পরিমান বিশুদ্ধ খাবার পানি প্রত্যেকের নির্দিষ্ট সময় ব্যবধানে পান করা উচিত। একজন মানুষের বয়স ভেদে নূন্যতম কতটুকু বিশুদ্ধ পানি পান করা উচিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা তা নির্ধারণ করে দিয়েছ। বলা হয়ে থাকে একজন ব্যক্তির প্রতিদিন নূন্যতম আট গ্লাস বিশুদ্ধ পানি পান করা উচিত। তবে বয়সভেদে  তা ভিন্ন হতে পারে।
যেমন:

বয়সভেদে বিশুদ্ধ খাবার পানির পরিমান

বয়সের ব্যবধান নূন্যতম বিশুদ্ধ পানির পরিমান
০-৬ মাস ০.৭ লিটার / দিন
৭-১২ মাস ০.৮ লিটার / দিন
১-৩ বছর ১.৩ লিটার / দিন
৩-৮ বছর ১.৭ লিটার / দিন

বয়সের ব্যবধান নূন্যতম বিশুদ্ধ পানির পরিমান
বালক বালিকা
৯-১৩ বছর ২.৪ লিটার / দিন ২.১ লিটার / দিন
১৪-১৮ বছর ৩.৩ লিটার / দিন ২.৩ লিটার / দিন

বয়সের ব্যবধান নূন্যতম বিশুদ্ধ পানির পরিমান
পুরুষ মহিলা
১৯-৭০+ বছর ৩.৭ লিটার / দিন ২.৭ লিটার / দিন

শরীরের ওজন বিবেচনায় গড়ে নূন্যতম বিশুদ্ধ পানির পরিমান
প্রাপ্তবয়ষ্ক পুরুষ (৭০ কে.জি) ২.৫ লিটার / দিন
প্রাপ্তবয়ষ্ক মহিলা (৫৮ কে.জি) ২.২ লিটার / দিন

[বি:দ্র:মাসকো গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজ এ কোন শিশু শ্রমিক নিয়োগ দেয়া হয় না]

বিশুদ্ধ খাবার পানির চাহিদা ও সরবরাহ:

উধাহরণ স্বরূপ: মাসকো কটন লি: এর মোট জনশক্তি ১৪০০ জন (প্রাপ্ত বয়স্ক) । তাহলে মাসকো কটন লি: এ গড়ে প্রতিদিন বিশুদ্ধ খাবার পানির প্রয়োজন (আনুমানিক):
= [(৩.৭+ ২.৭)/২]*১৪০০ লিটার / দিন
= ৩.২*১৪০০ লিটার / দিন
= ৪৪৮০ লিটার / দিন
= ১১৮৪ গ্যালন / দিন

দুরত্ব:

বিশুদ্ধ খাবার পানির দুটি পাত্রের মধ্যকার দুরত্ব নূন্যতম ৪৫-৫০ মিটার হতে হবে। অন্যদিকে টয়লেট এবং ওয়াসরুম হতে খাবার পানির পাত্রের দুরত্ব ২০-২৫ ফিট হতে হবে। তবে শ্রমিক সংখ্যা ও অবস্থা ভেদে পাত্রের সংখ্যা এবং দুরত্বের কছুটা পরিবর্তন হতে পারে।

পরিস্কার-পরিচ্ছন্নতা:

একসাথে খাবার পানির পাত্র বা জার প্রতিদিন নুন্যতম একবার এবং জলাধার বা পানির ট্যাঙ্ক প্রতি সপ্তাহে নুন্যতম একবার ভালভাবে পরিস্কার করতে হবে।

Health and Safety:

We maintain a safe, clean and healthy environment in compliance with existing laws and regulations. We provide adequate medical facilities, clean canteen, and reasonable access to potable water, well lit and ventilated workstations and protection from hazardous materials or conditions.

আমরা আমাদের শ্রমিকদের একটি নিরাপদ এবং স্ব্যাস্ব্যসম্মত কাজের পরিবেশ নিশ্চিত করছি।

বাংলাদেশীয় ২০০৬ সালের ২২শে অক্টোবর, ১৯৬৫ সালের ফ্যাক্টরী আক্ট’ সেকশন ১২(১), ১৪(১), ১৫(১), ১৭), বয়লার আক্ট ১৯২৩, পেনাল কোড (চ্যাপটার ১৪) আর্টিকেল ২৮৪,২৮৫, ২৮৬ এবং আই, এল, ও ও অন্যান্য ফোরামের  নিরাপদ ও স্ব্যাস্থ্যসস্মত কার্য পরিবেশ প্রদান করে। সকল কর্মচারীর জন্য স্ব্যাস্থ্য সন্মত এবং কার্য্য নিরাপত্তা পরিবেশ প্রদান করতে সকল সহজলভ্য সরঞ্জামাদি ব্যবহার করে।


Posted

in

by

Comments

5 responses to “বিশুদ্ধ খাবার পানির প্রয়োজনীয়তা পানির চাহিদা ও সরবরাহ”

Leave a Reply