একটি পোশাক শিল্পের কিছু চিহ্নিত সমস্যা

একটি পোশাক শিল্পের কিছু চিহ্নিত সমস্যা উল্লেখ করা হল

পোশাক শিল্পের চিহ্নিত সমস্যা

  • দুই শিফটে মোট ০৪ জন সিকিউরিটি গার্ড কাজ করে। কোন সিকিউরিটি সুপারভাইজার নেই।
  • সিকিউরিটি সংক্রান্ত সকল কার্য়ক্রম নিয়ন্ত্রন করে ফকির নিটওয়্যারের সিকিউরিটি বিভাগ।
  • ফ্যাক্টরীর সকল মালামাল প্রবেশ ও বাহিরের ক্ষেত্রে অনুমোদন দেন  পিএম।
  • গাড়ি ও সকল মালামাল প্রবেশ ও বাহির লিপিবদ্ধ করার জন্য একটি রেজিষ্টার ব্যবহার করা হয় এবং উক্ত রেজিষ্টারেই জামান লেবেল এর সকল মালামাল প্রবেশ ও বাহির ও লিপিবদ্দ করা হয়।
  • কোম্পানীর কাজে কেউ ফ্যাক্টরীর বাহিরে গেলে তা একটি রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়। এতে সকলের বাহির সময় উল্লেখ থাকলেও প্রবেশ সময়ের উল্লেখ নাই বেশীর ভাগেরই।
  • লেবেল সহ একটি ভিজিটর রেজিষ্টার ব্যবহার করা হয়। কিন্তু ভিজিটরদের কোন আই ডি কার্ড দেওয়া হয় না।
  • গেইট পাশ নিয়ে শুধু শ্রমিকরা বাহিরে যায়, স্টাফরা কোন গেইট পাশ ব্যবহার করে না।
  • মহিলাদের চেক করার জন্য কোন চেক পয়েন্ট নেই ।
  • সিকিরিটি পয়েন্ট মান সম্পন্ন নয়।
  • সকল কিছু নিয়ন্ত্রন করেন পি এম।
  • ওভার টাইমের জন্য কোন লিখিত চাহিদা পত্র ব্যবহার করা হয় না। শুধুমাত্র মৌখিকভাবে নির্দেশ দেয়া হয়। ওভার টাইম ঘন্টা, টাইম কার্ডে উঠানো হয়।
  • স্টাফ ২০৬ জন, শ্রমিক ৪০০১ জন। সকলের পারর্সোনাল ফাইল নিটওয়্যারের অফিস  নিয়ন্ত্রন করে।
  • শ্রমিকগন সন্তুষ্ট , তবে তারা অনেক বিষয়েই সচেতন না।
  • তারা কোম্পানীর কোন নিয়ম কানুন জানেনা।
  • বেতন ৮-৯ তারিখের মধ্যে পায়।
  • কোন কর্মকর্তা, কর্মচারী বা শ্রমিকদের প্রতি কোন অভিযোগ নেই।
  • পিস রেট শ্রমিকরা জানায় কিছু কিছু মালের রেট ফকির নিটওয়্যারস এর তুলনায় এখানে কম ধরা হয়।
  • এইচ আর, প্রশাসন এবং কমপ্লায়েন্স সংক্রান্ত কাজে তার সমস্যা হয় এজন্যে এখানে লোক দরকার।
  • কমপ্লায়েন্স মানতে পারছেন না বিভিন্ন সমস্যার কারণে, জায়গা কম, লোকবল কম, বেশী কাজ জায়গার তুলনায় ইত্যাদি।
  • লাঞ্চ রুম মেরামত করা দরকার। ছাদের টিনে ছিদ্র থাকায় বৃষ্টিতে পানি প্রবেশ করে। বসার কোন ব্যবস্থা নেই। এবং টেবিলগুলো ব্যবহারের অনুপযোগী।
  • অনেক জানালার কাঁচ ভাঙ্গা এগুলো মেরামত করা প্রয়োজন।
  • বড় সমস্যা হল মালামাল রাখার কোন গোডাউন নেই ফলে সিঁড়িতে বাধ্য হয়ে কার্টন রাখতে হয়।
  • ফেব্রিক কাটিং, লেবেল ও এ্যক্সিসরিজ নিটওয়্যারস থেকে সরবরাহ করা হয়।
  • সকল বিল্ডিং এর বৈদ্যুতিক নিরাপত্তা আরও নিশ্চিত করা দরকার।
  • কার্টন ষ্টোরে পরিষ্কার করে সাজানো দরকার।
  • বেশীর ভাগ ফায়ার এক্সটিংগুইসার ব্লক করে রাখা। এবং কয়েকটি পুনরায় সেট করা দরকার।
  • সিঁড়িতে কার্টন রাখা।
  • খাবার পানির স্থায়ী ব্যবস্থা নেই।
  • পর্যাপ্ত টয়লেট নেই।
  • ফিনিশিং সেকশনে ফ্লোরে বসে শ্রমিক প্যাকিং করছে।
  • বেশীরভাগ শ্রমিক ব্লক অবস্থায় কাজ করছে।
  • সকল ফ্লোর রং করা দরকার।
  • শ্রমিকদের কোম্পানী নীতিমালা সংক্রান্ত প্রশিক্ষন দরকার।

Comments

Leave a Reply