বৈদ্যুতিক শক নিরাপত্তা নীতিমালা

বৈদ্যুতিক শক নিরাপত্তা নীতিমালা সমুহের চমৎকার বর্ণনা

বৈদ্যুতিক শক নিরাপত্তা নীতিমালা

কমিটি অগ্নিকান্ডের সময়ে কারখানার জন্য একটি লিখিত অগ্নি নির্বাপন এবং নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী আগুন জনিত দূর্যোগ মোকাবেলা করবে। নিটওয়্যার লিঃ এ বৈদ্যুতিক কাজে নিয়োজিত কর্মীগণ নিজেদের সঙ্গে সঙ্গে ফ্যাক্টরীতে কর্মরত সকল কর্মী ও জানমালের বৈদ্যুতিক শক থেকে নিরাপত্তা বিধান করবে এবং বৈদ্যুতিক দায়িত্ব পালন কালে নিম্নোক্ত নীতিমালা সঠিকভাবে মেনে চলবে। …

বৈদ্যুতিক নিরাপত্তা নীতিমালা

ফ্যাক্টরীতে পর্যাপ্ত সংখ্যক অগ্নি নির্বাপক যন্ত্র এবং ফায়ার হোজ রিল ন্থাপন করতে হবে যা দিয়ে অগ্নি নির্বাপন করতে হবে। পোশাক শিল্পে/ফ্যাক্টরীতে কর্মরত সকল কর্মকর্তা ও শ্রমিকদের ব্যক্তিগত নিরাপত্তার প্রতি দৃষ্টি রাখা প্রাথমিক দায়িত্ব। বিশ্বাস করে যে, প্রত্যেকে সচেতন থাকলেই দলগত কিংবা সমষ্টিগত নিরাপত্তা বজায় রাখা সম্ভব। বৈদ্যুতিক তার থেকে আগুনের সূত্রপাত হওয়া একটি স্বাভাবিক ঘটনা। কারণ যতক্ষণ ইউনিট/ফ্লোর চালুর থাকে ততক্ষণ বৈদ্যুতিক ব্যবহার অব্যাহত থাকে। তাই এ বিষয়ে যে যে নিরাপত্তার দরকার তা নিন্মে উল্লেখ করা হলঃ

  •  কারখানায় কর্মরত মোট শ্রমিকের মধ্যে ন্যূনতম ২৫% শ্রমিককে অগ্নি নির্বাপক প্রশিক্ষণ দিতে হবে।  কর্মীদের বৈদ্যুতিক নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ গ্রহন করতে হবে, যাতে বৈদ্যুতিক যে কোন জরুরী পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়।
  • সকল বৈদ্যুতিক সংযোগ ঈড়হংড়ষবফ ও ঈড়হফঁরঃ থাকতে হবে। কোন ভাবেই কোথাও উন্মুক্ত সংযোগ রাখা যাবে না।
  • কর্মীদের কাজের জন্য যথেষ্ট সংখ্যক চচঊ যেমনঃ হাতমোজা, গামবুট, চশমা পরিধান করতে হবে।
  • কাজের শুরু/শেষে ইউনিট/ফ্লোরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
  • বয়লার কক্ষ পরিদর্শনের উপযোগী হতে হবে এবং বাষ্প লাইনে ছিদ্র বা লিকেজ থাকবে না ও খোলা (ন্যাকেট) পাইপ থাকবে না।
  • যান্ত্রিক দূর্ঘটনা জনিত দূর্যোগকালীন পরিস্থিতিতে তৎক্ষনাৎ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লেক্ষ্যে মেকানিক্যাল সুপারভাউজার কর্তৃক একটি কমিটি গঠন করতে হবে এবং উক্ত কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবে। কোথাও কোন খোলা তার থাকতে পারবে না।
  • ডি.বি বোর্ডে ডেনজার প্লেট লাগানো থাকবে এর আশে পাশে বৈদ্যুতিক শক এর চিকিৎসার নিয়মাবলীর পোষ্টার থাকতে হবে।
  • কর্মীরা কোন অবস্থাতেই চচঊ ছাড়া কাজ করতে পারবে না। দূর্ঘটনা সংবাদ দ্রæত কারখানার মেডিকেল ইউনিটে জানাতে হবে এবং মেডিকেল অফিসার তাৎক্ষনিক দূর্ঘটনায় পতিত ব্যক্তির চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
  • সকল উই বোর্ডের নীচে রাবার ম্যাট থাকতে হবে।
  • কর্মীদের সুবিধার জন্য যথেষ্ট সংখ্যক ফাস্ট এইড বক্স সকল স্থানে দেওয়া আছে। ফাস্ট এইড বক্সের অবস্থান সকল বৈদ্যুতিক কর্মীকে জানতে হবে।
  • অসুস্থদের জন্য একটি ’সিক রুম ’ এর ব্যবস্থা করা হবে যাতে একটি বেড এবং একজন প্রশিক্ষণ প্রাপ্ত নার্স সার্বক্ষনিক ভাবে থাকবেন । প্রয়োজনীয় ক্ষেত্রে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে পঠাতে হবে।
  • ডি.বি. বোর্ডগুলি পরিষ্কার পরিচ্ছন্ন ও আশে পাশে কোন মালামাল থাকাবে না। বোর্ড তালা দিয়ে আটকানো থাকবে না।
  • পিছ আয়রন ছকেট থেকে বিচ্ছিন্ন না করে কর্মস্থল ত্যাগ করা যাবে না।
  • পিছ আয়রন বা ভ্যাকুয়াম আয়রন সবসময় পুরোপুরি ঠিক থাকতে হবে এবং সর্বদা আয়রন স্ট্যান্ডে এর উপর রাখতে হবে।
  • যদি কোন কারণে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায় তবে সরকারের সংশ্লি¬ষ্ট বিভাগের সাহায্য গ্রহন করতে হবে। সকল মেশিনের মটর পুলি কভার (চঁষষু ঈড়াবৎ) থাকতে হবে।
  • কোন মটর, ফ্যান, মেশিনের বাজে শব্দ থাকতে পারবে না।
  • কোন প্রকার ভাঙ্গা বা পোড়া প্লাগ, সকেট, সুইচ থাকবে না।
  • টিউব লাইটের স্টার্টার সঠিকভাবে থাকতে হবে এবং সমস্ত লাইট এক সঙ্গে জ্বলে উঠবে।
  • মটর বা মেশিনের তারগুলি সুন্দরভাবে ড্রেসিং থাকতে হবে।
  • অগ্নি নির্বাপনের জন্য প্রতিটি ফ্লোরে ১টি করে অগ্নি নির্বাপক টীম গঠন করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। তারা তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবে এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসে ফোন করার জন্যে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ফায়ার সার্ভিসে ফোন করবে।
    সব চ্যানেলগুলি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। ভিতরে কোন ডাস্ট থাকবে না।
  • কোন বৈদ্যুতিক তারে আগুন ধরে গেলে কিংবা তারের কোন অংশ থেকে ধোয়া বের হলে কি কারণীয় তা বাংলা/ইংরেজীতে লিখে টাঙ্গিয়ে রাখতে হবে।
  • একজন বৈদ্যুতিক নিরাপত্তা কর্মকর্তা কর্তৃক নিয়মিতভাবে (সপ্তাহে একবার) ভিজিট এর ব্যবস্থা করা হবে এবং রেকর্ড যথাযথভাবে সংরক্ষণ করা হবে ।
  • কোন প্রকার বৈদ্যুতিক দূঘটনা ও কোম্পানীর ক্ষতি জনিত বিষয় তাৎক্ষনিকভাবে প্রশাসন বিভাগকে অবহিত করবে এবং ঘটনা লিপিবদ্ধ করবে।

সারসংক্ষেপ

অগ্নিকান্ডের উৎস তাৎক্ষনিক ভাবে চিহ্নিত করার জন্য স্মোক ডিটেক্টর সিস্টেম স্থাপন করতে হবে। সাথে সাথে বেজে উঠবে উৎপাদন ফ্লোরের ফায়ার এলার্ম  উক্ত ফায়ার এলার্ম এর শব্দ শোনার সাথে সাথে সকল শ্রমিককে সিঁড়ি দিয়ে সারিবদ্ধ ভাবে নীচে নিরাপদ স্থানে যাতে পৌঁছাতে পারে তা নিশ্চিত । এবং দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি/সেকশন ইনচার্জ গণনা করে দেখবেন তার সেকশনের কোন শ্রমিক/কর্মচারী বাদ আছে কি না তা নিশ্চিত করতে হবে।


Posted

in

by

Comments

6 responses to “বৈদ্যুতিক শক নিরাপত্তা নীতিমালা সমুহের চমৎকার বর্ণনা”

Leave a Reply