জেনারেটর সেকশনে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা

জেনারেটর সেকশনে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা

স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি

জেনারেটর সেকশনে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা – অগ্নি কিংবা অন্য কোন দূর্ঘটনার ক্ষেত্রে শ্রমিকদের নির্গমনের জন্য সুস্পষ্টভাবে চিহ্নিত পর্যাপ্ত নির্গমন পথ রাখা আছে, এই সকল নির্গমন পথকে সকল প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সামগ্রী হতে মুক্ত রাখা আছে এবং কারখানার কার্যকালীন সময়ে এ সকল নির্গমন পথ তালাহীন অবস্থায় উন্মুক্ত রাখা হয়। …

মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। জেনারেটরের শব্দ উচ্চ মাত্রার শব্দ দূষন। এই সার্বক্ষনিক দূষন শ্রবন ক্ষমতার উপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে।জনারেটর অপারেটর এয়ার প্লাগ ব্যবহার না করলে শ্রবন শক্তি হ্রাস পেতে পারে। Read Similar Article in English

  • জেনারেটর কক্ষে প্রবেশের পূর্বে অবশ্যই এয়ার প্রটেকশন ব্যবহার করতে হবে।অগ্নিকান্ডের সম্ভবনা
  • বিস্ফোড়ন ঘটার সম্ভবনা সম্ভবনা
  • গ্যাসের প্রেশার ঠিকমত আছে কিনা চেক করে নিতে হবে।

  • প্রানহানী ঘটতে পারে।
  • ব্যাটারী সংযোগ ঠিকমত আছে কিনা চেক করে নিতে হবে।

  • মালামাল এর ব্যপক ক্ষতি সাধন ।
  • জেনারেটর চলাকালীন সময় ইহার নিকট কোন খোলা কাপড় নেওয়া যাবে না।
  • জেনারেটর সেকশন উচ্চ তাপযুক্ত এলাকা। এর স্থাপনাগুলো গরম থাকে বলে এর সংস্পর্শে আসলে পোড়াজনিত দুর্ঘটনার সৃষ্টি হতে পারে।
  • জেনারেটর সেকশন অধিক তাপযুক্ত এলাকা ফলে এখানে অগ্নি ঝুঁকি রয়েছে।
  • যথাযথ তদারকি এবং মেইনটেনেন্স এর অভাবে দুর্ঘটনা ঘটতে পারে।
  • উচ্চমাত্রার বৈদ্যুতিক স্থাপনা।

ঝুঁকি বিশ্লেষণ / ব্যবস্থাপনা নীতিমালা

  • নীটওয্যার কর্তৃপক্ষ সর্বদা কাজের পরিবেশ, শ্রমিকের স্বাস্থ্য এবং নিরাপত্তা, পয়ঃনিষ্কাশন, অগ্নি নিরাপত্তা, বিপদ ঝুকির নিরাপত্তা এবং যান্ত্রিক ও কারখানা নির্মাণ বিষয়ে প্রযোজ্য সকল প্রকার আইন-কানুন মেনে চলে।
  • অনুমোদিত ব্যক্তি ছাড়া জেনারেটরের এবং প্যানেল বোর্ডে হাত দেওয়া যাবে না।

  • বিপদজ্জনক সামগ্রী নিরাপদ ও বায়ু চলাচল করে এমন স্থানে সংরক্ষন করা হয় এবং নিরাপদ ও আইনানুগ ভাবে ঐ সকল সামগ্রী অপসারণ করা হয়।
  • যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে। চেক লিষ্টের মাধ্যমে ঝুকি বিশ্লেষণ করে প্রতিমাসে কর্তৃপক্ষকে ঝুকি ব্যবস্থাপনা সম্পর্কে ফিডব্যাক প্রদান করা হয়।

প্রতিরোধমূলক ব্যবস্থা

  • কাজের শুরুতে পরিস্কার পরিচ্ছন্নতা করতে হবে এবং মেশিনে কোন প্রকার কারিগরি ত্র“টি আছে কিনা তা চেক করতে হবে। জেনারেটর রুমে কাজ করার সময় অবশ্যই ইয়ার মাফ ব্যবহার করতে হবে।
  • ইলেকট্রিক্যাল সংযোগ ঠিকমত আছে কিনা চেক করে নিতে হবে। জেনারেটর রুমে কাজ করার সময় হ্যান্ড গ্লাভস ব্যবহার করতে হবে।
  • ওয়াটার টেম্পারেচার ঠিকমত আছে কিনা চেক করে নিতে হবে। জেনারেটর মেশিনের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে।
  • জেনারেটর রুমে কোন ধরনের প্রজ্জ্বলন সহায়ক (চেয়ার, টেবিল, জ্বালানি, কাগজ দি) বস্তু রাখা যাবে না।
  • সার্বক্ষনিক তদারকি এবং মেইনটেনেন্স নিশ্চিত করতে হবে।
  • এখানে কাজ করার সময় যথাযথ আত্মরক্ষামূলক সরঞ্জামাদি (হ্যান্ড গ্লাভস, হেলমেট, গামবুট ইত্যাদি) ব্যবহার করতে হবে।
  • সংশ্লিষ্ট ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ এই এলাকায় প্রবেশ করবে না।
  • ডিজেল ব্যবহার ও সংরক্ষনে বিশেষ সতকর্তা অবলম্বন করা।
  • মেশিন বা কাজের স্থানের পরিচছন্নতা নিশ্চিত করতে হবে। বৈদ্যুতিক ডিভাজ গুলো ত্র“টি মুক্ত আছে কিনা নিয়মিত পরীক্ষা করা।
  • জেনারেটর কক্ষকে সংরক্ষিত হিসাবে চিহ্নিত করে প্রবেশাধিকার সংরক্ষিত করতে হবে।
  • ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন। জেনারেটর কক্ষে বিপদজনক নোটিশ লাগাতে হবে।
  • মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না। জেনারেটর কক্ষ অবশ্যই লোকেবল হতে হবে।
  • জেনারেটর অপারেটররে অবশ্যই এয়ার প্লাগ ব্যবহার করতে হবে।

সারাংশ

জেনারেটর সেকশনে মেশিন অপারেটরের অবশ্যই ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করতে হবে এবং জেনারেটর মেশিন কক্ষের দরজা বন্ধ রাখতে হবে।


Posted

in

by

Comments

7 responses to “জেনারেটর সেকশনে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা”

Leave a Reply