স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়ার সমূহ বিক্রি করি

স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়ার সমূহ বিক্রি করি

স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়্যার

আমরা বাংলাদেশি এবং বিদেশী সব ধরনের স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস সফটওয়ার সমূহ বিক্রি করি খুব অল্প দামে। এছারা আমাদের দেশের বিভিন্ন স্বনামধন্য সফটওয়ার কোম্পানির সাথে আমাদের চুক্তি আছে। যদি আপনি যদি ওই সব কোম্পানির সফটওয়ার আমাদের মাধ্যমে কিনেন তাহলে ১০% ডিস্কাউন্ট পাবেন। যোগাযোগ – Email: erp@autogarment.com, Mobile: 01792525354

Inventory Management ERP

RECEIVING RAW MATERIALS STORAGE, ISSUED & INVENTORY

ভূমিকা:  Garments সেক্টরে স্টোর একটি গুরুত্ত পূর্ণ শাখা| মালামাল সঠিক ভাবে, সঠিক সময়ের মধ্যে হিসাব- নিকাশ, গননা ও পরিক্ষা (inspection) করে যথা স্থানে সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্ব পূর্ণ |

কাজের সুবিধার্থে স্টোর এর কাজ সাধারণত দু ভাগে ভাগ করা হয়

(1) কাপড় (Fabric)                

(2)  আনুষাঙ্গিক উপকরন  (Accessories) |

কাপড় (Fabric)  গ্রহন এবং সরবরাহ করতে যে সব প্রক্রিয়া অনুসরন করিবে তা নিম্নরূপঃ

(ক)        বুকিং প্রক্রিয়াঃ Pattern অথবা Marketing section থেকে consumption অনুযায়ী বুকিং কপি গ্রহন করিবে |

(খ)         গ্রহন প্রক্রিয়া (receiving procedure): বুকিং অনুযায়ী Textile থেকে কোয়ালীটি চেকের পর স্টাইল, কাপড়ের ধরন, রং, এবং ব্যাচ অনুযায়ী প্রতিটি রোল আলাদা আলাদা ভাবে ওজন এবং গনণা করে চালান অনুসারে গ্রহন করিবে |  

(গ)         গুদাম জাত পদ্ধতি (STORAGE):  স্টাইল, কাপড়ের ধরন, রং, এবং ব্যাচ অনুসারে কাপড় রেকে গুছিয়ে রাখিবে| অতপর (নিধারিত ব্যাচের মধ্যে নিধারিত বিন কার্ড (বর্ণনা মূলক তালিকা) লাগাতে হবে| পরিশেষে রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করিবে|

(ঘ)         সরবরাহ পদ্ধতি (Delivery system): কাপড় সরবরাহের পূর্বে কাটিং হইতে চাহিদা পত্র গ্রহন করতে হইবে| চাহিদা পত্র অনুযায়ী কাপড় সরবরাহ করে রেজিষ্টার খাতা থেকে বাদ দিতে হবে| অবশিষ্ট কাপড় যদি থাকে তা 3 মাস অন্তর অন্তর স্থানান্তরিত করিবে|

আনুষাঙ্গিক উপকরণ (Accessories) গ্রহন এবং সরবরাহ করতে যে সব প্রক্রিয়া অনুসরন করিবে তা নিম্নরূপঃ

(ক)        বুকিং প্রক্রিয়াঃ  আনুষাঙ্গিক উপকরণ (Accessories) এর বুকিং শিট / অর্ডার শিট marketing অথবা  স্টোররে সংশ্লিষ্ট ব্যক্তি হইতে গ্রহন করিবে |

(খ)         গ্রহন প্রক্রিয়া (receiving procedure):  চালান অথবা  প্যাকিং লিষ্ট অনুসারে মালামাল গ্রহন করিবে| মালামালের শতকরা 10 ভাগ গননা  (inventory) করিবে|  কোন প্রকার গরমিল হইলে সংশ্লিষ্ট মার্চেন এবং সরবরাহ কারিকে অবহিত করিতে হবে|    

(গ)         তত্ত্বানুসন্ধান প্রক্রিয়া (inspection ‍system):  রিসিভ করা মালামালের শতকরা 10 ভাগ inspection করিবে | inspection কৃত মালামাল fail হলে পুনরায় আরও শতকরা 10 ভাগ inspection করিতে হবে|স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস সফটওয়ার এ যদি inspection এ পাশ হয় তবে Trim card  তৈরী করে সংশ্লিষ্ট মার্চেন দ্বারা approved নিতে হবে| যদি fail হয় তবে Supplier কে ফেরত অথবা  Supplier কর্তৃক গুণগত মান সম্পন্ন মাল আলাদা করতে হবে|  

(ঘ)         গুদাম জাত পদ্ধতি (STORAGE):  বাইয়ার, স্টাইল, মালামালের ধরন অনুযায়ী রেকে গুছিয়ে রাখিবে| অতপর (নিধারিত রেকের মধ্যে নিধারিত বিন কার্ড (বর্ণনা মূলক তালিকা) লাগাতে হবে| পরিশেষে রেজিষ্টার খাতায় লিপিবদ্ধ করিবে|

(ঙ)         সরবরাহ পদ্ধতি (Delivery system): মালামাল (Acc.) সরবরাহের পূর্বে  সাব-স্টোর হইতে চাহিদা পত্র গ্রহন করতে হইবে| চাহিদা পত্র অনুযায়ী  মালামাল (Acc.) সরবরাহ করে রেজিষ্টার খাতা থেকে বাদ দিতে হবে|  অবশিষ্ট মালামাল (Acc.) যদি থাকে তা 3 মাস অন্তর অন্তর স্থানান্তরিত করিবে|

Comments

5 responses to “স্টোর ইনভেন্টরি ওয়্যারহাউস ম্যানেজমেন্ট সফটওয়ার সমূহ বিক্রি করি”

  1. Shamim Avatar
    Shamim

    Store inventory software is very helpful and effective for business.

    1. Mashiur Avatar

      If you wants to sale your software through us , please contact us masiur@gmail.com

Leave a Reply