অন্তঃস্বত্তা মহিলাদের সম্ভাব্য দূর্ঘটনাার কারণ
১) অন্তঃস্বত্তা মহিলাদের বিপজ্জ্বনক বা ঝুঁকিপূর্ন কাজে অন্তঃ স্বত্তা মহিলা শ্রমিককে নিয়োজিত করা ।
২) ভার উত্তোলন বা বহন করার কাজে কোন অন্তঃ স্বত্তা মহিলা শ্রমিককে নিয়োজিত করা। ফফফফ সসসস
৩) দীর্ঘ ক্ষন দাড়িঁয়ে থাকার কাজে অন্তঃ স্বত্তা মহিলা শ্রমিককে নিয়োজিত করা ।
৪) অসাবধান বা বেপরোয়া ভাবে সিড়িঁতে চলাচল করা।
৫) কোন অন্তঃসত্ত¡া মহিলা শ্রমিকে রাতের বেলা কোন কাজে নিয়োজিত করা।
৬) কঠোর পরিশ্রমের কাজে নিয়োজিত করা।
৭) পিচ্ছিল ফ্লোরে কাজ করানো।
৮) পিচ্ছিল টয়লেট ব্যাবহার করা।
দূর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ ঃ-
১) বিপজ্জ্বনক বা ঝুঁকিপূর্ন কাজে অন্তঃ স্বত্তা মহিলা শ্রমিককে নিয়োজিত না করা।
২) অন্তঃস্বত্তা মহিলাদের ভার উত্তোলন বা বহন করার কাজে কোন অন্তঃ স্বত্তা মহিলা (চৎবমহধহঃ ডড়সধহ) শ্রমিককে নিয়োজিত না করা।
৩) দীর্ঘ ক্ষন দাড়িঁয়ে থাকার কাজে অন্তঃ স্বত্তা মহিলা শ্রমিককে নিয়োজিত না করা।
৪) অসাবধান বা বেপরোয়া ভাবে সিড়িঁতে চলাচল না করা।
৫) অন্তঃ স্বত্তা মহিলাদের উপরে উঠার জন্য লিফট ব্যবহার করা।
৬) কোন অন্তঃসত্ত¡া মহিলা শ্রমিকে রাতের বেলা কোন কাজে নিয়োজিত না করা।
৭) কঠোর পরিশ্রমের কাজে নিয়োজিত না করা।
অন্তঃসত্ত¡া মহিলাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন করা বা পিচ্ছিল ফ্লোর ব্যবহার না করা।
৬ মাস পূর্ন হয়েছে এমন সকল মহিলা শ্রমিককে শ্রম আইন অনুযায়ী মার্তৃত্বকল্যান ছুটি ও সুবিধা প্রদান করা।
কোন অন্তঃসত্ত¡া মহিলা শ্রমিকদের দিয়ে জানা মতে সন্তান প্রসবের অব্যবহিত ৮ সপ্তাহ আগে ও পরে কাজ না করানো।
কোন অন্তঃসত্ত¡া মহিলা শ্রমিককে অতিরিক্ত সময়ে কাজ না করানো।
কোন অন্তঃসত্ত¡া মহিলা শ্রমিককে প্রচন্ড শব্দ হয় এমন জায়গায় কাজ না করানো।
কোন অন্তঃস্বত্তা মহিলাদের অতিরিক্ত গরম এমন জায়গায় কাজ না করানো।