by Mashiur | Jul 1, 2019 | ইন্ডাস্ট্রিয়াল
ইয়ার প্লাগ ব্যবহারের গুরুত্ব, প্রয়োজনীয়তা
কানের ছিপি (ইয়ার প্লাগ ও মাফ): যেখানে শব্দের পরিমান বেশি সেই স্থানে অবশ্যই কানে ইয়ার প্লাগ ব্যবহার করে কাজ করা উচিৎ। নতুবা কানের পর্দা ফেটে যেতে পারে বা কানের মারাত্বক ক্ষতি হতে পারে। কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিয়ে পি.পি.ই. ব্যবহার বিধি,সাবধানতা ,গুরুত্ব এবং প্রয়োজনীয়তা বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করা হয় । প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন প্রদান করেন কোম্পানির সিনিয়র অফিসার এইচ,আর এন্ড কমপ্লায়েন্স প্রসিক্ষক গন। …
আমাদরে কারখানার ওভেন সকেশনরে শ্রমকিরা সব সময় ইয়ার প্লাগ পরধিান করা বাধ্যতামূলক। তাই অবশ্যই কানে ইয়ার প্লাগ ব্যবহারে যতœবান হওয়া উচিৎ। শিল্পের প্রাণ হলো উৎপাদন , উৎপাদন প্রক্রিয়া অব্যাহত না থাকলে শিল্পের বিকাশ ঘটবে না । আর এই উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করে থাকে মানুষ এবং মানুষ চালিত যন্ত্রপাতি । কাজ পরিচালনা করতে গেলে আমরা প্রথমেই যে জিনিসটির প্রতি লক্ষ্য রাখব তা হল পরিবেশ বা পরিবেশ গত স্বাস্থ্য । কাজের জায়গা পরিস্কার পরিছন্নতা থাকলে কাজ করা অতি সহজ ।
এয়ার প্লাগের অগ্রভাগটি সহজ ভাবে কানে প্রবেশ করিয়ে আঙ্গুল দিয়ে চাপ দিন। এতে প্লাগটি সম্পূর্ণ ভাবে আপনার কানে প্রবেশ করবে। আর অপরিছন্ন পরিবেশে কাজ করলে আমরা শারিরীক ভাবে অসুস্থ্য হয়ে পরতে পারি এবং বিভিন্ন রোগ আমাদেরকে আক্রান্ত করতে পারে যার পরিনতি তে মৃত্যু ও হতে পারে । আমরা তাই প্রথমে আমাদের কাজের জায়গা পরিস্কার রাখব এরপর আমরা যে ব্যাপারটি গুরুত্বের সহিত দেখব তা হল আমরা যেসব মেশিন বা যন্ত্রপাতি দিয়ে কাজ করি সেগুলো যেন আমরা সাবধানতার সাথে যথাযথ ভাবে ব্যাবহার করি এবং এসব মেশিনের দ্বারা কাজ করার সময় যাতে কোন দূর্ঘটনা না ঘটে সেজন্য চচঊ ব্যাবহার করার নির্দেশনা দেওয়া আছে। অতএব, সেগুলো যেন অবশ্যই সঠিক নিয়মে ব্যবহার করি, তবেই আমরা আমাদের কাজের স্থান পরিবেশ সর্বপরি নিজেকে নিরাপদ রাখতে পারব ।
প্রথমে আমাদের জানা দরকার ব্যক্তিগত আতœরক্ষামূলক সরঞ্জামাদী বলতে কি বুঝি ।
ব্যাক্তিগত জীবনে চলাচল এবং কাজ পরিচালনা করার উদ্দ্যেশে এবং নিজেদের রক্ষা করার জন্য যে সকল সরঞ্জামাদী ব্যবহার করে থাকি তাকে ব্যক্তিগত আতœরক্ষামূলক সরঞ্জামাদী বুঝায় ।
ইয়ার প্লাগ ঃ
দুই আঙ্গুলের ফাকে আলতোভাবে এয়ার প্লাগটি ধরুন। ডান হাত মাথার পিছনে দিয়ে বাম কানের উপরিভাগ দুই আঙ্গুলের সাহায্যে ধরুন এবং উপর দিকে হালকা ভাবে টান দিন। এতে কানের ছিদ্র প্রসারিত হয়ে এয়ার প্লাগ প্রবেশে সহয়তা করবে। অতি শব্দের মধ্যে কাজ করলে অবশ্যই কানে ইয়ার প্লাগ পরে কাজ করতে হবে। উৎপাদন প্রক্রিয়ায় কিছু স্থানে শব্দ/অতি শব্দের সৃষ্টি হয় । কোন কোন সময় মেশিন ত্র“টির কারনে ও হয়ে থাকে। তাই আমাদেরকে শব্দ দূষন এবং অতি শব্দ থেকে মুক্তি পাওয়ার জন্য কানে ইয়ার প্লাগ ব্যাবহার করা দরকার। অতি শব্দ কর্ম পরিবেশে বিরক্তির সৃষ্টি করে । আমাদের অতি শব্দ এবং শব্দ দূষন এর ফলে যে সকল সমস্যার সন্মুখীন হতে হবে তা হল ঃ
শ্রমিকের দক্ষতায় ব্যাঘাত সৃষ্টি করে
ভীত এবং ক্লান্তি বাড়িয়ে দেয়
কথাবলায় ব্যাঘাত সৃষ্টি সহ মনযোগ নষ্ট করে
নিয়মিত শব্দ দূষন অস্থায়ী বা স্থায়ী বধিরতার সৃষ্টি করে
শরীরের হাড় ও হাড়ের সংযোগ স্থলগুলো নষ্ট করে ফেলে
হৃদযন্ত্র ও স্নায়ুতন্ত্রেও উপর বিরুপ প্রভাব সৃষ্টি করে
সারাংশ
অতএব, যে সকল সেকশনে শব্দ হয় সে সকল সেকশনের কর্মরত সকলকে ”এয়ার প্লাগ” ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে । অল্প সময়ের মধ্যেই এটি আপনার কানে মাপমত বসে যাবে। লক্ষ্য রাখবেন যাতে এয়ার প্লাগটি সবসময় আপনার কানে লম্বালম্বিভাবে স্থাপিত থাকে। কখনোই আড়াআড়ি ভাবে নয়। শুকনো এবং পরিষ্কার হাতে এটি ব্যবহার করুন। অতিরিক্ত ময়লা হলে পাল্টে ফেলুন।
by Mashiur | May 28, 2019 | ইন্ডাস্ট্রিয়াল
সাসটেইনাবিলিটি প্রতিশ্রুতি
এ, আমরা নিশ্চিত থাকতে পারি যে স্থায়িত্ব (সাসটেইনাবিলিটি) হচ্ছে একটি সফল ব্যবসার প্রাকৃতিক অংশ। তাই আমরা সবসময় নীতিগতভাবে, স্বচ্ছভাবে এবং দ্বায়িত্বের সাথে কাজ করার জন্য আপ্রাণ চেষ্টা করি এবং আমরা প্রত্যাশা করি আমাদের ব্যবসায়িক অংশীদারও একই কাজ করবে। , গ্রুপের মধ্যে সব সম্বন্ধযুক্ত কোম্পানী এবং ব্রান্ডের প্রতিনিধিত্ব করে।
আইন মেনে চলাই মৌলিক আদ্যস্থল। কিন্তু আমাদের উচ্চাকাঙ্খা হচ্ছে যে নি¤েœাক্ত আগাম বিষয় গুলিতে আইন যা বলে সে অনুযায়ী একত্রে এগিয়ে যাওয়া।
স্বাস্থ্যকর কর্মক্ষেত্র ঃ একটি আয় সরবরাহের পাশাপাশি, সক্ষম মানুষের কমংসংস্থান এবং তাদের পরিবার ও সম্প্রদায়ের স্বাস্থ্যকর ভাবে বেড়ে ওঠা। একটি নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মক্ষেত্র প্রদান, সঠিক কর্মক্ষেত্রের অধিকার, জীবন ধারনের ন্যায্য মজুরী প্রদান যা তাদের মৌলিক চাহিদা পুরনে সক্ষম।
একটি নিরাপদ ও সুস্থ কর্মক্ষেত্রে প্রদান, কর্মক্ষেত্রে অধিকার ন্যায্য জীবিত মজুরি যে শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণ করে পরিশোধ এবং সামাজিক সংলাপ প্রচার টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি যে কাজ এবং উদ্যোগের বিকাশ সৃষ্টি করার জন্য যা প্রয়োজনীয় হয়.
স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র: ইকোসিস্টেম আমাদের যেমন ক্লিন এয়ার এবং জল হিসাবে প্রাকৃতিক সম্পদ, যা মানুষ, সম্প্রদায় ও ব্যবসা অপরিহার্য সঙ্গে প্রদান. বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা পূরণের, বাস্তুতন্ত্র দীর্ঘমেয়াদী স্বাস্থ্য পরিবেশের ক্ষতি রোধ করে এবং দায়িত্বের প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে রক্ষা করা আবশ্যক.
প্রাণী কল্যাণ: জন্তু মানবিক আচরণ করার উদ্দেশ্যে এনটাইটেল করা হয়. এই ভাল পশুপালন এবং অ পশু পরীক্ষা পদ্ধতি গ্রহণ মাধ্যমে অবশ্যই সম্মান জানাতে হবে.
বায়ার এছাড়াও আশা ব্যবসায়িক অংশীদার প্রয়োজনীয়তা এবং পদ্ধতির তাদের সাপ্লাই চেইন মধ্যে এই প্রতিশ্রুতি বিবেচ্য প্রয়োগ করতে. দুর্নীতির সব ধরণের উপর একটি জিরো টলারেন্স নীতি এবং একটি শক্তিশালী দুর্নীতি-বিরোধী কর্মসূচি করার জন্য বদ্ধ পরিকর. নীতিশাস্ত্র / বাণিজ্যিক অংশীদার প্রতিশ্রুতি কোড একটি পৃথক অঙ্গীকার সব ব্যবসা পার্টনার্স সাইন ইন করুন এবং মেনে চলতে কমিট আছে. এই সাস্টেনিবিলিটি প্রতিশ্রুতি নিম্নলিখিত বিষয় জুড়ে:
1. সুস্থ কর্মস্থলে
2. স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র
3. প্রাণী কল্যাণ
'স্বাস্থ্য ও নিরাপত্তা' জলবায়ু এবং বায়ুর গুণমান উপর ইমপ্যাক্ট 'পশুপালন
'বৈষম্য, বৈচিত্র্য এবং সমতা' পানিসম্পদ 'প্রাণী পরীক্ষার উপর প্রভাবঃ
'স্বীকৃত কর্মসংস্থান' রাসায়নিকের ব্যবহার
'ফেয়ার নুন্যতম মজুরি, সুবিধা এবং কাজ' বর্জ্য পুনরায় ব্যবহার এবং পুনর্ব্যবহারযোগ্য
ঘন্টার 'প্রজাতি এবং প্রাকৃতিক সংরক্ষণ
সমিতি ও সম্মিলিত আবাসস্থল 'ফ্রিডম
by Mashiur | Nov 25, 2018 | ইন্ডাস্ট্রিয়াল
নিরাপত্তামূলক সরঞ্জামাদির ব্যবহারবিধি
নিরাপদ কর্মক্ষেত্রে গড়ে তুলার জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তামূলক সরঞ্জামাদি ব্যবহার করতে হবে। ফ্যাশন ইন্ডাষ্ট্রি লিমিটেড নিরাপত্তামূলক সরঞ্জামাদির সঠিক ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে নিন্মোক্ত পদক্ষেপ গ্রহন করেছে ঃ-
০১। যে সমস্ত মেশিনে নিডল গার্ড ব্যবহার করা হয়, সে সমস্ত মেশিনে নিডল গার্ড লাগানো হয়েছে।০২। অপারেটরগন নিশ্চিত করবে তাদের মেশিনে নিডল গার্ড লাগানো আছে। যদি কোন মেশিনে নিডল গার্ড লাগানো না থাকে অপারেটর সাথে সাথে সুপারভাইজার ও মেকানিকের দৃষ্টি আকর্ষন করবে। মেকানিকগন তাৎক্ষনিক নিডল গার্ড প্রতিস্থাপন করে দিবেন।০৩। প্রতিটি ওভারলক, ফ্ল্যাটলক ও অন্যান্য কিছু মেশিনে আইগার্ড ব্যবহার করা হয়। যদি কোন মেশিনে আইগার্ড না থাকে বা ভেঙ্গে যায় তবে সাথে সাথে সুপারভাইজার ও মেকানিককে জানাতে হবে। মেকানিক তাৎক্ষনিকভাবে আইগার্ড প্রতিস্থাপন করে দিবে।০৪। নিডল গার্ড ও আইগার্ড ব্যতিত মেশিন চালানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ।০৫। প্রতিটি মেশিনের সাথে মটর পুলি থাকে এবং এই পুলি একটি রাবার দ্বারা মেশিনকে পরিচালনা করে। অনেক সময় এই রাবারে ওড়না বা চুল পেচিয়ে দুর্ঘটনা ঘটে থাকে, তাই এই পুলি এবং রাবার কভার দ্বারা আবৃত থাকে। যদি কোন মেশিনে পুলি কভার না থাকে তবে সাথে সাথে মেকানিক বা ইলেক্ট্রিশিয়ানকে জানিয়ে তা প্রতিস্থাপন করে নিতে হবে।০৬। সাধারণত ওভারলক ও ফ্ল্যাটলক মেশিন দ্বারা কাপড় সেলাই করার সময় একধরনের হাল্কা ময়লা বের হয়, যা সহজেই স্বাসপ্রস্বাসের মাধম্যে শরীরে প্রবেশ করে থাকে। পরবর্তীতে দেখা দেয় স্বাসকষ্ট, যক্ষা ও ক্যানসারের মতো মারাত্মক রোগ। সম্ভাব্য এ রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিটি অপারেটর ও হেলপারকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করে কাজ করতে হবে।০৭। কাটিং মেশিন দ্বারা ফেব্রিক কাটার সময়ও ময়লা বের হয়, তাই কাপড় কাটার সময় কাটিংম্যানদেরও মাস্ক পরিধান করতে হবে।০৮। এক ধরনের ধারালো ছুরি দ্বারা ফেব্রিক কাটিং করা হয়, ফলে অসাবধানতাবশতঃ অনেক সময় হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কাটিং মেশিন দ্বারা কাজ করার সময় অবশ্যই মেটাল হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। ০৯। থিনার এক ধরনের দাহ্য কেমিক্যাল। থিনার রুমে কাজ করার সময় অবশ্যই কেমিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে। থিনার রুমে কোন মহিলা বিশেষ করে গর্ভবতী মহিলাদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ।১০। থ্রেড সাকিং মেশিন দ্বারা কাজ করার সময় এপ্রোন এবং এয়ার প্লাগ ব্যবহার করতে হবে।১১। যদি কখনো হ্যান্ড টাগ গান ব্যবহারের প্রয়োজন পড়ে তবে মেটাল ফিংগার গার্ড ব্যবহার করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষনপ্রাপ্ত ব্যক্তিরাই হ্যান্ড টাগ গান ব্যবহার করতে পারবে।১২। আয়রন মেশিন দ্বারা কাজ করার সময় সম্ভাব্য ইলেক্ট্রিক্যাল শক থেকে রক্ষা পাওয়ার জন্য রাবারের সু/স্যান্ডেল ব্যবহার করা উচিত। আয়রন করার পর আয়রনটি নির্দ্দিষ্ট স্থানে রাখতে হবে এবং সাবধানে নাড়াচড়া করতে হবে যাতে শরীরের কোথাও গরম ছ্যাকা না লাগে। আয়রন যখন ব্যবহার হবে না তখন সুইচটি অফ করে রাখুন।১৩। আয়রনের জন্য সঠিক তারটি ব্যবহার করুন এবং ইলেক্ট্রিশিয়ানগন তার স্থাপনের সময় এদিকে বিশেষ দৃষ্টি রাখবেন।১৪। সকল ইলেক্ট্রিক্যাল বোর্ডের নিচে সব সময় রাবারম্যাট রাখতে হবে সম্ভাব্য ইলেক্ট্রিক্যাল শক এড়াতে।১৫। শুধুমাত্র ইলেক্ট্রিশিয়ান ব্যতীত অন্য কেহ কোন অবস্থায় ইলেক্ট্রিক্যাল প্যানেল বোর্ডে হাত দিবেন না।১৬। জেনারেটর রুমে সাধারনতঃ উচ্চ শব্দমাত্রা বিদ্যমান থাকে। এই উচ্চ শব্দমাত্রা শ্রবনশক্তির ক্ষতি করতে পারে বিধায় জেনারেটর রুমে কাজ করার সময় এয়ারপ্লাগ ব্যবহার বাধ্যতামূলক।১৭। কাপড় কাটার কেঁচি এবং সুতা কাটার যন্ত্র কাজ করার সময় টেবিলের সাথে বেধে রাখতে হবে।১৮। প্রতি মাসে একবার সকল বৈদ্যুতিক লাইন পরীক্ষা করতে হবে। কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ সৃষ্টি ও দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে প্রতিটি শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার সচেতন থাকতে হবে ।
by Mashiur | Nov 20, 2018 | ইন্ডাস্ট্রিয়াল
ফ্যাক্টরীর অভ্যন্তরীন করনীয় বিষয়সমূহ
- ফ্যাক্টরীর অভ্যন্তরীন করনীয় বিষয়সমূহ। সুইং মেশিনে কোন অবস্থাতে নিডেলের ভাঙ্গা অংশ যাতে না পাওয়া যায় সে ব্যবস্থা করিতে হইবে।
- নিডেল ডিকেক্টর মেশিন রানিং থাকিতে হইবে এবং সে অনুসারে ডকুমেন্ট রেডি রাখিতে হইবে।
- কোন অবস্থাতে বাহির থেকে উৎপত্ত কোন ধোঁয়া/ কালি / সুস্বাধু খাবারের গন্ধ ফ্যাক্টরীর অভ্যন্তরে থাকা চলিবে না।
- পেষ্ট কন্ট্রোল রেজিষ্টার মাসিক ভিত্তিতে আপ টু ডেট রাখতে হবে।
- সিজার এবং ট্রিম কার্টার সমূহে কার্ড নম্বর এবং নাম লিপিবদ্ধ করতে হবে এবং টেবিলের সাথে বাধা অবস্থায় রাখতে হবে।
- কাটিংসহ সকল প্যাটার্নে ছঅ ঙভভরপবৎ, প্যাটার্ন মেকার সহ কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে।
- ভাঙ্গা নিডল্ এবং সার্ফ টুলস্ পলিসি সঠিকভাবে পালন করতে হবে।
- সিলিং ফ্যান সবসময় পরিস্কার থাকতে হবে এবং সাপ্তাহিক চেকলিষ্ট ব্যবহার করিতে হইবে।
- প্রোডাকশন ফ্লোরে কোন প্রকার মাকড়শার ঝুল থাকা চলিবে না।
- ইন্ডাষ্ট্রিয়াল এডজাষ্ট ফ্যানের ময়লা নিয়মিতভাবে পরিস্কার করতে হবে।
- সরাসরি মেঝেতে / মাটিতে কোন প্রকার গার্মেন্টস রাখা চলিবে না।
- প্রোডাকশন ফ্লোরে কোন প্রকার পুরাতন স্টাইলের সুতার কোণ্ এবং কাটা ফেব্রিক যেখানে সেখানে ফেলিয়া রাখা যাইবে না।
- মেশিনের ওয়েল লেভেল ঠিক রাখিতে হইবে এবং সবধরনের ময়লা পরিস্কার করিতে হইবে ( মেশিনের ভিতরে)।
- মেশিনের মেইন্টেনেন্স চেক কার্ড আপ টু ডেট ভেরিফিকেশন থাকিতে হইবে।
- কাটিং টেবিলের নীচে কোন প্রকার পুরাতন স্টাইলের কাপড় রাখা যাইবে না।
- কাটিং সেকশনে পুরাতন প্যাটার্ন বোর্ড / মার্কার ঝুলাইয়া রাখা যাইবে না।
- কাঠের পাটাতন-এর উপরে অবশ্যই কাপড়ের রোল রাখিতে হইবে।
- শ্রমিকদের জুতা, খাবার বাটি, ভেনিটিব্যাগ একত্রে সুইং ফ্লোরে মেশিনের নিচে রাখা যাইবে না।
- ফেব্রিকস্ রিলাক্সের জন্য কাটিং সেকশনে তাক ব্যবহার করিতে হইবে।
- ফ্যাক্টরীর অভ্যন্তরে যেখানে সেখানে পানের পিক ফেলা যাইবে না।
- ফ্যাক্টরীর অভ্যন্তরে শ্রমিকরা লিপষ্টিক ব্যবহার করিতে পারিবে না।
- ইলেকট্রিক চ্যানেলের ময়লা পরিস্কার রাখিতে হইবে।
- ফিনিশিং কার্টুন এবং খালি কার্টুনগুলো প্লাষ্টিক প্লেটের উপর রাখিতে হইবে।
- পোকামাকড় এর আক্রমন থেকে রক্ষার জন্য ফিনিশিং সেকশনের বাইরে হলুদ লাইট সেট করিতে হইবে।
- ফ্যাক্টরীর অভ্যন্তরে পোকামাকড় এর আক্রমন থেকে রক্ষার জন্য ফিনিশিং সেকশনের বাইরে চিকন নেট জানালা এবং ইন্ডাষ্ট্রিয়াল এডজাস্ট ফ্যানের ফাঁকা জায়গায় সেট করিতে হইবে।
- ফ্যাক্টরীর অভ্যন্তরে পেস্টকিলার মেশিন ফিনিশিং সেকশনে পর্যাপ্ত পরিমান সেট করিতে হইবে।
- কোন শ্রমিক ফ্লোরে বসিয়া কাজ করতে পারিবে না।
- লাইট কালার এবং ডিপ কালারের কোন মালামাল একত্রে জমা করিয়া রাখা যাইবে না।
- প্রোডাকশন ফ্লোরে কোন প্রকার ময়লা আবর্জনা, কলার খোসা, অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা করিয়া রাখা যাইবে না।
by Mashiur | Nov 19, 2018 | ইন্ডাস্ট্রিয়াল
ফিউজিং মেশিন অপারেশনের নিয়মাবলী
ফিউজিং মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনার জন্য সতর্কতা. মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন। ফিউজিং মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয়ঃ …
১। মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন। ফিউজিং মেশিন চালু করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক তার লিকেজ বা ছিড়া-ফাড়া আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে।
২. মেশিন চালানোর পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ে নিতে হবে।
৩.উচ্চ তাপমাত্রায় মেশিনের ভিতরে ষ্পর্শ করা যাবে না।
৪.কেবলমাত্র দক্ষ অপারেটর মাধ্যমেই মেশিন মেইন্টেন্যান্স করতে হবে।
৫.তাপমাত্রা দেখে কাজ শুরু করুন। নির্দেশিকা ব্যতীত মেশিনের কোনরুপ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না
৬. পায়ের নিচে রাবার ম্যাট আছে কিনা লক্ষ্য করুন। মেশিন চালানোর সময় অন্যদেরকেও সতর্ক করতে হবে।
৭ কোনরুপ দাহ্য পদার্থের কাছাকাছি এই মেশিন স্থাপন করা যাবে না।
৮.কমপ্রেসার চালু আছে কিনা লক্ষ্য করুন। মেশিনে উপর অন্য কোন জিনিসপত্র রাখা যাবে না।
৯.মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করে কভার দিয়ে ঢেকে কর্মস্থল ত্যাগ করুন। অব্যবহৃত মেশিনের বৈদ্যুতিক উৎস সর্বদা বন্ধ রাখতে হবে।
গুগো প্রেস অপারেশনের নিয়মাবলী ঃ
গোগোপ্রেস মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনার জন্য সতর্কতা. মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন।
১। মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন। গুগো প্রেস চালু করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক তার লিকেজ বা ছিড়া-ফাড়া আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে।
২. আরপিএম কমিয়ে মেশিন সেট করতে হবে। মেশিন চালানোর পূর্বে ব্যবহার নির্দেশিকা পড়ে নিতে হবে।
৩. তাপমাত্রা দেখে কাজ শুরু করুন। উচ্চ তাপমাত্রায় মেশিনের ভিতরে ষ্পর্শ করা যাবে না।
৪. মেশিনের কাছাকাছি কাগজ/কাপড় এলোমেলো রাখা যাবে না। কেবলমাত্র দক্ষ অপারেটর মাধ্যমেই মেশিন মেইন্টেন্যান্স করতে হবে।
৫. মেশিন চালু অবস্থায় নির্দিস্ট দুরুত্ব বজায় রাখতে হবে। নির্দেশিকা ব্যতীত মেশিনের কোনরুপ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না ;
৬. মুখোস পরিধান করতে হবে। মেশিন চালানোর সময় অন্যদেরকেও সতর্ক করতে হবে।
৭ কোনরুপ দাহ্য পদার্থের কাছাকাছি এই মেশিন স্থাপন করা যাবে না।
৮.মেশিনে উপর অন্য কোন জিনিসপত্র রাখা যাবে না।
৯.অব্যবহৃত মেশিনের বৈদ্যুতিক উৎস সর্বদা বন্ধ রাখতে হবে।
সম্প্রতি তাদের অনুমোদিত বিভিন্ন ফ্যাক্টরীতে ভিজিট শুরু করেছেন। ভিজিটকালে তাহারা বিশেষ কিছু বিষয়াবলী যেমন ফ্যাক্টরীর অভ্যন্তরীন পরিস্কার পরিচ্ছন্নতা, পোকা মাঁকড়, মাকড়শার জাল ইত্যাদি সহ আরও অন্যান্য হাউজ কিপিং এবং কোয়ালিটি সংক্রান্ত বিষয়াদির উপর গুরুত্ব আরোপ করেছেন। সম্প্রতি গ্র“পের একটি ফ্যাক্টরী ভিজিটকালে বায়ার ফ্যাক্টরীর অভ্যন্তরীন পরিচ্ছন্নতার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। ফ্যাক্টরীর অভ্যন্তরীন পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বায়ার প্রতিনিধি কর্তৃক আমাদেরকে কিছু নির্দেশনা প্রদান করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ন।
মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করুন। অতএব, বর্নিত বিষয়সমূহ যাতে পূঙ্খানুুরূপে সম্পাদিত হয় সেদিকে বিশেষ নজর প্রদান করার জন্যে নির্দেশ করা যাচ্ছে। আসন্ন অডিট এর দিক নির্দেশনা প্রদান কল্পে একটি সহায়িকা এতদ্ব্ সঙ্গে সংযুক্ত করা হইল।
by Mashiur | Nov 19, 2018 | ইন্ডাস্ট্রিয়াল
ডিবি এসডিবি বোর্ড রক্ষনাবেক্ষনের নিয়মাবলী
- প্রথমে ডিবি / এসডিবি বোর্ডের পার্শ্বে বা যে স্থানে দাঁড়িয়ে সুইচ অন করতে হবে সেস্থানে রাবার ম্যাট আছে কি না তা দেখতে হবে।
- ডিবি / এসডিবি বোর্ডে কাজ করার আগে টেষ্টার দ্বারা টেষ্ট করে নিতে হবে।
- টেষ্টার হাতে রাখতে হবে, যাতে বিদ্যুৎ স্পষ্ট না করতে পারে।
- যে যে জায়গায় সংযোগ দিতে হবে সেই জায়গা গুলোতে বৈদ্যুতিক তার লিকেজ কিনা তা দেখতে হবে।
- উপরোক্ত বিষয় ঠিক থাকার পর ডিবি / এসডিবি বোর্ডেও সুইচ অন করতে হবে।
- ডিবি / এসডিবি বোর্ডের পার্শ্বে যাতে কোন প্রকার মালামাল না রাখে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- ডিবি / এসডিবি র্বোডের ইলেকট্রিশিয়ান ব্যতিত অন্য কোন ব্যক্তির হাত দেওয়া নিষেধ এই সাবধানবানী উল্লেখ থাকতে হবে।
- কাজ শেষ করে ডিবি / এসডিবি বোর্ডের মধ্যে কোন প্রকার যন্ত্রাতি ও যন্ত্রাংশ রয়ে গেছে কিনা তা চেক করে দেখতে হবে।
- ডিবি / এসডিবি বোর্ডে ভোল্টেজ ক্যাপাসিটি লিখে রাখতে হবে।
- বিপদজনক সাইনসহ এর সনাক্তকরন উল্লেখ থাকতে হবে।
নাম ঃ………………………………………………………………………নাম ঃ………………………………………………………………………পদবী ঃ………………………………………………………………………বিভাগ ঃ………………………………………………………………………সেকশান ঃ……………………………………………………………………… আইডি নং ঃ………………………………………………………………………
বিষয় ঃ বেতন/মজুরী বৃদ্ধি প্রসঙ্গে।
জনাব,গত ০১/০২/২০১২ইং তারিখ পদ্ধতিগত কর্মমূল্যায়ন ও কোম্পানীর সংশ্লিষ্ট বেতন/মজুরী বৃদ্ধিকরণ আদেশ অনুযায়ী আপনার বর্তমান বেতন/মজুরী হচ্ছে নিম্নরুপ।
বর্তমান বেতন/মজুরীঃ ১. মূল বেতন/মজুরী ঃ…………………………./= ২. বাড়ী ভাড়া ভাতা ঃ…………………………./= ৩. চিকিৎসা ভাতা ঃ…………………………./= ৪. মোট বেতন/মজুরী ঃ…………………………./= কথায়ঃ……………………………………………………………………………………………………………………………..
সুতরাং আপনার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতিতে সৃজনশীল কার্যকর শ্রমে অগ্রণী ভূমিকা রাখার জন্য কোম্পানী পরামর্শ করছে।
কোম্পানীর পক্ষে
ব্যবস্থাপক (মানব সম্পদ এন্ড কমপ্লায়েন্স)
অনুলিপি ঃ(ক) মানব সম্পদ এন্ড কমপ্লায়েন্স বিভাগ।(খ) হিসাব বিভাগ। (গ) ব্যক্তিগত ফাইল।
Notice
This is for your kind information that we will start weekly meeting with all department head and it will be held in every Friday at 3.00 pm at 2nd floor conference room. Under this circumstance the authority is instructing you to attend the weekly meeting accordingly from next Friday.