কারখানার ৫টি স্থানকে যথা CTN Store, Accessories Store, Reject Garments Area, Old Stock এবং ঝুট রাখার স্থান কে তুলনামুলকভাবে বেশী Fire Hazard হিসাবে চিহ্নিত করা হয়েছে। আর সেলক্ষ্যে নিন্মলিখিত পদক্ষেপগুলো নেওয়া হয়েছে।
সকল কার্টুন ও ফেব্রিক কাঠের প্লেটের উপর রাখা হয়।
কার্টুন ও ফেব্রিক Stake এর চারপাশে Passage রাখা হয়েছে।
কার্টুন ও ফেব্রিক অধিক উচ্চতায় সাজানো হয় না।
ঝুটগুলো জমতে না দিয়ে প্রতিনিয়ত পরিস্কার করা হয় যাতে কারখানার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাকে।
সকল Accessories, Rack এর মধ্যে ফাক ফাক করে সাজিয়ে রাখা হয় যেন খুব সহজেই খুজে পাওয়া যায়।
সকল ষ্টোরে যথেষ্ট সংখ্যক Smoke Detector লাগানো হয়েছে ।
Fabric, Cartoon I Accessories Store, Fire Detector Central Alarm System এর আওতায় আনা হয়েছে যাতে রাত্রে কারখানা বন্ধ থাকা অবস্থায় কোন দূর্ঘটনা ঘটলে সিকিউরিটি পোষ্ট সঙ্গে সঙ্গে তা অবগত হয়ে সে অনুযায়ী পদক্ষেপ নিতে পারে।