Chemical Hazard
- Spot removing এর জন্য একমাত্র Solveকে Chemical হিসাবে ব্যবহার করা হয় যা শরীরের জন্য কম ক্ষতিকারক। Solve Use এর ক্ষেত্রে নিন্মলিখিত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
- Floor এর একটি Spot remover এর জন্য আলাদাভাবে একটি room তৈরী করা হয়েছে।
- সকল কেমিক্যাল Container এর গায়ে লেবেলিং করে তালাবদ্ধ অবস্থায় রাখা হয় Authorised person ছাড়া অন্য কাউকেই তা ব্যবহার করতে দেওয়া হয় না।
- উক্ত রুমে যথেষ্ট সংখ্যক Exhaust fan লাগানো রয়েছে।
- এছাড়া Spot remover এর জন্য Air sucking/Exhaust Machine Setup করা হয়েছে।
- Chemical Hazard ব্যবহারকারীদের কর্মসময় Rotation wise এমনভাবে ভাগ করা হয়েছে যাতে সকলে একসপ্তাহ পর পর একসপ্তাহ করে Rest পায়।
অন্যান্য হাজারড
- কাজ শেষে কোন মেশিন বা গার্মেন্টস খোলা অবস্থায় রাখা যাবে না। কাজ শেষে অবশ্যই সকল মেশিন ও গার্মেন্টস কাপড় বা পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে।
- ফ্লোরের মধ্যে কোন আইডল মেশিন যত্রতত্র রাখা যাবে না। সকল আইডল মেশিন যথাস্থানে রাখতে হবে এবং কাপড় বা পর্দা দিয়ে ঢেকে রাখতে হবে। আইডল মেশিনে কোন নিডল থাকতে পারবে না।
- আপনারা কর্মস্থলে যে কোন ধরনের খাবার খাওয়া থেকে বিরত থাকবেন এবং কথামুক্ত ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ বজায় রাখবেন।
- ফ্লোরের পরিস্কার পরিচ্ছন্নতার দায়িত্বে যারা নিয়োজিত আছেন-সকল ক্লিনিং সুপারভাইজর এবং ক্লিনার- ফ্লোরের পরিস্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই আপনারা আরও তৎপর হয়ে, অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আপনাদের কাজ করবেন।
- ফ্লোরের সকল লাইনের সব জায়গা ভালোমত পরিস্কার করতে হবে।
- ফ্লোরের সব জায়গা যেন সারাক্ষণ পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
- ফ্লোরের কোথাও কোন অপরিচ্ছন্নতা লক্ষ্য করলে সঙ্গে সঙ্গে সেটা পরিস্কার করতে হবে।
- ফ্লোরের সকল সিঁড়ি, নামাজের রুম, সকল টয়লেট নিয়মিত পরিস্কার করতে হবে।
- সকল পানির ড্রাম ভালোভাবে পরিস্কার করে পানি সরবরাহ করতে হবে। প্রতিদিন পানির ড্রামের চেক লিস্টে সই করতে হবে।
- সকল পানির ফিল্টারের নীচে ও আশেপাশে নিয়মিত পরিস্কার করতে হবে।
- ফ্লোরে যে সকল ডাস্টবিন রয়েছে সেগুলোও নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন করতে হবে।
- যারা কেমিক্যাল সেকশনে কাজ করেন যেমন কেমিক্যাল স্টোর, স্পট রিমুভিং রুম, রেজিন স্প্রে রুম, ওয়েট প্রসেস ইত্যাদি, তাদের অনেক ধরনের ক্ষতিকর কেমিক্যাল নিয়ে কাজ করতে হয়। এগুলো একদিকে যেমন শরীরের জন্য ক্ষতিকর অন্যদিকে তেমনি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ন। এসব ক্ষতিকর কেমিক্যাল শরীরে প্রবেশ করলে অনেক ধরনের জটিল রোগ হতে পারে। তাই এসব কেমিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত থাকার জন্য আপনারা অবশ্যই এন৯৫ মাস্ক, এ্যাপ্রোন, হ্যান্ড গ্লোভস, গগলস, গাম বুটস ও টুপি পরিধান করে কাজ করবেন।
- যারা স্টোরের দায়িত্বে আছেন-আপনারা অবশ্যই স্টোরের প্রত্যেকটি এক্্েরসরিজের কাভার বিন নিশ্চিত করবেন।
- স্টোরের প্রত্যেকটি ফেবিক্র রোল নিয়ম অনুযায়ী সাজিয়ে গুছিয়ে রাখতে হবে।
- স্টোরের সব এক্্িরট রাস্তা পরিস্কার পরিচ্ছন্ন ও ব্লক থেকে মুক্ত রাখতে হবে।
- স্টোরের কোথাও যেন ধুলাবালি ও ময়লা না থাকে এবং সর্বক্ষণ পরিস্কার পরিচ্ছন্ন থাকে সেটি নিশ্চিত করতে হবে।
- স্টোরের র্যাম গেটটি সব সময় ব্লকমুক্ত ও পরিস্কার রাখতে হবে।
Related