নিডেল ম্যান এর দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

নিডেল ম্যান এর প্রধান প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?

নিডেল ম্যান এর দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?

নিডেল ম্যান এর দায়িত্ব ও কর্তব্য গুলো অপারেটর এর কাছ থেকে ভাঙ্গা নিডেল গ্রহন করে নতুন নিডেল প্রদান করা ও প্রয়োজনীয় তথ্য সংরক্ষন করা। …

  • ষ্টোর ইনচার্জ এবং প্রোডাকসান ম্যানেজার
  • নিয়ন্ত্রিত স্টক থেকে অনুমোদিত ব্যাক্তি দ্বারা ব্যবহ্নত সুঁই অদল-বদল হয় কিনা।
  • হাতে সেলাই জিনিসপত্রগুলো একটা দিয়ে আবার জমা নেয়া হয় কিনা প্রতিদিন।
  • হাতে সুইং এর কাপড় কোন নির্ধারিত কোয়ারেন্টাইন এলাকায় করা হয় কিনা।
  • ভাঙ্গা নিডেল গ্রহন ও নতুন নিডেল প্রদান করা।
  • ভাঙ্গা নিডেল এর মাথা আছে কিনা চেক করা।
  • অপারেটর ছাড়া অন্য কাউকে নিডেল প্রদান না করা।
  • প্রতিদিন ষ্টোর থেকে প্রয়োজনীয় নিডেল গ্রহন ও প্রদান করা।
  • নিডেল সংক্রান্ত যাবতীয় তথ্য সংরক্ষন করা।
  • ভাঙ্গা নিডেল রেজিষ্টারে সংরক্ষন রাখা ।
  • প্রতিদিন প্রদান করা নিডেলের রিপোর্ট তৈরী করা।
  • নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
  • যখন ভাঙ্গা সুঁই এর সকল অংশ একসাথে পাওয়া না যায়  তখন অত্র এলাকা এবং পণ্য বা অংশ পণ্য মেগনেট দ্বারা পরিখা করা হয় কিনা।
  • ভাঙ্গা সুঁই এর সকল অংশ বক্সে নিডেল রেকর্ডে সংযুক্ত করা হয় কিনা এবং তারিখ, মেশিন অ অপারেটর অনুযায়ী বিস্তারিত ভাবে হয় কিনা।

Posted

in

by

Comments

One response to “নিডেল ম্যান এর প্রধান প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?”

Leave a Reply