Select Page

প্রডাক্ট ইনটেগ্রেটি নীতিমালা বর্ণনা

প্রডাক্ট ইনটেগ্রেটি নীতিমালা বর্ণনা – অটো  গ্র“প তার বায়ার বা ক্রেতাদের উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রনে বদ্ধপরিকর। উৎপাদিত পণ্য সমূহের গুনগতমান বৃদ্ধি এবং উৎপাদনের উপকরন সমূহের প্রতিটি স্তরে নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে প্রডাক্ট ইনটেগ্রেটি নীতিমালা প্রনয়ন করেছে। প্রডাক্ট ইনটেগ্রেটি নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে নিম্নোক্ত পদ্ধতি সমূহ অনুসরন করা হয়ঃ-

প্রডাক্ট ইনটেগ্রেটি

কোম্পানীজ লিমিটেড সততা ও সচ্ছতার ক্ষেত্রে নিন্মলিখিত নীতি মেনে চলেঃ

  • কোম্পানী নীতি অনুযায়ী ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিগন কোন ধরনের উপহার, আপ্যায়ন, ঘুষ গ্রহন অথবা সহায়তার জন্য কোন পুরষ্কার গ্রহন সমর্থন করে না।
  • কোম্পানী সম্পর্কিত কোন কাজের জন্যে কোন দ্রব্যমূল্য, ভাউচার, হোটেল ভাড়া, অফিস সময়ের পর খাবার বা বিনামূল্যে আহার, ভ্রমনের জন্য টিকিট ইত্যাদি দাবি বা গ্রহন করা সমর্থন করে না।
  • সুশৃঙ্খল নিরাপত্তজনিত পরিবেশে কারকানায় সব ধরনের উৎপাদনের উপকরন সমূহ প্রবেশ করবে।
  • অনুমোদিত ব্যাক্তি দ্বারা সরবরাহকৃত উপকরণ সমূহ রিসিভ করতে হবে এবং প্রতিটি উপকরণের যথাযথ হিসাব লিপিবদ্ধ করতে হবে।
  • কাটিং সেকশন থেকে সুনির্দিষ্ট চালান বা এন্ট্রির মাধ্যমে সুইং সেকশনে ইনপুট সরবরাহ করতে হবে।
  • কাটিং সেকশনের প্রতিটি ইনপুটের বান্ডেল নাম্বার সঠিকভাবে পর্যবেক্ষন করতে হবে ও প্রতিটি কাটপিসের নাম্বারিং সঠিকভাবে বুঝে নিতে হবে।
  • এক্সেসরিজ ষ্টোর থেকে সঠিক গণনা এবং লিপিবদ্ধকরণের মাধ্যমে সুইং সেকশনে প্রতিটি এক্সেসরিজ বা উপকরন সমূহ সরবরাহ করতে হবে।
  • কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিই সুইং সেকশনে ইনপুট সরবরাহের কাজ করবে।
  • প্যাকিং সেকশনে প্যাকিং সম্পন্ন হবার পর ষ্টোর অফিসার প্রতি পিস গণনার ভিত্তিতে ফিনিশড কার্টুন বুঝে নিবে এবং সেখানে সার্বক্ষনিক একজন নিরাপত্তা কর্মী দায়িত্বরত থাকবে এবং কার্টুন সমূহের হিসাব প্রতি পিস আকারে রেজিষ্টারে লিপিবদ্ধ রাখতে হবে।
  • এসোর্ট বা প্যাকিং এরিয়ায় অনুমোদিত ব্যক্তি ছাড়া কেউ প্রবেশ করতে পারবেনা।
  • ফিনিশড কার্টুন রুম সার্বক্ষনিক তালাবদ্ধ অবস্থায় থাকবে। ফিনিশিড কার্টুন রুম খোলার দরকার হলে সেখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে।
  • লোডিং এরিয়াতে পরীক্ষিত কার্টুনগুলো গাড়ীতে লাইন করে সাজিয়ে তুলতে হবে এবং প্রতি লাইনে কয়টি করে কার্টুন আছে এবং মোট কতটি লাইন করা হয়েছে সে হিসাব নির্ভুল ভাবে রাখতে হবে।
  • শিপমেন্টের জন্য কারখানার অভ্যন্তরে কোন কার্গো প্রবেশ করলে সিকিউরিটি অফিসার, ষ্টোর অফিসার, এইচ আর ডি অফিসারের উপস্থিতিতে প্রথমে কার্গোটি সেভেন পয়েন্ট চেক করা হয়। সেভেন পয়েন্ট চেক করে যদি সবকিছু ঠিক পাওয়া যায় তাহলে কার্গোটিকে শিপমেন্টের উপযোগী বিবেচনা করা হয় এবং এরপর কার্গোতে পণ্য বোঝাইয়ের প্রক্রিয়া শুরু হয়।
  • অটো কর্তৃপক্ষ উৎপাদনের প্রতিটি স্তরে উৎপাদিত পণ্যের নিরাপত্তা আনয়নের লক্ষ্যে উপরোক্ত নীতিমালা প্রনয়ন করেছে যা বাস্তবায়নে কর্তৃপক্ষ বদ্ধ পরিকর।
  • কোম্পানীতে কোন অবস্থায় কোন প্রকার উৎকোচ লেনদেন করা হয় না ।
  • কোম্পানী সর্ম্পকিত কোন বিষয়ে কোম্পানীর বাহিরেও  উৎকোচ লেনদেন করা সমর্থন করা হয় না ।
  • কোম্পানী সর্ম্পকিত যে কোন প্রকার উৎকোচ লেনদেন করা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে ।
  • কোম্পানী সর্ম্পকিত যে কোন প্রকার উৎকোচ লেনদেন করার অভিযোগ যথাযথ ও সঠিক তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হয় ।
  • কর্তৃপক্ষ সকলকে এ নীতিমালা মেনে চলতে সহযোগীতা করার অনুরোধ জানাচ্ছে।
  • প্রডাক্ট ইনটেগ্রেটি নীতিমালা বর্ণনা