Select Page

বয়লার অপারেটর এর কাজের দায়িত্ব

  • বয়লার অপারেটর এর উচিৎ প্রয়োজন অনুযায়ী বয়লার অপারেট ও রক্ষনাবেক্ষন করা।
  • মেইনটেন্যান্স ম্যানেজার
  • প্রতিদিন বয়লার চালু করার পূর্বে ওয়াটার ট্যাঙ্কের লেভেল ঠিক আছে কিনা লক্ষ্য করা।
  • পাম্প চালু অবস্থায় ট্যাঙ্কে পানি আছে কিনা চেক করা।
  • বয়লারে প্রয়োজনীয় পানির লাইন, স্টিম, আউটলাইন, বৈদ্যুতিক লাইন নিয়মিত পরীক্ষা করা।
  • প্রতি মাসে বয়লারের তলানি পরিষ্কারের ব্যবস্থা করা।
  • বয়লারের পাশে যাতে কোন দাহ্য পদার্থ না থাকে সেদিকে খেয়াল রাখা।
  • বয়লার রুমে সংরক্ষিত লগবুক, রেজিস্টার নিয়মিত চেক করা।
  • যেকোন সমস্যা দেখা দিলে মেইনটেন্যান্স ইন-চার্জ এর পরামর্শ অনুযায়ী তা সংশোধনের ব্যবস্থা করা।
  • নিজের নিরাপত্তার জন্য ইয়ার প্ল্যাগ ব্যবহার করা।
  • দৈনিক বয়লারের চলমান রেকর্ড রাখা ।
  • সঠিক সময়ে বয়লারের সাভিসিং করা।
  • নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।