মেকানিক এর কাজের প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
মেকানিকএর কাজের দায়িত্ব ও কর্তব্য
- মেকানিক ম্যান এর উচিৎ পুরো ফ্যাক্টরির উৎপাদন ও অন্যান্য কাজে ব্যবহৃত সকল প্রকার মেকানিকেল কাজের সার্বিক রক্ষনাবেক্ষন নিশ্চিত করা।
- মেইনটেন্যান্স ম্যানেজারের দায়িত্ব ও কর্তব্য অনুযায়ী কাজ করা
- সকল ধরনের মেকানিক কাজ সম্পন্ন করা।
- মেশিনারী সকল প্রসেস সচল আছে কিনা তা নিশ্চিত রাখা এবং ফ্যাক্টরির প্রতিটি ইউনিটে ব্যবহৃত সকল মেশিন কার্যকর রাখার ব্যবস্থা করা।
- মেশিন মেরামতের সর্বনিু এবং সর্ব উচ্চ সঠিক সময় লিপিবদ্ধ করা।
- মেশিনের সকল প্রক্রিয়া সময়মত রক্ষনাবেক্ষন করা।
- যে কোন সমস্যা দেখা দিলে তা দ্রুত কর্তৃপক্ষকে তথা মেইনটেন্যান্স ইন-চার্জকে অবগত করা এবং দ্রত সমাধান করা।
- সব রকম মেশিনারী নিরাপত্তামূলক সরঞ্জামাদি সঠিকভাবে আছে কিনা তা নিশ্চিত করা।
- মেশিনে পর্যাপ্ত পরিমান ফুয়েল আছে কিনা নিশ্চিত করা।
- সকল প্রকার লগবুক / রেকর্ড রেজিস্টার / সার্ভিসিং বুক যথাযথভাবে সংরক্ষন নিশ্চিত করা।
- ক্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারনে যাতে কোন প্রকার দূর্ঘটনা না ঘটে তা নিশ্চিত করা।
- ক্রয়কৃর্ত বৈদ্যুতিক মেশিনারিজ / মেশিন পার্টস এর গুনগত মান নিশ্চিত ও নিয়ন্ত্রন করা।
- নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা ।
Related