Select Page

ষ্টোর অফিসার কর্তৃক নিডেল ব্যবস্থাপনা

অটো  ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা কর্তপক্ষ ফ্লোরের চাহিদা অনুযায়ী অত্র ফ্যাক্টরীর প্রতিটি ফ্লোরে একটি সুরক্ষিত সাব ষ্টোর/নিডেল কট্রোলিং এর জন্য রুম বরাদ্দ করিয়াছেন এবং দুই জন প্রশিক্ষিত নিডেল বিতরনকারী/নিডেল কন্ট্রোলার নিয়োগ করিয়াছেন।

নিডেল ব্যবস্থাপনার পদ্বতিসমূহ:

সাধারন নিয়মাবলী:

  • নিডেল কন্ট্রোলার ষ্টোর অফিসার ছাড়া অন্য কেহ কোন প্রকার নিডেল সংরক্ষন করিতে পারিবে না।
  • হ্যান্ড নিডেল/হাত সুই কেহ ব্যবহার করিতে পারিবে না।
  • এক নিডেলের ভাঙ্গা অংশ অন্য নিডেলের সহিত মিশ্রন করিতে পারিবেন না।
  • প্রয়োজনে/অপ্রয়োজনে বাহির হতে কেহ নিডেল ক্রয় করে ফ্যাক্টরীর অভ্যন্তরে আনিতে পারিবে না।
  • এক মেশিনের নিডেল অন্য মেশিনে লাগানো যাবে না।
  • ফ্লোরে রক্ষিত ষ্টোর অফিসার আইডল মেশিনের হিসাব অনুযায়ী মেকানিকগন নিডেলগুলি নিডেল কন্ট্রোলার এর নিকট
  • হস্তান্তর করিবেন।
  • ফ্লোরের চাহিদা অনুযায়ী নিডেল কন্ট্রোলারের নথি-পত্র নিরিক্ষন পূর্বক নিডেল সরবরাহ করিবেন।
  • নির্ধারিত বক্সে নিডেলের সাইজ অনুযায়ী গচ্ছিত অবস্থায় তালাবদ্ধ অবস্থায় সংরক্ষন করিবেন।
  • নিডেল ক্রয় ও বিভিন্ন ফ্লোরে সরবরাহকৃত নিডেল এর হিসাব সঠিকভাবে সংরক্ষন করিবেন।

ধারালো যন্ত্রপাতি:

সিজার,কাটার,এন্ট্রি কাটার, ভোমর, কাটিং নাইফ, ট্যাগ গান, বাটন এটাচিং নাইফ, ইত্যাদি)।

  • ফ্লোরের চাহিদা অনুযায়ী লাইন/সেকশন এর পূর্বের নথি-পত্র নিরিক্ষন পূর্বক সরবরাহ করিবেন।
  • নির্ধারিত বক্সে ধারালো যন্ত্রপাতি সাইজ অনুযায়ী গচ্ছিত অবস্থায় তালাবদ্ধ অবস্থায় সংরক্ষন করিবেন।
  • ধারালো যন্ত্রপাতি ক্রয় ও বিভিন্ন ফ্লোরে সরবরাহের হিসাব সঠিকভাবে সংরক্ষন করিবেন।
  • ভাঙ্গা/পুরাতন/অকেজ/অব্যবহৃত ধারালো যন্ত্রপাতি ফেরত পূর্বক সমপরিমান নতুন যন্ত্রপাতি সরবরাহ করিবেন।
  • ভাঙ্গা/পুরাতন/অকেজ/অব্যবহৃত ধারালো যন্ত্রপাতি নির্ধারিত মেটাল ডিসপোজাল বক্সে সংরক্ষন করিবেন এবং উহার চাবী ব্যবস্থাপক ষ্টোর এর নিকট একটি এবং অপরটি প্রশাসন বিভাগে হস্তান্তর করিবেন।
  • ভাঙ্গা/পুরাতন/অকেজ/ অব্যবহৃত ধারালো যন্ত্রপাতি ১ বৎসর পর্যন্ত সংরক্ষন করিবেন এবং মেয়াদ উত্তীর্ন যন্ত্রপাতি মেটাল ডিসপোজাল কমিটির মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করিবেন।