আয়রনম্যান এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
আয়রনম্যান এর কাজ
- ফিনিশড গুডস আয়রন করা।
- ফিনিশিং সুপারভাইজার
- কাজ শুরু করার পূর্বে ষ্টিম লাইন ঠিকমত কাজ করছে কি-না এবং
- ইলেকট্রিসিটি পাওয়ার (ঊষবপঃৎরপরঃু ঢ়ড়বিৎ ) ঠিকমত কাজ করছে কিনা তা পরীক্ষা করা।
- আয়রণ টেবিলের সম্মুখে দাঁড়ানোর স্থানে কার্পেট বা ররার মেট এর উপরে দাড়িঁয়ে আয়রন করা।
- স্টিম লাইন ঠিক আছে কিনা চেক করে নিতে হবে এবং কোন লিকেজ থাকলে কাজে হাত দেয়ার আগে সংশ্লিষ্ট টেকনিশিয়ানকে বা সুপারভাইজারকে জানানো।
- কোন বিপদজনক তার / কেবল খোলা অবস্থায় আছে কিনা লক্ষ্য রাখা।
- কাজ শেষে আয়রনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করতে হবে।
- আয়রণ ম্যান হিসেবে অবশ্যই যা জানতে হবে ঃ-
- সঠিক তাপমাত্রা।
- ষ্টিমের সঠিক চাপ।
- টেফলন ফুট ব্যবহার করতে হবে কি-না।
- ষ্টিমের প্রয়োজন আছে কি-না।
- আয়রণের পদ্ধতি কি হবে।
- আয়রণ পরিচ্ছন্ন আছে কি-না।
- টেবিলের কভার পরিচ্ছন্ন আছে কি-না।
- কাজ শেষে কার্যস্থল ত্যাগ করার সময় আয়রণ ও ষ্টিমের সুইচ অবশ্যই বন্ধ করতে হবে।
- আয়রণ পরিষ্কার করতে হবে এবং কার্যস্থল গুছিয়ে রাখতে হবে।
- আয়রনম্যান এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ? -এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
Related