Select Page

আয়রন সেকশন ও প্যাকিং সেকশনের নিয়মাবলী

আয়রন সেকশনের :

  • আয়রন সেকশন এর সকল আয়রন অপারেটর সেন্ডেল ব্যবহার করবেন।
  •   আয়রনের কভার ও গ্লোবস ব্যবহার করতে হবে।
  • আয়রন অপারেটরের জন্য সামনে ঝুলিয়ে রাখা নির্দেশিকা প্রতিদিন কাজ শুরুর পূর্বে একবার করে পড়বেন।
  • আয়রন সেকশনের সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফার্ষ্ট এইড বক্স, ফায়ার এক্সটিংগুইসার ও ইলেক্ট্রিক বক্স এর নীচে কোন বান্ডেল বা গার্মেন্টস অথবা অন্য কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।

প্যাকিং সেকশনের :-

  • নিডেল ডিটেক্টর মেশিন ব্যবহার নিশ্চিত করুন।
  • সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখুন।
  • ফিনিশড গুডস বক্সের মধ্যে কোন প্রকার গার্মেন্টস রাখবেন না।
  • ফার্ষ্ট এইড বক্স, ফায়ার এক্সটিংগুইসার ও ইলেক্ট্রিক বক্স এর নীচে কোন ল, গার্মেন্টস, কার্টুন অথবা অন্য কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করুন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • চলাচলের পথ সবসময় পরিস্কার রাখবেন।  ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখুন।
  •  টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • প্যাকিং এর সংরক্ষিত এলাকায় অননুমোদিত ব্যাক্তি প্রবেশ নিয়ন্ত্রন করুন।
  • সকল কার্টুন সোজা সারিবদ্ধ করে রাখুন।
  • প্রতিটি ষ্টাইলের প্যাকিং রেশিও সকল অপারেটরকে ভালোভাবে বুঝিয়ে দিন।
  •  নিডেল ডিটেক্টর মেশিন অপারেটরকে মেশিনের কাছে উপস্থিতি নিশ্চিত করুন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • বায়ার কর্তক অডিট চলাকালীন কোন ধরনের দোষত্র“টি পাওয়া গেলে সংশ্লিষ্ট সেকশনের ইনচার্জ, সুপারভাইজার জবাবদীহি করবেন।