সুইং অপারেটর কি? সুইং অপারেটর এর দায়িত্ব গুলো কি কি ?
by Mashiur | Nov 16, 2017 | সুইং |
অপারেটর এর দায়িত্ব
- কাজ শুরুর কমপক্ষে ১০ মিনিট পূর্বে সুইং অপারেটর কে কর্মস্হলে উপস্হিত হতে হবে।
- ফ্যাক্টরিতে প্রবেশের সময় কোন ভাবেই জুতা, স্যান্ডেল, টিফিন বক্স ইত্যাদি Line এর ভিতরে আনা যাবে না।
- মেশিনে বসার পর মেশিন ভাল ভাবে পরিষ্কার করতে হবে এবং যথাসময়ে কাজ শুরু করতে হবে।
- প্রতি ঘন্টায় Target ও Capacity অনুযায়ী ঠিক মত Production দিতে হবে।
- Target ও Capacity অনুযায়ী একাধিক মেশিন চালাতে হবে সেক্ষেত্রে কোন ধরনের ওজর আপত্তি চলবে না।
- Line Balancing এর ক্ষেত্রে যখন যেখানে যে কোন Machine বা Operation এ দিলে তা মনোযোগের সহিত কাজ করতে হবে সেক্ষেত্রে ও কোন ধরনের ওজর আপত্তি চলবে না।
- Line এর Efficiency Level ঠিক রেখে কাজ করতে হবে এবং পাশাপাশি নিজের Individual Efficiency Level বাড়াতে হবে।
- Recruitment এর সময়ের প্রত্যেক Operation এর Efficiency Level ধরে রেখে কাজ করতে হবে এবং ক্রমান্নয়ে তা increase করতে হবে।
- প্রত্যেক Operator-কে তার Skill Develope করতে হবে(যেমন একাধিক Process এর কাজ শিখতে হবে পর্যায়ক্রমে P,SP Grade ইত্যাদি কাজও শিখতে হবে)।
- প্রতোক Operator-কে তাদের কাজ চেক করে Quality নিশ্চিত করে পরবর্তী প্রসেস এ পাস করতে হবে।
- সুইং অপারেটর কে পর্যায়ক্রমে নিজেকে Zero Defect Operator হিসাবে প্রমান করতে হবে।
- অপচয় কমাতে হবে(সময়, সূতা, পাইপিং, কাপড়, Needle , পানি, বিদ্যুৎ ইত্যাদি.)। মেশিন থেকে উঠার সময় অবশ্যই সুইস বন্ধ করে উঠতে হবে।
- নির্দিষ্ট সময় পরপর মেশিন পরিষ্কার করতে হবে (প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করে)।
- Floor এর Compliance ও House Keeping ঠিক রাখতে হবে, অপ্রয়োজনীয় কোন জিনিষ নিজের কাছে বা লাইনের ভিতরে রাখা যাবে না।
- Helper বিহীন কাজ করতে হবে Helper বিহীন কাজ করতে দিলে কোন ধরণের ওজর আপত্তি করা চলবে না।
- কোম্পানিতে কর্মরত কারও সাথে কোন ধরণের খারাপ আচরন করতে পারবে না।
- Machine এর উপর কোন ধরণের Garments রাখা যাবে না সে ক্ষেত্রে Body রাখার Tray ব্যাবহার নিচ্চিত করতে হবে।
- Body রাখার Tray এর উপর বসা যাবে না বা অন্য কোন কাজে তা ব্যাবহার করা যাবে না।
- Lunch Time এ লাইনের ভিতরে ঘুমানো যাবে না যদি ঘুমন্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ভে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
- ছুটি ও লাঞ্চ এর ঘণ্টা বাজার আগে মেশিন থেকে উঠা যাবে না ।
- লাইনের ভিতরে চুল ঝারা, কোন কিছু খাওয়া, অপ্রয়োজনীয় কোন কিছু রাখা ইত্যাদি সম্পূর্ণ নিষেধ ।
- কোম্পানির জারিকৃত যে কোন নতুন নিয়ম কানুন করলে তা সম্মানের সহিত পালন করতে হবে।
- নিজের নিরাপত্তা (কাটার, সিজার, নিডেল গার্ড, আই গার্ড, হ্যান্ড গ্লভস ইত্যাদি) নিজেকে নিচ্চিত করে কাজ করতে হবে ।
- কোন ধরনের সমস্যা হইলে সাথে সাথে ওয়েল ফেয়ার এর শরণাপন্ন হতে হবে। কোন ধরনের দলাদলি করা চলবে না।
Related