Select Page

অপারেটর এর দায়িত্ব

  1. কাজ শুরুর কমপক্ষে ১০ মিনিট পূর্বে সুইং অপারেটর কে কর্মস্হলে উপস্হিত হতে হবে।
  2. ফ্যাক্টরিতে প্রবেশের সময় কোন ভাবেই জুতা, স্যান্ডেল, টিফিন বক্স ইত্যাদি Line এর ভিতরে আনা যাবে না।
  3. মেশিনে বসার পর মেশিন ভাল ভাবে পরিষ্কার করতে হবে এবং যথাসময়ে কাজ শুরু করতে হবে।
  4. প্রতি ঘন্টায় Target ও Capacity অনুযায়ী ঠিক মত Production দিতে হবে।
  5. Target ও Capacity অনুযায়ী একাধিক মেশিন চালাতে হবে সেক্ষেত্রে কোন ধরনের ওজর আপত্তি চলবে না।
  6. Line Balancing এর ক্ষেত্রে যখন যেখানে যে কোন Machine বা  Operation এ দিলে তা মনোযোগের সহিত কাজ করতে হবে সেক্ষেত্রে ও কোন ধরনের ওজর আপত্তি চলবে না।
  7. Line এর Efficiency Level ঠিক রেখে কাজ করতে হবে এবং পাশাপাশি নিজের Individual Efficiency Level বাড়াতে হবে।
  8. Recruitment এর সময়ের প্রত্যেক Operation এর Efficiency Level ধরে রেখে কাজ করতে হবে এবং ক্রমান্নয়ে তা increase করতে হবে।
  9. প্রত্যেক Operator-কে তার Skill Develope করতে হবে(যেমন একাধিক Process এর কাজ শিখতে হবে পর্যায়ক্রমে P,SP Grade ইত্যাদি কাজও শিখতে হবে)।
  10. প্রতোক Operator-কে তাদের কাজ চেক করে Quality নিশ্চিত করে পরবর্তী প্রসেস এ পাস করতে হবে।
  11. সুইং অপারেটর কে পর্যায়ক্রমে নিজেকে Zero Defect Operator হিসাবে প্রমান করতে হবে।
  12. অপচয় কমাতে হবে(সময়, সূতা, পাইপিং, কাপড়, Needle  , পানি, বিদ্যুৎ ইত্যাদি.)। মেশিন থেকে উঠার সময় অবশ্যই সুইস বন্ধ করে উঠতে হবে।
  13. নির্দিষ্ট সময় পরপর মেশিন পরিষ্কার করতে হবে (প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার করে)।
  14. Floor এর Compliance ও House Keeping ঠিক রাখতে হবে, অপ্রয়োজনীয় কোন জিনিষ নিজের কাছে বা লাইনের ভিতরে রাখা যাবে না।
  15. Helper বিহীন কাজ করতে হবে Helper বিহীন কাজ করতে দিলে কোন ধরণের ওজর আপত্তি করা চলবে না।
  16. কোম্পানিতে কর্মরত কারও সাথে কোন ধরণের খারাপ আচরন করতে পারবে না।
  17. Machine এর উপর কোন ধরণের Garments রাখা যাবে না সে ক্ষেত্রে Body রাখার Tray ব্যাবহার নিচ্চিত করতে হবে।
  18. Body রাখার Tray এর উপর বসা যাবে না বা অন্য কোন কাজে তা ব্যাবহার করা যাবে না।
  19. Lunch Time এ লাইনের ভিতরে ঘুমানো যাবে না যদি ঘুমন্ত অবস্থায় কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ভে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
  20. ছুটি ও লাঞ্চ এর ঘণ্টা বাজার আগে মেশিন থেকে উঠা যাবে না ।
  21. লাইনের ভিতরে চুল ঝারা, কোন কিছু খাওয়া, অপ্রয়োজনীয় কোন কিছু রাখা ইত্যাদি সম্পূর্ণ নিষেধ ।
  22. কোম্পানির জারিকৃত যে কোন নতুন নিয়ম কানুন করলে তা সম্মানের সহিত পালন করতে হবে।
  23. নিজের নিরাপত্তা (কাটার, সিজার, নিডেল গার্ড, আই গার্ড, হ্যান্ড গ্লভস ইত্যাদি)   নিজেকে নিচ্চিত করে কাজ করতে হবে ।
  24. কোন ধরনের সমস্যা হইলে সাথে সাথে ওয়েল ফেয়ার এর শরণাপন্ন হতে হবে। কোন   ধরনের দলাদলি করা চলবে না।