Select Page

এমব্রয়ডারী এবং প্রিন্টিং নিতিমালা

একটি ১০০% রপ্তানী মূখী তৈরী পোশাক শিল্প প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার কর্মক্ষেত্রের সকল পর্যায়ে আন্তর্জাতিক মান বজায় রেখে সুনিদ্দিষ্ট কিছু নীতিমালা চলে। ফর্টিস গার্মেন্টস এর নিজস্ব কোন প্রিন্টিং, ওয়াশিং না থাকায় বায়ারের সম্মতিক্রমে প্রিন্টিং, ওয়াসিং এবং এমব্রয়ডারী এর কাজ সমূহ নিন্মোক্ত নীতিমালা অনুসরণ করে সাব কন্ট্রাক্ট ফ্যাক্টরী হতে করানো হয়।

এমব্রয়ডারী এবং প্রিন্টিংঃ

১) উপ মহাব্যবস্থাপক(উৎপাদন) জনাব সমীর কুমার এর নির্দেশনায় জনাব মামুনুর রশিদ, সহকারী ব্যবস্থাপক কাটিং এর তত্বাবধানে ফেব্রিক্স কাটিং শেষে কাট প্যানেল সমুহ হিসাব করে জনাব বেলায়েত উৎপাদন কর্মকর্তা(কাটিং) এবং জুনিয়র কাটার,বেলায়েত এর মাধ্যমে কাট প্যানেল সমুহ ষ্টোরে জমা হবে।
২) ষ্টোরের পক্ষে জনাব দোস্ত মোহাম্মদ খান, সহকারী ব্যবস্থাপক,(ষ্টোর) এবং জনাব মিজানুর রহমান, ইনচার্জ(ষ্টোর) এর তত্বাবধানে কাট প্যানেল সমুহ বুঝে নিবেন এবং এমব্রয়ডারী /প্রিন্টিং এর সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে পাঠানোর ব্যবস্থা করবেন।
৩) সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে কাজ চলাকালীন সময় প্রিন্টিং এর মান নিয়ন্ত্রনের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক কোয়ালিটি ইন্সপেক্টর সাবকন্ট্রাক্ট ফ্যাক্টরীতে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে জনাব কে.এম সেলিম (হেড অব কোয়ালিটি) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
৪) এমব্রয়ডারী /প্রিন্টিং শেষে কাট প্যানেল সমুহ সাব কন্ট্রাক্ট কারখানা হতে ফেরত আসলে গেট এন্ট্রি হয়ে সরাসরি ষ্টোরে জমা হবে এবং জনাব দোস্ত মোহাম্মদ খান, সহকারী ব্যবস্থাপক,(ষ্টোর) এবং জনাব মিজানুর রহমান, ইনচার্জ(ষ্টোর) এর তত্বাবধানে ষ্টোর এমব্রয়ডারী /প্রিন্টিং হওয়া কাট প্যানেল সমূহ বুঝে নিবেন তা কাটিং সেকশনকে বুঝিয়ে দিবেন।

৫) কাটিং সেকশনের পক্ষে জনাব মামুনুর রশিদ, সহকারী ব্যবস্থাপক কাটিং এর তত্বাবধানে এমব্রয়ডারী /প্রিন্টিং হওয়া কাট প্যানেল সমুহ হিসাব করে একজন কোয়ালিটি ইন্সপেক্টর সহ উৎপাদন কর্মকর্তা বেলায়েত এবং জুনিয়র কাটার বেলায়েত কাট প্যানেল সমুহ ষ্টোর হতে বুঝে নিবেন এবং ষ্টাইল ও পিও অনুযায়ী গুছিয়ে রাখবেন এবং চাহিদা অনুযায়ী সুইং সেকশনে সরবরাহ করবেন।

সারসংক্ষেপ

এমব্রয়ডারী এবং প্রিন্টিং কারখানার জন্য নিতিমালা ব্যাপারে উৎপাদন প্রক্রিয়ার প্রত্যেকটি পর্যায়ে অবশ্যই রেজিষ্টারে এন্ট্রি নিশ্চিত করতে হবে।