Select Page

SAMPLE M/C  এ যে সকল সর্তকতা অবলম্বন করতে হবে

১/ মাঝে মধ্যে Batch Card অনুযায়ী Fabric Load হয় না।(L-Rib + Collar Cuff+ T.Tape) আছে কি না তা দেখে Fabric Loading করা দরকার।

২/ Liquor Ratio Maintain হয় না। এবং Water এর খাতা মাঝে মধ্যে লেখা হয় না।

৩/ Batch to Batch Shade ঠিক থাকে না এবং মাঝে মধ্যে Color Spot Uneven দেখা যায়।

৪/SAMPLE  M/c এ পর্যাপ্ত Program থাকার পরও মাঝে মধ্যে M/c খালি থাকে।

৫/Shade Continuit Card এ ভালভাবে Shade লাগানো হয় না এবং মাঝে মধ্যে লেখা ভুল হয়।

৬/ Production Officer, Supervisor/ Jr Supervisor দেরকে ভাল ভাবে follow up করা প্রয়জন।

৭/ White Fabric এর পরে কোন Colour Fabric Dyeing করলে Colour Fabric এর মধ্যে Brightener দেখা যায়।এছাড়া আপনি আরও পড়তে পারেন