কম্প্যাক্টর মেশিন ব্যবহারের নিয়মাবলী ঃ-
মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। …
- কেমিক্যাল হ্যান্ডেলিং এর সময় ব্যক্তিগত নিরাপত্তার জন্য অবশ্যই গামবুট, হ্যান্ডগ্লাভস, সেফটি গ্লাস, হেলমেট, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে।
- পুর্ববর্তী শিফট থেকে মেশিন বুঝে নেওয়ার সময় মেশিনের অবস্থান, কোন প্রয়োজনীয় তথ্য, অতি জরুরী বিষয় সমূহ সতর্কতার সাথে বুঝে নিতে হবে।
- কাপড়ের রং, নামানোর সময় এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিফ্ট সুপারভাইজার , মেশিনের প্রোগ্রাম তৈরী করবে এবং তৎঅনুযায়ী মেশিন চালাতে হবে।
- অতিরিক্ত বায়ুচাপ নিয়ন্ত্রনের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে যেন কোন প্রকার র্দূঘটনা না ঘটে।
- কম্প্যাক্টর মেশিন এবং তার আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- প্রোগ্রাম অনুযায়ী ব্যাচ কার্ড নিতে হবে এবং সর্তকতার সাথে বিভিন্ন ধরনের তথ্য (ডায়া, কালার, জিএসএম, কাপড়ের প্রকারভেদ ইত্যাদি) পড়তে হবে।
- কাপড়ের প্রকারভেদ অনুযায়ী এক্সপেনডার এর প্রস্থ ,কাপড়ে প্রয়োজনীয় প্রস্থেও চেয়ে বেশী সেট করতে হবে।মেশিনের তাপমাত্রা প্রয়েজন অনুযায়ী ১১০-১৫০ক্কসেঃ পর্যন্ত সেট করতে হবে।
- মেশিনে কাজ করার সময় অবশ্যই যেন ৬০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে তাপমাত্রা থাকে লক্ষ রাখতে হবে। প্রয়োজন অনুযায়ী ওভার ফিট সেট করতে হবে (২-৮%)।
- মেশিনের গতি যতদূর সম্ভব বেশী সেট করতে হবে (১৫-৩০ স/সরহ)।
- প্রতি তিন রোল অন্তর অন্তর জিএসএম (এঝগ)পরিক্ষা করে দেখতে হবে।
- ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন। কিছুক্ষণ পরপর কম্প্যাকশন % পরিক্ষা করতে হবে।
- প্রতিটি ব্যাচ থেকে এক মিটার করে কাপড় রেখে দিতে হবে এবং গুনগত বৈশিষ্ট্য পরিক্ষা করার জন্য ল্যাবে দিতে হবে।
- প্রতিটি ব্যাচের প্রতিটি রোলের গায়ে সনাক্ত করন স্টিকার লাগাতে হবে।
- যেকোন কারিগরি তথ্য এবং উৎপাদনের পরিমান একটি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করতে হবে।
- বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে। যে সময় গুলোতে মেশিন বন্ধ ছিল (যে কোন কারনে) তা খাতায় লিপিবদ্ধ করতে হবে।
- মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না। মেশিনকে পরিষকার পরিচ্ছন্ন অবস্থায় পরবতীৃ শিফটের অপারেতরের হাতে হস্তান্তর করতে হবে।
কম্প্যাক্টর মেশিন ব্যবহারের সতর্কতাঃ-
- ব্লাংকেট এবং হিটিং সিলিন্ডারে কাপড় প্রবেশ এর সময় মেশিন আস্তে করে নীচে নামাতে হবে এবং র্দূঘটনা এড়ানোর জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। মেশিনের কাপড় পড়ানো সময় ট্যাফলন মিটার (০)শ্যূন তে রাখতে হবে।
- যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য কম্প্যাক্টর মেশিন চলা অবস্থায় গরম সিলিন্ডারে হাত দেয়া যাবে না।
- ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন।
- মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না।
- অতিরিক্ত বায়ুচাপ নিয়ন্ত্রনের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে। মেশিন থেকে কাপড় নামানোর সময় লিফ্টার সুইচ আলগা কওে দিতে হবে।
- কম্প্যাক্টর মেশিন পরিষ্কার করার সময় অবশ্যই তাপমাত্রা কমাতে হবে এবং প্রধান সুইচ বন্ধ রাখতে হবে এবং ব্ল্যাংকেট এর চাপ (০) শূন্য থাকতে হবে।