ফ্যাক্টরীর প্রতিটি কর্মীর অন্যান্য করণীয় বিষয়সমুহঃ
ফ্যাক্টরীতে কর্মরত প্রত্যেক কর্মী কো¤পানীর নিুলিখিত নিয়ম-কানুন মেনে চলুন ঃ-
কাজে উপস্থিতি ঃ
১। সঠিক সময়ে কাজে উপস্থিত হোন।
২। ফ্যাক্টরী তে প্রবেশের সময় সকল কর্মী কো¤পানী কর্তৃক প্রদত্ত তার আইডেনটিটি কার্ডখানা টাইম সেকশনে জমা দিন এবং কাজ শেষে ফ্যাক্টরী থেকে যাবার সময় যার যার জমাকৃত আইডেনটিটি কার্ডখানা আপনার নির্দিষ্ট জায়গায় রেখে যান।
৩। ফ্যাক্টরীতে আচার, তেঁতুল, বড়ই, বাদাম বা এই জাতীয় অন্য কোন খাবার নিয়ে প্রবেশ করবেন না।
ফ্লোর পরিষ্কার পরিচছন্ন রাখাঃ
১।ফ্যাক্টরীর প্রতিটি কর্মী দায়িত্ব ফ্লোরে কোন প্রকার ময়লা-আবর্জনা ফেলবেন না। ময়লা যার যার নির্ধারিত ঝুডিতে ফেলুন।
২। ফ্লোরে প্রবেশের সময় ফ্যাক্টরী প্রদত্ত্ব নির্দিষ্ট স্থানের জুতা, স্যান্ডেল পড়ে কাজ করুন।
৩। ফ্লোরে কোন প্রকার খাবার খাবেন না। নির্দিষ্ট স্থানে খাবার খাবেন।
৪। ফ্লোরের উপর গার্মেন্টস্ রাখবেন না।
৫। কোন মেশিনের উপর কোন গার্মেন্টস্ রাখবেন না।
৬। দেওয়ালে বা পিলারে পা অথবা শরীর ঠেকিয়ে দাঁড়াবেন না ।
৭। দেওয়ালে বা পিলারে ঠেকিয়ে কোন গার্মেন্টস্ অথবা ট্রলি রাখবেন না।
৮। গার্মেন্টস্ ভর্তি কোন ব্যাগের উপর বসবেন না বা ব্যাগে ভর করে দাড়াবেন না এবং কোন ব্যাগ গাড়ীতে উঠানো বা নামানের সময় উঁচু করে নামাতে বা উঠাতে হবে। কোনক্রমেই গার্মেন্টস্ ভর্তি ব্যাগ টেনে হেঁচড়ে গাড়ীতে উঠানো যাবে না।
৯। কোন গার্মেন্টস্ মাথায় নিবেন না। এতে করে করে মাথার তৈল গার্মেন্টসে লেগে যেতে পারে।
১০। যেখানে সেখানে থুথু ফেলবেন না। নির্ধারিত থুথু দানিতে থুথু ফেলুন।
১১। থুথু দানির মধ্যে কাপড়ের টুকরা, কাগজ বা অন্য কোন ময়লা-আবর্জনা ফেলবেন ।
১২। টুকরা কাপড় দিয়ে নাক ঝেড়ে থুথু দানিতে ফেলবেন না।
১৩। যতদূর সম্ভব নিজের আশে-পাশে পরিষ্কার পরিচছন্ন রাখুন এবং ফ্লোর স্বাভাবিক ভাবে ময়লা হলে ফ্লোরের জন্য নির্ধারিত ক্লিনারদেরকে পরিষ্কার করতে বলুন।
খাবার পানি ব্যবহার ঃ
১। ফ্লোরে নির্ধারিত স্থানে সর্বক্ষণ বিশুদ্ধ ঠান্ডা খাবার পানির ব্যবস্থা আছে, প্রয়োজনে খাবার পানির কল হতে গ্লাসে ঢেলে পানি পান করুন এবং অপরকে পানি পান করতে দিন।
২। পানি যাতে ফ্লোরে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
৩। খাবার পানি দিয়ে হাত মুখ ধোবেন না।
৪। কোনক্রমেই পানির অপচয় করবেন না।