Select Page

পোশাক শিল্পের দ্বিপাক্ষিক চুক্তিপত্র

চুক্তিপত্র

২০১২ ইং সালের, ১৯ শে সেপ্টেম্বর রোজ বুধবার এই দ্বিপাক্ষিক চুক্তিপত্র সম্পন্ন করা হইল যে,

কোটস্ বাংলাদেশ লিঃ, ২৫০, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮। ফোনঃ ৮৮-০২-৮৮৭০৯৬০-৫, ৮৮-০২-৮৮৭০৯৫৮-৯, ফ্যাক্সঃ ৮৮-০২-৮৮৭০৯৭০, ৮৮-০২-৮৮৭০৯৭৫।…………….. প্রথম পক্ষ

এবং

অটো গার্মেন্টস লিঃ, হেমায়েতপুর সাভার ঢাকা   ………………..২য় পক্ষ

চুক্তির শর্তাবলী

২য় পক্ষ ফ্যাক্টরীর ব্যক্তি বস্তু এবং তথ্যের নিরাপত্তা রক্ষায়  CTPAT সংক্রান্ত সকল নিরাপত্তামূলক ব্যবস্থা, কোম্পানীর আচরণবিধি ও  আইনগত বিধিমালা, সোস্যাল কমপ্লায়েন্সের নিয়মাবলী এবং টেকনিক্যাল কমপ্লায়েন্সের বিধানাবলী সম্পুর্ণভাবে মানিয়া চলে। ১ম CTPAT, কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালা সোস্যাল কমপ্লায়েন্সের নিয়মাবলী এবং টেকনিক্যাল কমপ্লায়েন্সের বিধানাবলী পুংখানুপুংখরূপে নিশ্চিতকল্পে সকল ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য থাকিবে। ১ম পক্ষকে নিরাপত্তা সংক্রান্ত এবং কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালাসমূহ এবং সোস্যাল কমপ্লায়েন্স সম্পর্কিত সকল নীতিমালা দ্বিতীয় পক্ষ এতদ্বসংগে প্রেরণ করিল।

১. ব্যক্তিগত নিরাপত্তা
২. প্রবেশাধিকার সংরক্ষণ
৩. পদ্ধতিগত নিরাপত্তা
৫. সিকিউরিটি ট্রেনিং এবং ভয়ভীতি সম্পর্কে সচেতনতা
চলমান পাতা-২৭. প্রযুক্তি সম্পর্কিত নিরাপত্তা
৮. শিপমেন্ট নিয়ন্ত্রন
৯. কভার্ড ভ্যান/ ট্রাকের নিরাপত্তা
১০. কোম্পানীর বিধিবিধান ও আচরণবিধি
১১. নৈতিকমান, নিরাপত্তা এবং কারীগরী চাহিদা মানিয়া চলা

চুক্তির মেয়াদ : এই চুক্তিপত্র চুক্তি স্বাক্ষরের তারিখ হইতে আগামী ৫ বৎসর মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। ন্যূনতম এক মাসের নোটিশে উভয় পক্ষ পরস্পর সম্মতিক্রমে এই চুক্তি বাতিল করিতে পারিবেন।

১ম পক্ষঃকোটস্ বাংলাদেশ লিঃ এর পক্ষ হতে উক্ত নিরাপত্তামূলক ব্যবস্থা, কোম্পানীর আচরণবিধি ও আইনগত বিধিমালা, সোস্যাল কমপ্লায়েন্সের নিয়মাবলী এবং টেকনিক্যাল কমপ্লায়েন্সের বিধানাবলী সংক্রান্ত যাবতীয় নিয়মাবলী পড়িয়া বুঝিয়া লইলাম। আমার কোম্পানী উল্লেখিত বিষয়সমূহ নিশ্চিতপূর্বক সকল মালামাল সরবরাহ করিবে।

নাম ঃ ——————————-স্বাক্ষর ঃ —————————–তারিখ ঃ —————————–

২য় পক্ষঃনাম ঃ ——————————-স্বাক্ষর ঃ —————————–তারিখ ঃ —————————–