Select Page

কুস্টার প্যাডব্যাচ মেশিন চালনা পদ্ধতি

  • গিয়ারের ইন্ডিকেটরের অয়েল  লেভেল চেক করা।
  • পাম্প ও মোটরে কোন প্রকার শব্দ করে কিনা তাহা চেক করা।
  • অয়েল ফিল্টার পরিস্কার করা।
  • অয়েল সেপারেটর অয়েল আছে কিনা তাহা চেক করা।
  • এয়ার পাইপ লিক আছে কিনা তাহা চেক করা।
  • এয়ার লাইনের পানি ড্রেইন করা।
  • হাইড্রোলিক অয়েল ও ওয়াটার লাইনের ফিল্টার চেক করা।
  • অয়েলের মান টেষ্ট করা (ল্যাবরেটরীতে)।
  • গিয়ার ইউনিটের অয়েল পরিবর্তন করা।
  • মেশিন পরিস্কার করা।
  • হাইড্রোলিক অয়েল ড্রেন করে ভালভাবে ট্যাংকি পরিস্কার। অতঃপর লুব্রিকেন্ট সিডিউল সিডিউল অনুযায়ী অয়েল পরিবর্তন করা এবং অয়েল ফিল্টার ভালভাবে পরিস্কার করিয়া নিতে হইবে।
  • কুলিং ওয়াটার লাইনে ট্র্যাম্প পরিস্কার করা প্রয়োজনে পরিবর্তন করা।
  • এয়ার ফিল্টার পরিস্কার করা প্রয়োজনে পরিবর্তন করা।
  • ইলেকট্রিক কম্পিউটারের ফিল্টার পরিস্কার করা।
  • কুস্টার প্যাডব্যাচ মেশিন কাপ্লিং চেক করা।
  • ইউনিয়ন জয়েন্ট চেক করা।
  • হুজ পাইপের অবস্থা চেক করা।
  • প্রত্যেক ডিভাইস চেক করা।
  • চেইন ও বেল্ট টেনশন চেক করা।

কুস্টার প্যাডব্যাচ মেশিন নিরাপত্তা প্রণালীঃ

  • যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করা। 
  • হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করা।
  • দূঘটনা এড়াতে ঢিলা পোষাক পরিধান না করা।

সুইং বিভাগ

  • মেশিনে বিদ্যুৎ সংযোগ সঠিক আছে কি-না সুইচ অন করে তা নিশ্চিত করতে হবে।
  • মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
  • দূর্ঘটনা এড়ানোর জন্য মেশিনের আই গার্ড, পুলি গার্ড এবং নিডেল গার্ড সঠিক আছে কি-না তা নিশ্চিত করতে হবে।
  • কর্মস্থলে ঢিলে-ঢালা পোশাক পরিধান না করা এবং মেয়েদের মাথার চুল খোলা রেখে কাজ না করা ।
  • নিদৃষ্ট সময়ে কাজ আরম্ভ করতে হবে।
  • ড্রেস, মাস্ক ও কোন কমিটির সদস্য হলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতীক সম্বলিত ব্যাজ পরতে হবে।
  • আপনার আশে-পাশে মেশিনের দিকে লক্ষ্য রেখে নিজের মেশিনটিকেও সোজা রাখতে হবে।
  • প্রতিটি অপারেটরকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করা।
  • কাজের সময় এদিক সেদিক বিনা প্রয়োজনে হাঁটা-চলা ও অহেতুক (অপ্রয়োজনীয়) কথা-বার্তা থেকে বিরত থাকা।
  • ফ্লোর ছুটির সময় যাতে মেশিন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে ও কাজের সুষ্ঠ পরিবেশ বিরাজ করে, সে লক্ষ্যে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
  • কাজের সময় ভারী অলংকার ব্যবহার না করা।
  • যেখানে সেখানে পানের পিক না ফেলা ।

কাটিং বিভাগ

  • মেশিনে বিদ্যুৎ সংযোগ সঠিক আছে কি-না সুইচ অন করে তা নিশ্চিত করতে হবে।
  • মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
  • কাটার ম্যানদেরকে কাটিং চলাকালীন সময় অবশ্যই মেটাল গ্লোবস ব্যবহার করতে হবে।
  • কাটিং সেকশনের সকল শ্রমিকদের মাস্ক পরিধান করতে হবে।
  • সকল কাট পিচ নির্দিষ্ট ডাষ্টবিনে ফেলতে হবে।
  • কর্মস্থলে ঢিলে-ঢালা পোশাক পরিধান না করা এবং মেয়েদের মাথার চুল খোলা রেখে কাজ না করা ।
  • নির্দিষ্ট সময়ে কাজ আরম্ভ করতে হবে।
  • ড্রেস, মাস্ক ও কোন কমিটির সদস্য হলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতীক সম্বলিত ব্যাজ পরতে হবে।
  • কাজের সময় এদিক সেদিক বিনা প্রয়োজনে হাঁটা-চলা ও অহেতুক (অপ্রয়োজনীয়) কথা-বার্তা থেকে বিরত থাকা।
  • ফ্লোর ছুটির সময় যাতে সেকশন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে ও কাজের সুষ্ঠ পরিবেশ বিরাজ করে, সে লক্ষ্যে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
  • যেখানে সেখানে পানের পিক না ফেলা ।
  • কার্য পদ্ধতি ও নিরাপত্তা প্রণালী

( ডড়ৎশরহম ঝুংঃবস ্ ঝধভবঃু ওহংঃৎঁপঃরড়হ)

ফিনিশিং বিভাগ

  • সকল কার্টুন একই উচ্চতায় লাইন সোজা রেখে সুবিন্যস্ত রাখা।
  • কার্টুনের উচ্চতা মানুষের উচ্চতার চেয়ে বেশী না হওয়া ।
  • সেকশনের অভ্যন্তরে পিন, সুইচ, তারকাটা ইত্যাদি ক্ষতিকর দ্রব্যাদি যাতে না থাকে সে ব্যাপারে নিশ্চিত হওয়া।
  • নিডেল ডিটেকটর মেশিনের জন্য নির্ধারন করা এবং উক্ত এলাকায় দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি ব্যতীত প্রবেশাধীকার সংরক্ষিত করা।
  • কোয়ালিটি কর্তৃক পরীক্ষাকৃত মাল ময়লা-আর্বজনা মুক্ত ও সুবিন্যস্ত করে রাখা।
  • প্রতিটি ফিনিশিং এলাকায় ইন্সপেকশন রুম নির্ধারন করা।
  • সেকশন সর্বদা পরিস্কার-পরিচ্ছন্ন রাখা।
  • মেশিনে বিদ্যুৎ সংযোগ সঠিক আছে কি-না সুইচ অন করে তা নিশ্চিত করতে হবে।
  • স্নাব বাটন মেশিনের স্নাব গার্ড ঠিক আছে কিনা তা নিশ্চিত হয়ে কাজ শুরু করতে হবে।
  • মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স ম্যানেজারকে অবহিত করা।
  • নির্দিষ্ট সময়ে কাজ আরম্ভ করতে হবে।
  • ড্রেস, মাস্ক ও কোন কমিটির সদস্য হলে তাকে অবশ্যই সংশ্লিষ্ট প্রতীক সম্বলিত ব্যাজ পরতে হবে।
  • কাজের সময় এদিক সেদিক বিনা প্রয়োজনে হাঁটা-চলা ও অহেতুক (অপ্রয়োজনীয়) কথা-বার্তা থেকে বিরত থাকা।
  • ফ্লোর ছুটির সময় যাতে সেকশন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে ও কাজের সুষ্ঠ পরিবেশ বিরাজ করে, সে লক্ষ্যে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
  • কাজের সময় ভারী অলংকার ব্যবহার না করা।
  • যেখানে সেখানে পানের পিক না ফেলা ।