কেমিক্যাল গুদামজাতকরন
কেমিক্যাল গুদামজাতকরন কার্য প্রক্রিয়া এবং ব্যবহারিক কাজের কেমিক্যালের দ্বারা আমাদের নিয়োগকর্মী ও পরিবেশের সর্বনিম্ন ক্ষতি করাই আমাদের লক্ষ্য/নীতি।
বৈধ চাহিদা ঃ
- সনাক্তকরন, লেবেলিং ও নিরাপত্তা সংক্রান্ত তথ্যাবলী শ্রমিকদের জন্য প্রদত্ত সতর্কতামূলক তথ্যে বলা থাকবে।
- কেমিক্যাল নিয়ে নিরাপত্তার সাথে কাজ করার বিষয়ে নিয়োগ কর্মীদের অবশ্যই প্রশিক্ষিত হতে হবে এবং প্রশিক্ষনের বিষয়গুলো অবশ্যই লিপিবদ্ধ থাকবে।
- শ্রমিকদের স্বাস্থ্য ও কাজের পরিবেশ পর্যবেক্ষণ।
- কারখানা আইনে শ্রমিকদের কর্তব্য ঃ
- কোন অন্যায়/অপব্যবহার প্রয়োগ করা যাবে না।
- নিজকে বা অন্যকে বিপন্ন করে কোন কিছু করা যাবে না।
- নিয়োগকর্মীদের স্বাস্থ্যগত ও ব্যক্তিগত নিরাপত্তার ব্যবস্থার প্রতি অবজ্ঞা করা যাবে না।
- স্বাস্থ্যগত পরীক্ষাকে প্রত্যাখ্যান করা যাবে না।
সনাক্তকরন ও লেবেলিং ঃ
- সমস্ত কেমিক্যালের পাত্রের গায়ে অবশ্যই উৎপাদকের বা সরবরাহকারীর নাম এবং ঠিকানা সম্বলিত লেবেল লাগাতে হবে এবং স্বাস্থ্যগত ঝুঁকি ও ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদির ব্যবহারের নির্দেশ থাকবে।
- লেবেলের উপর নির্দেশিত তথ্যাদি কিভাবে ব্যবহার করতে হয় তা সমস্ত নিয়োগকর্মীর জানা উচিত।
- কোন সুপারভাইজারের চেকবিহীন এবং লেবেলহীন পাত্র ব্যবহার করা যাবে না।
গুদামজাতকরণ ঃ
কেমিক্যাল গুদামজাতকরন এর কিছু সাধারন নিয়মাবলী
- গুদাম ঘরে পর্যাপ্ত আলো, বাতাসসহ শুষ্ক ও ঠান্ডা হওয়া উচিত।
- তাপ এবং আগুন বা বিষ্ফোরনের উৎস হতে গুদামঘর দূরে থাকবে।
- সহজে দাহ্যকৃত কেমিক্যালের পাত্রের মুখ বন্ধ করে রাখতে হবে এবং আগুনের উৎস থেকে দূরে রাখতে হবে।
- বিপরীত গুনধর্মী কেমিক্যাল অবশ্যই পৃথক পৃথকভাবে রাখতে হবে।
- অন্য কোন কেমিক্যাল দ্বারা খালি পাত্র ভর্তি করা যাবে না এবং ব্যবহৃত খালি কেমিক্যালের পাত্র যেটি আগে খালি হবে সেটি আগে বাহিরে যাবে।
- কেমিক্যালের ষ্টোর অবশ্যই দ্বিতীয় প্রকোষ্ট দ্বারা বেষ্টিত করতে হবে যাহার ধারন ক্ষমতা হবে সংরক্ষিত কেমিক্যালের ১১০%।
- ধুমপান ও পানাহার নিষিদ্ধ সম্বলিত চিহ্ন (লিখিত আকারে ও প্রতীক চিহ্ন সম্বলিত) কেমিক্যালের গুদামঘরে এবং কেমিক্যাল ব্যবহৃত স্থানে টানানো থাকবে।
- নিয়োগ কর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত সরঞ্জামাদি (চচঊ) ব্যবহার করতে উৎসাহিত করতে হবে এবং বিপজ্জনক কেমিক্যাল সম্পর্কে সতর্ক থাকতে বলতে হবে।
- খাওয়ার পূর্বে হাত ধোবে এবং হাত পরিষ্কার করার জন্য কোন প্রকার সলভেন্ট ব্যবহার না করে সাবান ব্যবহার করবে।
- অতি দ্রুত দূষিত কাপড় খুলে ফেলতে হবে।
- ব্যক্তিগত কাজের জন্য চাকুরীর ক্ষেত্র হতে কখনই কেমিক্যাল নিয়ে যাবে না।