Select Page

আয়রন করার পদ্ধতি:

গার্মেন্টস আয়রন করার পদ্ধতি গুলো -বিনা অনুমতিতে কোন শ্রমিক যদি দশ (১০) দিনের অধিক সময় অনুপস্থিত থাকেন তবে আমরা তাকে কাজে যোগদানের নোটিশ সহ অনুপস্থিতির কারন দর্শানোর নোটিশ প্রদান করি । তারপরও যদি সে কাজে যোগদান না করে তাহলে যথাযথ পদ্বতি অবলন্বন পূর্বক তাকে মাস শেষে অব্যহতি শ্রমিক হিসাবে বিবেচনা করি । তৈরিকৃত মালামালকে মোল্ড মুক্ত রাখার জন্য মালামাল গ্রহন,মজুদকরন ও রপ্তানীর ক্ষেত্রে ক্রেতাদের আচরন বিধি ও নিয়মকানুন অনুসরণ করে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নিরুপঃ

১. প্রথমে আয়রন টেবিলের ফোম, জালি, মটর ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে।
২. আয়রনে সংযুক্ত স্টিম পাইপ ও হ্যান্ডেল ঠিক আছে কিনা,স্টিম পাইপ এর কোথাও লিক আছে কিনা? সেটা চেক করতে হবে।
৩. আয়রনের ষ্টিম প্রেসার চেক করতে হবে। যদি ষ্টিম প্রেসার ঠিক থাকে, তা হলে বায়ার এর চাহিদা অনুসারে আয়রন শুরু করতে হবে।
৪. আয়রন করার সময় যদি স্টিম না এসে পানি আসে তখন আয়রন করা বন্ধ করতে হবে এবং সাথে সাথে বয়লার অপারেটরকে জানাতে হবে।
৫. স্টিম প্রেসার সাভাবিক হওয়ার পর পুনরায় কাজ শুরু করতে হবে।
৬. আয়রন চলাকালীন অবস্থায় যদি কোন গামেন্টস বডিতে পানি পড়ে, তবে তা শুকিয়ে নিতে হবে এবং ভেজা আছে কিনা তা আদ্রতা পরিমাপক মেশিনের দ্বারা চেক করাতে হবে।
৭. আয়রন করার পর অন্তত ২/৩ ঘন্টা পর গার্মেন্টস প্যাক করতে হবে।
৮. আয়রন করার সময় আয়রন ম্যানদের পায়ের নিচে রাবাট ম্যাট ব্যবহার করতে হবে।
৯. সর্বোপরি বায়ারদের দেওয়া সকল শর্ত মেনে আয়রন/প্রেসিং করতে হবে।

সার্বিক নিরাপত্তা

  • ফ্যাক্টরীর মেইন গেইটের সিকিউরিটি ক্যামেরা ২৪ ঘন্টা সচল থাকতে হবে ।
  • ফ্যাক্টরীর সকল গেইটে নিরাপত্তা প্রহরী ঠিকভাবে ডিউটি করবে এবং হেড অফিস হইতে অঘোষিত অডিটর উক্ত ফ্যাক্টরীতে নিরাপত্তা সংক্রান্ত অডিট করবে ।
  • ফ্যাক্টরীর বাহিরে পর্যাপ্ত পরিমানে সিকিউরিটি লাইট থাকতে হবে।
  • ফ্যাক্টরী বন্ধকারীন সময়ে সকল দরজা জানালা সঠিকভাবে বন্ধ করতে হবে ।
  • অন অনুমোদিত আগন্তক সনাক্ত হইলে হুঁসিয়ারী সঙকেত বাজাতে হবে ।
  • ফ্যাক্টরীর চত্ত্বরে লোডিং, আনলোডিং, ভিজিটর কার পাকিং, গাড়ী পাকিং এরিয়া সম্পুর্ণ আলাদা রাখতে হবে ।
  • প্রত্যেক সিকিউরিটি পোষ্টে একটি করে থাকতে হবে।

অব্যহতি শ্রমিকগনের আই ডি নম্বার রেজিষ্টারে লিপিবদ্ধ করি । অব্যহতি শ্রমিকগনের ছবিসহ তালিকা সকল সিকিউরিটি পযেন্টে এবং সকল শ্রমিকদের প্রবেশ স্থানে ঝুলিয়ে দেওয়া হয়। সিকিউরিটিদের নিকট অব্যহতি শ্রমিকদের নামের তালিকা দেওয়া হয় ।