ডাইং মেশিন চালনা পদ্ধতি ও নিরাপত্তা প্রণালী গুলো কি কি?
by Mashiur | Sep 2, 2019 | মেশিন |
ডাইং মেশিন চালনা পদ্ধতি
- ডাইং মেশিনের অভ্যন্তরীন চাপ না কমা পর্যন্ত এবং তাপমাত্রা ৮০ক্ক সেলসিয়াস এর নিচে নামা না পর্যন্ত মেশিনের ঢাকনা খোলা যাবে না।
- মেশিনের ঢাকনা ধীরে ধীরে খুলতে হবে এবং ঢাকনা খোলার সময় খেয়াল রাখতে হবে যেন গরম পানি ছিটকে কর্মরত শ্রমিকের গায়ে না লাগে।
- প্রটেকশন এবং নিরাপত্তা ডিভাইস সরিয়ে ফেলা যাবে না।
- মেশিনের ঘুর্ণায়মান যন্ত্র স্পর্শ করা যাবে না।
- মেশিনে কাপড় উঠানো এবং নামানোর সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।
- মেশিন পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- মেশিনে যে কোন সমস্যা দেখা দিলে তাৎক্ষনিক মেইনটেন্যান্স বিভাগকে জানাতে হবে। aaa sss
নিরাপত্তা প্রণালী
- যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত ডাইং মেশিন সুইচ বন্ধ করা।
- মেশিন চালানোর সময় অবশ্যই হাতমোজা ও গামবুট ব্যবহার করতে হবে।
- হঠাৎ আগুন লাগলে দ্রুত ডাইং মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করা।
- দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।
Related