থিনার এবং মেশিন অয়েল
ব্যবহার বিধি ঃ থিনার এবং মেশিন অয়েল একটি ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য। ইহার ব্যবহার ও রক্ষনাবেক্ষনের ক্ষেত্রে যথেষ্ঠ। থিনার এবং মেশিন অয়েলের সংরক্ষন এলাকায় ধূমপান করা এবং অন্যান্য সমজাতীয় বস্তু যেমন- ম্যাচ বক্স, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি পরিবহন ও সংরক্ষন সম্পূর্ণ নিষিদ্ধ। থিনার এবং মেশিন অয়েলের ড্রামটিকে ঘিরে এমনভাবে একটি বেষ্টনি দিতে হবে যেন এর ভিতরে কমপক্ষে দুই ফুট পরিমান খালি জায়গা থাকে এবং এই বেষ্টনির ভিতরে কেবলমাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রবেশ করতে পারবে। …
সতর্কতা অবলম্বন করতে হয়। যে পদ্ধতিগুলো অবলম্বন করতে হয় তার পদ্ধতিগুলো নিুরূপ ঃ
কোন অবস্থাতেই থিনার আগুন বা আগুন জাতীয় পদার্থের সংস্পর্শে অথবা ইলেকট্রিক সুইচ বা ইলেকট্রিক তারের সংযোগের কাছাকাছি আনবেন না। কোন তৈল জাতীয় পদার্থ বা কেমিক্যালের সঙ্গে থিনার মিশাবেন না। বিশেষ অগ্নি নির্বাপন নীতি বা পদ্ধতি ঃ আগুন হতে নিরাপদ থাকার জন্য সকল সরঞ্জাম এবং “ন্যাশনাল ইনিষ্টিটিউট ফর অকপেশনাল সেফটি এন্ড হেলথ” কর্তৃক অনুমোদিত নিজস্ব শ্বাসপ্রশ্বাস ধারণকৃত যন্ত্রপাতি সমুহ মুখে পরিধার করুন।
- থিনার এবং মেশিন অয়েলের ড্রামগুলো কোন সুনির্দিষ্ট স্থানে যথাযথ লেভেলিং ও সনাক্তকরন চিহ্ন সহকারে সংরক্ষন করতে হবে।
- থিনার এবং মেশিন অয়েল ব্যবহার এবং রিফিল করার সময় অবশ্যই হ্যান্ড গ¬াভস, প্রতিরোধ মূলক চশমা এবং এপ্রোন প্রভৃতি পরিধান করতে হবে।
- থিনার এবং মেশিন অয়েল রিফিল করার সময় খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই এটি হস্তচালিত পাম্প হতে বের না হয়ে আসে বা ছোট কন্টেইনার হতে উপচে নিচে না পড়ে।
- কেবলমাত্র ছোট কন্টেইনারের গায়ে নীল কালি চিহ্নিত দাগ পর্যন্ত রিফিল করা যাবে।
- থিনার এবং মেশিন অয়েল রিফিল করার পরে অবশ্যই শুকনো স্পঞ্জ একটি পৃথক স্থানে ঢাকনা যুক্ত বাক্সে সংরক্ষন করতে হবে এবং প্রয়োজনবোধে ফেলে দেওয়ার সময় যথাযথ নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।
- কোন অবস্থাতেই থিনার আগুন বা আগুন জাতীয় পদার্থের সংস্পর্শে আনা যাবে না।
- কোন ইলেকট্রিক সুইচ বা ইলেকট্রিক তারের সংযোগের কাছাকাছি থিনার সংরক্ষন করা যাবে না।
- ক্যামিক্যাল ব্যবহারের স্থানে পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা থাকতে হবে।
- থিনার এবং মেশিনে অয়েল মুছার জন্য ব্যবহৃত কাপড় বা স্পঞ্জ একটি পৃথক স্থানে ঢাকনা যুক্ত বাক্সে সংরক্ষন করতে হবে এবং প্রয়োজনবোধে ফেলে দেওয়ার সময় যথাযথ নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।
- থিনার এবং মেশিন অয়েলের কন্টেইনারটি অবশ্যই একটি বালি ভর্তি ড্রামে নির্দিষ্ট স্থানে সংরক্ষন করতে হবে এবং ঐ স্থানটি ভালভাবে চিহ্নিত করতে হবে।
- থিনার এবং মেশিন অয়েলের ড্রামটি কোন কারনেই কাটা যাবে না।
- চোখে থিনার পড়লে সাথে সাথে পরিষ্কার পানি দিয়ে কমপক্ষে ১৫মিনিট যাবৎ চোখ পরিষ্কার করতে হবে এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে।
- থিনারের ড্রাম ও কনটেইনার সকল সময় ঠান্ডা স্থানে সংরক্ষন করতে হবে।
- বেশীক্ষন সূর্যের নীচে এই কেমিক্যাল রাখা যাবে না।
- কোন তৈল জাতীয় পদার্থ বা কেমিক্যালের সঙ্গে থিনার মিশ্রিত করা যাবে না।
- থিনার এবং মেশিন অয়েলের খালি কন্টেইনারগুলো অন্য কোন কাজে কারখানায় ব্যবহার করা যাবে না এবং কর্মীদেরও দেয়া যাবে না।
- প্রশিক্ষনপ্রাপ্ত এবং দায়িত্ব নিয়োজিত ব্যক্তি ব্যতীত অন্য কারো থিনার এবং মেশিন অয়েল হ্যান্ডল করা সম্পূর্ণ নিষিদ্ধ।
- ফ্যাক্টরীর সকলকে অবশ্যই থিনার এবং মেশিন অয়েলের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতে হবে।
মেশিন মেশিন অয়েল সংক্রান্ত নীতিমালা
অটো নীটওয়্যার লিঃ তার শ্রমিকদের কার্য ক্ষেত্রে স্বাস্থ্য ও নিরাপত্তার ব্যপারে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে। মেশিন অয়েল একটি ঝুঁকিপূর্ণ রসায়নিক দ্রব্য। ইহার ব্যবহার ও রক্ষণাবেক্ষনের ক্ষেত্রে যথেষ্ঠ সতর্কতা অবলম্বন করতে হয়। ইহা ব্যবহারে নিম্ন লিখিত সতর্ক তাগুলো অবশ্যই অনুসরন করতে হবে ঃ
সর্তকতাঃ
- মেশিন অয়েল শুধু মাত্র সুইং / নিটিং মেশিন ছাড়া অন্য কোন উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।
- যে কোন ধরনের দাহ্য কেমিক্যাল যেমনঃ থিনার, পেট্রে াল, কেরোসিন প্রভৃতি জাতীয় পদার্থের সংগে এই লুব্রিকেন্ট অয়েল মিশ্রিত করা যাবে না।
- এই লুব্রিকেন্ট অয়েল সব সময় আগুনের উৎস হতে নিরাপদ দুরত্বে সংরক্ষন করতে হবে।
- লেবেলে বর্ণিত মেয়াদ উত্তীর্ণ তারিখের পর এই লুব্রিকেন্ট অয়েল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- এই লুব্রিকেন্ট অয়েল ব্যবহারের পূর্বে অবশ্যই এর প্রকৃত রং যাচাই করে নিন এবং রংএর কোন তারতম্য লক্ষ্য করা গেলে ব্যবহার থেকে বিরত থাকু ন।
- ব্যবহৃত এই লুব্রিকেন্ট অয়েল কখনোই নতুন অয়েলের সাথে মিশ্রিত করে পুনরায় ব্যবহার করা যাবে না।
- এই লুব্রিকেন্ট অয়েল সংরক্ষনের স্থান ও সংরক্ষনের কনটেইনার সবসময় তৈলমুক্ত ও শুকনো রাখুন।
- ব্যবহারের সময়এই লুব্রিকেন্ট অয়েল চোখ বা অন্যান্য স্পর্শ কাতর স্থানের সংস্পর্শে আসলে সাথে সাথে পরিস্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
সারাংস
থিনার এবং মেশিন অয়েল সংক্রান্ত আগুন হতে দৃষিত বাষ্প বা বিষাক্ত গ্যাস নির্গত হতে দিন। বিপদ জনক অব্যবহৃত আগুন এবং বিস্ফোরক ঃ প্রজ্জলিত আগুন বা বিস্ফোরক হতে বের হওয়া তাপ ধোয়া এবং রাসায়নিক পদার্থ বাতাসের মিশ্রতি হয়। বন্ধ কন্টেইনার প্রচন্ড তাপের ফলে বিস্ফোরন ঘটে বা শব্দে ফেটে যায়। ধোঁয়া বাতাস থেকেও প্রচন্ডতর হল মাটির কাছে ঘোর পাক খাবে। আগুন জ্বলার স্থান হতে কিছুটা দূরে মটির কাছাকাছি আগুনের প্রজ্জলন হতে থাকবে।
It,s really helpful for every one .