কারখানায় দ্রব্য সমগ্রী প্রবেশ বাহির হবার নীতিমালা
বতমান বিশ্বে সন্ত্রাসের ক্রমবর্ধনশীলতা, দুস্কৃতিকারীদের দৌরাত্ব বৃদ্ধির করানে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস লিঃ এর যেকোন দ্রব্যাদি/ রাসায়নিক দ্রব্যাদি প্রবেশ বা কারখানা হতে যেকোন দ্রব্যাদি বাহির হবার পদ্ধতিসমুহকে নিরাপদ করতে অত্র নীতিমালা প্রণয়ন করছেন। প্রেরিত চালানের সাথে আনলোডকৃত মালামাল সতর্কতার সাথে মিলিয়ে দেখতে হবে, চালানের সাথে মালামালের কোন ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হলে তা উর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করন পূর্বক তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করতে হবে।
কারখানায় দ্রব্য সামগ্রী প্রবেশ
কোন ব্যক্তি কর্তৃক বহনকৃত দ্রব্যাদি
- দ্রব্যাদি বহকারীর নিকট কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য রয়েছে কিনা পরীক্ষা করতে হবে।
- দ্রব্যাদির চালান পরীক্ষা করে দ্রব্যাদি কোথা হতে এসেছে এবং তা অত্র কারখানার জন্য কিনা নিশ্চিত হতে হবে।
- প্রেরিত চালানে উল্লেখিত তথ্যের সাথে দ্রব্যের ধরণ ও পরিমান যাচাই করার পর যদি সঠিক প্রতীয়মান হয় তবেই কেমলমাত্র মালামাল কারখানার অত্যন্তরে প্রবেশ করানো যাবে।
- কর্তব্যরত গার্ড কমান্ডার ভান্ডার শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে আগত দ্রব্য সমগ্রী গণনা করে নির্ধারিত রেজিষ্টারে লিপিবব্ধ করবেন।
যানবাহনের মাধ্যমে বহনকৃত দ্রব্যাদি ঃ-
- সর্বপ্রথম আগত যানবাহনে কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য সমগ্রী রয়েছে কিনা পরীক্ষা করতে হবে।
- কর্তব্যরত গার্ড কমান্ডার আগত মালামাল অত্র কারখানার কিনা তা সরবরাহকারী কর্তৃক প্রেরিত চালান দেখে নিশ্চিত হয়ে গাড়ী কারখানা চত্বরে প্রবেশের অনুমতি দিবে।
- নির্ধারিত রেজিষ্টারে গাড়ী নম্বর, গাড়ী সরবরাহকারী এজেন্সির নাম, চালকের নাম এবং কারখানায় প্রবেশ ও বাহিরের সময় লিপিবদ্ধ করতে হবে।
- দ্রব্যাদি কাভার্ড ভ্যানে সীলগালা অবস্থায় আসলে, সর্বপ্রথম ষ্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সীলগালা পরীক্ষা করতে হবে।
- যদি সীলগালা সঠিক থাকে তবেই তা খুলে মালামাল আনলোড করা যেতে পারে, নচেৎ নয়। এ ক্ষেত্রে কারখানার মহব্যবস্থাপক-কে অবহিত করণপূর্বক তাঁর সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
- মালামাল আনলোড করে কারখানা চত্বর ত্যাগের পূর্ব পর্যন্ত গাড়ীটিকে অবশ্যই আনলোডিং এরিয়াতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করতে হবে এবং গাড়ীর সাথে আগত ব্যক্তিবর্গের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
কারখানা হতে দ্রব্য সামগ্রী বের হওয়া
ব্যক্তি কর্তৃক বহনকৃত দ্রব্যাদি ঃ-
- চালানের সঠিকতা পরীক্ষা করে চালানের সাথে দ্রব্যাদি মিলিয়ে দেখতে হবে।
- দ্রব্য ও বহনকারীর নাম, দ্রব্যের গন্তব্য নির্ধারিত রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
যানবাহনের মাধ্যমে বহনকৃত দ্রব্যাদি ঃ-
- বহনকারী গাড়ীটি দ্রব্যাদি পরিবহনের এবং দ্রব্যের নিবরাপত্তা নিশ্চিত করার উপযুক্ত হতে হবে।
- দ্রব্যের চালান ও গেইট পাশ পরীক্ষা করে সঠিকতা নিশ্চিত হতে হবে।
- লোডিং এরিয়ায় কর্তব্যরত গার্ড কমান্ডার, ষ্টোরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নিরাপত্তা প্রহরীর উপস্থিতিতে চালান অনুযায়ী দ্রব্যাদি গণনা করে তা গাড়ীতে লোড করতে হবে।
- প্রয়োজনীয় ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে নিরাপত্তা সীল ব্যবহার করে গাড়ীটি তালাবদ্ধ করতে হবে।
কারখানা ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে উপরোক্ত নীতিমালায় বর্ণিত নির্দেশাবলী সতর্কতার সাথে পালন করার জন্য নিরাপত্তা ও পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ প্রদান করা হলো। অত্র নীতিমালার কোন অনুচ্ছেদ বা উপানুচ্ছেদের পরিপন্থী কোন কার্যক্রম কর্তৃপক্ষের নিকট গ্রহনযোগ্য হবে না।