নিটিং টেকনিশিয়ান এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
নিটিং টেকনিশিয়ান এর কাজ
- নিটিং টেকনেশিয়ান এর কাজ হচ্ছে মেশিনের সব রকম মেইনটেন্যান্স ও সব সমস্যার সমাধান করা এবং প্রতিটি নিটিং মেশিনকে সর্বোচ্চ কর্মক্ষম অবস্থায় রাখা নিশ্চিত করা।
- নিটিং ইনচার্জ
- নিটিং মেশিনের সব রকম সমস্যার সমাধান করা।
- সব ধরনের কাপড়ের বুনন এর কোয়ালিটি নিশ্চিত করা।
- নিটিং মাস্টার ও ফিটারম্যানদের নিটিং ও নিটিং মেশিন সংক্রান্ত সকল সমস্যার সমাধান করা।
- মেশিনে ডিজাইন / প্রোগ্রাম সেট করা।
- উৎপাদনের প্রতিটি পর্যায়ে কোয়ালিটি নিশ্চিত করা।
- নিটিং টেকনিশিয়ান এর কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
- নিটিং অয়েল পরিমানের চেয়ে কম হলে মেশিন বন্ধ হয়ে যাবে।
- অয়েল লাইনের সমস্যা হলে মেশিন ব›ধ হয়ে যাবে।
- মেশিনের গেট খোলা অবস্থায় ভেতরে ঢুকলে দূর্ঘটনা ঘটবে।
- মাস্ক এবং এয়ার প্ল্যাগ ব্যবহার করা।
Related