নিডেল ও ভাঙ্গা নিডেল নিয়ন্ত্রণ নীতিমালা
নিডেল ও ভাঙ্গা নিডেল সংরক্ষন – অটোকম্পোজিট লিঃ এর কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, উৎপাদন প্রক্রিয়ায় নিরাপত্তামূলক ব্যবস্থাপনা কার্যকর করণ একটি গুরুত্বপূর্ণ বিষয। যা রক্ষা করার জন্য কর্তৃপক্ষ অঙ্গীকারবদ্ধ। ভাঙ্গা নিডেল সংরক্ষন ও ব্যবস্থাপনার জন্য কর্তৃপক্ষ নিম্ন লিখিত পদ্ধতি প্রনয়ণ করেছেন যা সকলের জন্য প্রযোজ্য। অতি উন্নত মান সম্পন্ন পোশাক প্রস্তুত করার জন্য আমাদের প্রয়োজন উন্নত মানের কাপড়ের তৈরী যাহা পোশাক ব্যবহারকারীর জন্য রুচিকর ও আরামদায়ক। মানব শরীরকে সুই এর আঘাতজনিত ঝুকি হতে রক্ষা করার জন্য প্রস্তুতকৃত পোশাককে সুই মুক্ত করার জন্য আগাগোড়া পরীক্ষা করতে হবে। এর জন্য নিম্ন প্রদত্ত ‘‘সুই নীতি’’ প্রয়োজন।
পদ্ধতি সমূহঃ
- নতুন সুই ইস্যু করার সময় সকল ভাঙ্গা সুুই জমা দিতে বা রাখতে হবে।
- যে সকল সুই ভেঙ্গেছে সেগুলোর “ধরণ” ও “কে” জমা দিচ্ছে তা লিখিত বিবরন রাখতে হবে।
- সুই ইস্যুর জন্য আলাদা ভাবে লিখিত বিবরন সম্বলিত একটি রেজিষ্টার রাখতে হবে।
- ভাঙ্গা সুই গুলোকে, ভাঙ্গা অংশসহ একটি রেজিষ্টার রাখতে হবে।
- প্রত্যেক অপারেটর তার মেশিনের ধরন অণুযায়ী প্রযোজ্য নিডেল ব্যবহার করবে।
- কোন অপারেটরের কাছে অতিরিক্ত নিডেল কোন অবস্থাতেই থাকতে পারবে না।
- নিডেলম্যান (নিডেল সংরক্ষক) ছাড়া অন্য কেহ কোন ভাবেই কোন নিডেল ইস্যু করতে পারবে না। অথবা অন্য কোন মেশিন থেকে নিডেল আনতে পারবে না।
- কোয়ালিটি ম্যানেজার ও কমপ্লায়েন্স বিভাগের সুপারিশ ছাড়া কোন অবস্থাতেই অপারেটরকে নতুন নিডেল ইস্যু করা যাবে না। কোয়ালিটি ম্যানেজার ও কমপ্লায়েন্স বিভাগ তখনি নিডেলম্যানকে সুপারিশ করবেন নতুন নিডেল দেওয়ার জন্য যখন নিশ্চিত হবেন যে, নিডেলের কোন ভাঙ্গা অংশ কোন গার্মেন্টসে বা আশে পাশে কোথাও নেই।
- প্রত্যেক অপারেটরকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে, দিনে অন্তত ০৩ (তিন) বার স্ব-স্ব মেশিনের ভিতরের অংশ ভালোভাবে পরীক্ষা করবেন। কোন ভাঙ্গা নিডেলের অংশ আছে কিনা তা দেখার জন্য ঃ
- ১ম বার ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ কাজ শুরু করার আগে (প্রথমে)।
- ২য় বার ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ মধ্যাহ্ন বিরতির পর কাজ শুরুর পূর্বে (লাঞ্চের পর)।
- ৩য় বার ÑÑÑÑÑÑÑÑÑÑÑÑÑ কারখানার উক্ত লাইন বা সেকশনের ছুটি হওয়ার পুর্বে।
- নিডেলম্যানকে বিশেষ ভাবে নির্দেশ দেওয়া যাচ্ছে যে, ভাঙ্গা নিডেলের অংশ সমুহ ভাঙ্গা নিডেল বা ব্যবহৃত নিডেল রেজিষ্টারে স্কসটেপ দিয়ে ভালোভাবে লাগাতে হবে।
- প্রস্তুতকৃত পোশাকে দৃষ্টিগোচরাধীন কোন সুই আছে কিনা তা ঘববফষব উবঃবপঃড়ৎ গধপযরহব দ্বারা আগাগোড়া পরীক্ষা করতে হবে।
- প্রতি ঘন্টায় ভাঙ্গা সই এর বিবরন আলাদা একটি ঋড়ৎস এ লিপিবদ্ধ করতে হবে।
- ভাঙ্গা সুই যথাযথভাবে সংরক্ষনে কোন অনিয়ম হচ্ছে কিনা তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব পালন করতে হবে।
- নিডেলম্যান অবশ্যই ভাঙ্গা নিডেলের সম্পুর্ন অংশ অথবা অসম্পুর্ন নিডেলের ক্ষেত্রে মেটাল ডিটেক্টর অপারেটরের ছাড় পত্র ছাড়া অপারেটরদের নতুন নিডেল দিতে পারবে না।
- যদি কখনো কোন নিডেলের অংশ বা খুব বেশী ক্ষুদ্র অংশ খুজিয়া না পাওয়া যায় অথবা সংশ্লি¬ষ্ঠ অপারেটর ভাঙ্গা অংশ জমা দিতে ব্যর্থ হন, সেক্ষেত্রে যে গার্মেন্টস্ সেলাই করার সময় যে নিডেলটি ভেঙ্গে ছিল তা ভালভাবে পরীক্ষা করতে হবে। তদুপরি মেশিনের চারপাশ এবং আশপাশের গার্মেন্টসও খুব ভালোভাবে পরীক্ষা করতে হবে।
- যদি নিডেল এর ভাঙ্গা অংশ না পাওয়া যায় তবে নিডেল ডিটেক্টটর মেশিন ও শক্তিশালি চুম্বক দ্বারা নির্দিষ্ট গার্মেন্টস্টি ও স্থান পরিক্ষা করতে হবে। প্রয়োজনে উক্ত গার্মেন্টস্টি পুড়িয়ে ছবি সংরক্ষন করতে হবে। অথবা অবশ্যই নিশ্চিত হবেন যে, উক্ত গার্মেন্টসে কোন ভাঙ্গা নিডেলের অংশ নাই।
- কোন নিডেল (সুঁই) ভেঙ্গে গেলে অপারেটর সাথে সাথে ‘ লাইন সুপারভাইজার’-কে জানাতে হবে।
- সুপারভাইজার ভাঙ্গা নিডেলের সব টুকরোগুলো অবশ্যই সংগ্রহ করে নির্দিষ্ট পাত্র/কৌটায় করে অপারেটরের নাম, কার্ড নং, লাইন, অর্ডার নং সহ মেইনট্যানেন্স ডিপার্টমেন্ট বা রক্ষণাবেক্ষণ বিভাগে জমা দিবেন।
- রক্ষণাবেক্ষণ বিভাগ সাথে সাথে নির্দিষ্ট রেজিষ্টারে রেকর্ড করে একটি নতুন নিডেল মেশিনে স্থাপন করবেন।
- রক্ষণাবেক্ষণ বিভাগ ভাঙ্গা নিডেলের অংশগুলো একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে রেখে দিবেন।
- কোন ভাঙ্গা নিডেলের অংশ কোন বডিতে বা বান্ডিলে চলে গেলে বা সন্দেহ হলে সাথে সাথে সংশ্লিষ্ট অপারেটর ‘ লাইন সুপারভাইজার’-কে জানাবেন।
- সুপারভাইজার সেই বডি বা বান্ডিলটি (সব গার্মেন্টস্ পার্ট সহ) একটি লাল ফিতা দ্বারা বেঁধে সতর্কভাবে মেটাল চেক টেবিলে গিয়ে জমা দিবেন।
- নিডেল ডিস্ট্রিবিউটর তার রেজিষ্টারে বিস্তারিত রেকর্ড করবেন।
- রেকর্ড কিপিং-এর পর ভাঙ্গা নিডেলের অংশ চেক করবেন এবং রেকর্ড রেজিষ্টার বুকে রেজাল্ট লিখে রাখবেন।
- চেক করার পরও যদি ভাঙ্গা নিডেলের অংশ পাওয়া না যায় তখন সেই বডি বা বান্ডিলটি চেক মেশিন দ্বারা চেক করতে হবে।
- চেক করার সময় যদি মেশিনটি কোন প্রকার এলার্ম দেয় তখন সেই বডি বা বান্ডিলটি নির্দিষ্ট তালা বন্ধ বাক্সে নিরাপদ স্থানে রেখে রেজিষ্টার বুকে রেকর্ড করতে হবে অথবা এলার্ম যদি না দেয় তখন সে বডি বা বান্ডিলগুলি রেজিষ্টার বুকে রেকর্ড করে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার এর দ্বারা নির্দিষ্ট স্থানে পৌঁছে দিবেন।
- তালা বন্ধ বাক্সে মালের পরিমাণ বেশী হয়ে গেলে সেই বডি বা বান্ডিলগুলো সাবধানতার সাথে কারখানার বাইরে নির্দিষ্ট স্থানে নিয়ে পুড়িয়ে ফেলতে হবে, তারপর ছাইগুলো নদী অথবা মাটিতে পুতে ফেলতে হবে।
- উপরোক্ত বিষয় বুঝতে কোন প্রকার অসুবিধা বা সমস্যা হলে সাথে সাথে কর্তৃপক্ষের সাহায্য নিতে হবে।
Sharp Tools and Non-Conforming Goods Disposal Policy
১. অটোকম্পোজিট লিঃ এক বৎসরের পূর্বে কাটিং ব্লেড / ভাঙ্গা নিডল/ পুরানো বাটন হোল নাইফ /নিডলযুক্ত গার্মেন্টস ধ্বংস / বিক্রয় করে না। অর্থাৎ উক্ত সামগ্রী ০১(এক) বৎসর পর্যন্ত সংরক্ষণ করা হয়।
২. প্রোডাক্ট সেফটি ম্যানেজার কাটিং ব্লেড / ভাঙ্গা নিডল/ পুরানো বাটন হোল- নাইফ/নিডলযুক্ত গার্মেন্টস ধ্বংস / রিসাইকেল করার সময় আমাদের সকল সম্মানিত বায়ারদের অথবা তাদের প্রতিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রন দেন।
৩. একটি টিম গঠন করেন যারা কাটিং ব্লেড / ভাঙ্গা নিডল/ পুরানো বাটন হোল-নাইফ/ নিডলযুক্ত গার্মেন্টস সংগ্রহ করবে এবং ধংসের পুর্বে ও পরে ছবি তুলে রাখবে।
৪. প্রমান স্বরুপ একটি রেজুলুশন তৈরি করবেন।