Select Page

নিরাপত্তা সহায়ক নির্দেশিকা

সাধারনঃ আপনার প্লান্টে একটি স্লেভাস ফেব্রিক ডাইং মেশিন আছে যাহা প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্ট্যে সর্বাধুনিক মান সম্পন্ন। আমাদের পক্ষ থেকে সম্ভাব্য সকল সতকর্তা সত্বেত্ত, মেশিনটি যদি অদক্ষ, অপ্রশিক্ষিত কর্মচারী দ্বারা পরিচালিত হয়, তবে বিপদের আশংকা থেকে যায়। এই নির্দেশিকাতে গুরুত্বপূর্ণ নোটিশ, নির্দেশনা রয়েছে যাহা মেশিন পরিচালনাকারী কর্মচারী পাঠকরবেন ও অবশ্যই মেনে চলবেন। মেশিন পরিচালনার পূর্বে নিরাপত্তা নির্দেশনার সাথে সকল অপারেটরদের পরিচয়/অবগত করে দিন। যদি এই নির্দেশিকাতে কোন বিষয় অস্পষ্ট থাকে, তাহলে স্কে¬ভাস স্থাপন ইঞ্জিনিয়ার দ্বারা কোন মেশিন চালু করা যাবে না।

(ক) ইঞ্জিনিয়ার সেফটি (নিরাপত্তা) মেনে।

(খ) সংস্থাপন রেকর্ড

কোম্পানীর মালিক বা প্রতিনিধি কর্তৃক স্বাক্ষরিত হতে হবে।

গলধঃকরনঃ গলধ করণ হলে, দুই গ্লাস দুধ বা পানি পান করতে হবে ও চিকিৎসকের পরামর্শ গ্রহন করতে হবে।

শ্বাসনঃ বিশুদ্ধ বাতাসে ত্যাগকরুন প্রতিক্রিয়া হলে চিকিৎসক ডাকুন

অগ্নি নির্বাপন ব্যাবস্থা

  • প্রন্বলন পয়েন্ট ও পদ্ধতি: প্রযোজ্য নয়
  • প্রন্বলন সীমা: প্রযোজ্য নয়
  • স্বয়ং প্রজ্বলন তাপমাত্রা: নির্ণয় করা হয়নি
  • অগ্নি নির্বাপন মাধ্যম: অ্যালকোহল ফেনা: কার্বনডাই অক্সইড, শুষ্ক ফেমিক্যাল বা পানির ¯েপ্র ব্যাবহার করুন
  • ঝুঁকিপূর্ণ/ বিপদজনক দাহ্য পদার্থঃ সোডিয়াম অক্সইড, কার্বনের অক্সইড সমূহ
  • অগ্নি নির্বাপনকারী এর মত, স্ব-নিয়ন্ত্রিত প্রশ্চাস উপকরন পরিমান করুন যা চাপ চাহিদা বিশিষ্ট (গঝঐঅ/ঘওউঝ)  কর্তৃক অনুমোদিত / সমমানের এবং ত্বক ও চোখ সংক্রান্ত রোধে, পূন নিরাপত্তা প্রতিরোধক পোশাক পরিধান করতে হবে।

দূঘটনা লাঘব / অব্যহতি প্রক্রিয়াঃ

স্বাভাবিক পদ্ধতি: উপযুক্ত কন্টেইনারে সংরক্ষন

অবশিষ্ট/ অতিরিক্ত অংশ পানি দিয়ে ধৌত করন

ব্যাবস্থাপনা ও সংরক্ষন/ মজুদঃ

স্বাভাবিক পদ্ধতি:

অনুচ্ছেদ-৮ দেখুন

সংরক্ষন/মজুদঃ বিশেষ কোন সতর্কতা প্রয়োজন নেই

ভেজানো পরিহার করুন

উন্মুক্ত করন নিয়ন্ত্রন/ ব্যক্তিগত সুরক্ষা

ইঞ্জিনিয়ারিং নিয়ন্ত্রন

বায়ু সঞ্চালন স্বাভাবিক স্থানীয় ব্যাবস্থা যথেষ্ট।

ব্যক্তিগত সুরক্ষাঃ

চোখ ও মুখঃ কর্মক্ষেত্রে কেমিক্যাল গল্স (চশমা) পরতে হবে ও চোখ পানি দ্বারা ধৌত করতে হবে।

স্বসনতন্ত্রঃ স্বাভাবিক ভাবে কিছু দরকার নাই ময়লা ধুরা থেকে রক্ষা পেতে  গওঙঐ অনুমোদিত প্রশ্বাস উপকরন ব্যাবহার করুন

অন্যান্য সতর্কতাঃ নিরাপত্তা অবলম্বন ও কর্মক্ষেত্রে চোখ ধৌত করন।

আরও কিছু নিরাপত্তা সহায়ক নির্দেশিকা

১. নডেল গার্ড : সুইং মেশিন  চলাকালিন সময়ে ।সতর্কতা বশতঃ কখনো আংগুলে নিড্ল ঢুকে যায়। মেশিনে নিড্ল গার্ড ব্যবহার করলে আংগুলে নিড্ল ঢুকবে না।

২. আই গার্র্ড : ওভার লক বাটনহোল, বাটনস্টিচ,বারটেক মেশিনের নিড্ল ভেঙ্গে ছিটকে চোখে ঢোকার সম্ভবনা থাকে, তাই এই সকল গার্ড ব্যবহার করা হয়। মেশিনে আই গার্ড ব্যবহার করলে চোখে নিড্ল ঢোকার সম্ভবনা থাকে না।

৩. রাবার ম্যাট : সুইং মেশিনের পাদানি আয়রন ম্যানের নিচে রাবার ম্যাট ব্যবহার করা হয় যেন ইলেকট্টিক শক শরীরে না লাগে।

৪. মেটাল গ্লোভস : কাটিং মেশিনের কাটারম্যানগন মেটাল গ্লোভস ব্যবহার করবেন যাতে হাতের আ্গংুল কেটে না যায়।

৫. গগলস : ওয়াশিং মেশিন অপারেটরগন, মেকানিক্যাল কাজে ইলেকট্টিশিয়ান, বারটেক মেশিন / স্নাপ মেশিন অপারেটরগন চোখে গগলস ব্যবহার করবেন যাতে চোখের কোন ক্ষতি না হয়।

৬. হ্যান্ড গ্লোভস :স্পট ক্লিনিং এর সময় কেমিক্যাল ব্যবহারের সময় হাতে কেমিক্যাল লাগেলে ত্বকের ক্ষতি হয়।তাই হাতে এই ধরনের গ্লোবস ব্যবহার করতে হবে যাতে ত্বকের ক্ষতি না হয়।

৭. মাস্ক : কাটিং /সুইং ফ্লোরে সব সময় কাপড়ের সুতার কণা নিঃশ্বসের সাথে শরীরে প্রবেশ করে। কাপড়ের ময়লা উঠানোর জন্য গার্মেন্টস এ এক ধরনের ক্যামিক্যাল ব্যবহার করা হয়। এই কেমিক্যাল এর গন্ধ নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করে। তাছাড়া ওভারলক মেশিন অপারেটরগন তৈরীকৃত গার্মেন্টস এ সরাসরি সুতার কনায় ধূলা উৎপন্ন হয়। তাই মাস্ক ব্যবহার করতে হয়।

৮. ইয়ার প্লাগ :বয়লার আরেটর, জেনারেটর অপারেটর,গ্রাইন্ডিং মেশিন অপারেটর বা যে কোন উচ্চ শব্দের স্থানে ইয়ার প্লাগ পরে কাজ করতে হয়, যেন বধির না হয়ে যায়।