নিরাপদ উপাদানের তথ্য তালিকা
০১. সনাক্তকরণ প্রকৃতি
পণ্যের বর্ণনা ঃ
বানিজ্যিক নাম ঃ ডেপিকোল এলজি
ধারা নং ঃ ৫০৩২/৩
আবেদনের প্রকৃতি/বয়ন সংক্রান্ত সহায়ক প্রস্তুতি
উৎপাদনকারী/সরবরাহকারী ঃ
জেসচিমার এবং সেকওয়ার্জ
মোসডর্ফ জিএমবিএইচ এন্ড কোং কেজি
ডোর্ফস্ট্রাসি: ৮১
ডি- ০৯২১৭ বার্গষ্টেড
তথ্য বিভাগ ঃ টেক্সটাইল অক্সিলারিজ উন্নয়ন বিভাগ
০২. গঠন / গঠনমূলক তথ্য ঃ
রাসায়নিক প্রকৃতি/বৈশিষ্ট্য
বর্ণনা ঃ অ্যালকাইল সালফেট মিশ্রণ
০৩. ঝুঁকিপূর্ণ পরিচিতি
ঝুঁকিপূর্ণ বর্ণনা ঃ
সম্পর্কযুক্ত তথ্যটি মানুষ এবং পরিবেশের একটি ক্ষুদ্রতম অংশের জন্য বিপদজনক।
আর ৩৮ ত্বকের সংস্পর্শে জ্বালাপোড়ন হয়।
আর ৪১ মারাত্মকভাবে চোখ নষ্ট হওয়ার সম্ভাবনা।
শ্রেণী বিভাগ প্রণালী
শ্রেণী বিভাগটি তৈরী হয়েছে ইইউএর আধুনিক সংস্করন অনুসারে এবং বি¯তৃত হয়েছে কোম্পানী এবং তথ্যের উপরে।
০৪. প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা
সাধারন তথ্য ঃ
যত দ্রুত সম্ভব পরিধেয় কাপড় থেকে পণ্য দূর করতে হবে অথবা কাপড় খুলে ফেলতে হবে।
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ত্বক স্পর্শের পর ঃ দ্রুত পানি দিয়ে আলতোভাবে ধুতে হবে।
পেটে যাওয়ার পর ঃ প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। বমির চেষ্টা করা যাবে না। দ্রুত ডাক্তার ডাকতে হবে।
০৫. অগ্নি নির্বাপন ব্যবস্থা ঃ
উপযুক্ত ধ্বংসাত্মক শক্তি
পাউডার অথবা পানি ছিটিয়ে নেভানো যায়।পানি ছিটিয়ে এবং অ্যালকোহল ফেনা আগুন নির্বাপনে সাহায্য করে
বিশেষ ঝুঁকিপূর্ণ কারণে পণ্যটির দহন হয় এবং এর ফলে গ্যাসের সৃষ্টি হয়। নিরাপত্তা সরঞ্জাম ঃ বিশেষ ব্যবস্থার প্রয়োজন নেই।
প্রতিরক্ষামূলক সরঞ্জাম ঃ সম্পূর্ণ প্রতিরক্ষামূলক পোশাক পরিধান করতে হবে।
০৬. আকস্মিক /দূর্ঘটনামুক্ত ব্যবস্থা ঃ
ব্যক্তি- সম্পর্কযুক্ত নিরাপদ পূর্ব সতর্কতা ঃ প্রতিরক্ষা সরঞ্জাম কাছে রাখা। অপ্রতিরক্ষামূলক ব্যক্তিদের দূরে রাখতে হবে।
পরিবেশগত প্রতিরক্ষা ব্যবস্থা ঃ পর্যাপ্ত পানির সাথে মিশিয়ে তরল করতে হবে। ড্রেনের উপরিভাগ বা নিুভাগের পানির জন্য প্রযোজ্য নয়।
পরিস্কার/আহরণের ব্যবস্থা ঃ
আইন অনুযায়ী উপাদানগুলো সংগ্রহের ব্যবস্থা করতে হবে।
তরল পদার্থের সাথে বিশেষন করা- উপাদান বাধা (বালি, শৈবাল, অম্ল বন্ধনকারী, সার্বজনীন বন্ধনকারী, কাঠের গুড়া)
প্রতিরোধক শক্তি ব্যবহার করতে হবে।
প্রচুর বিশুদ্ধ বায়ু চলাচল সম্পর্কে নিশ্চিত হতে হবে।
০৭. ব্যবহার এবং সংরক্ষন
ব্যবহার
নিরাপদ রাসায়নিক উপাদানের তথ্য ব্যবহার ঃ বিশেষ ব্যবস্থার প্রয়োজন নেই।
বিস্ফোরক এবং অগ্নি প্রতিরোধমূলক তথ্য ঃ কোন বিশেষ ব্যবস্থার প্রয়োজন নেই
সংরক্ষন
গুদামঘর এবং অন্য কোন স্থানে রাখার প্রয়োজনীয় শর্ত ঃনিরাপদ রাসায়নিক উপাদানের তথ্য তালিকায় পাত্র হিসেবে অ্যালুমিনিয়াম, লোহা, ইস্পাত, তামা, সংকর ধাতু ব্যবহার করা যাবে না।
একটি সাধারন সংরক্ষন সুবিধা সম্পর্কিত তথ্য ঃ ক্ষার (তীব্র বিশ্লেষন) এর সাথে একত্রে রাখা যাবে না।
সংরক্ষন অবস্থা সর্ম্পকিত দূরবর্তী তথ্য ঃ যে স্থানে অবাধে বায়ু চলাচল করতে পারে সেখানে জমা রাখতে হবে। পাত্রে আটসাটভাবে সীল লাগিয়ে রাখতে হবে।
০৮. অনাবৃত নিয়ন্ত্রণ এবং ব্যক্তিগত প্রতিরক্ষা ঃ
প্রযুক্তিগত ব্যবস্থার নকশা সংক্রান্ত সংযোজিত তথ্য ঃ কোন দূরবর্তী উপাত্ত/তথ্য নেই। অনুচ্ছেদ ৭ দেখুন
মূল্য সীমার উপাদান যা কি না কারখানার সতর্কতার জন্য প্রয়োজন ঃ উপাদানের প্রাসঙ্গিক পরিমান এই পণ্যটিতে নেই বরং কারখানার সংকট মূল্যের সতর্কতা মূলক ব্যবস্থা আছে।
সংযোজিত তথ্য ঃ ব্যবহারের ভিত্তি সৃষ্টি পর্যন্ত তালিকাটি বৈধ।
ব্যক্তিগত প্রতিরক্ষামূলক সরঞ্জাম
সাধারন প্রতিরক্ষামূলক এবং স্বাস্থ্যকর ব্যবস্থা
রাসায়নিক পরিচালনার সময় পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শ্বাস-প্রশ্বাস সরঞ্জাম ঃ প্রয়োজন নেই।
হাত প্রতিরক্ষা ঃ প্রতিরক্ষা দস্তানা
দস্তানার উপাদান
উপযুক্ত দস্তানা নির্বাচন ঃ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করে না। বরং দূরবর্তী নির্দিস্ট মান এবং উৎপাদনকারী বিভিন্নতার উপর নির্ভর করে। পণ্যটি হচ্ছে কতিপয় পদার্থের প্রস্তুটি। আগেই/প্রথমেই দস্তানা উপাদানের বিরোধিতা করা যাবে না এবং আবেদনটি আগেই পরীক্ষা করতে হবে।
দস্তানা উপাদানের সময়ের তীক্ষèতা
যথাযথ বিরতির সময় উৎপাদনকারীরা প্রতিরোধমূলক দস্তানা খুঁজে বের করতে পারে এবং পর্যবেক্ষন করতে পারে।
চলমান পাতা/৩
চোখ প্রতিরোধ ঃ নিরাপদ চশমা
দেহ প্রতিরক্ষা ঃ এসিড বিরোধক প্রতিরক্ষামূলক কাপড় পরিধান
১০. স্থায়ীত্ব এবং প্রতিক্রিয়া
উষ্ণ পচঁন অবস্থা এড়িয়ে যাওয়া ঃ উষ্ণ পচঁন ১৫০০ সেলসিয়াস এর উপরে।
বিপদজনক প্রতিক্রিয়া ঃ কোন বিপদজনক প্রতিক্রিয়া জানা নেই
দ্রব্যের পচঁন বিপদজনক ঃ
কার্বন মনোঅক্সাইড
নাইট্রোজেন অক্সাইডস (এন ও এক্স)
১১. বিষগত তথ্য ঃ
তীক্ষè বিষপূর্ণ ঃ
এলডি/এলসি ৫০ শ্রেণীকরণের প্রাসঙ্গিক মান ঃ এল ডি ৫০ (মুখে) :>৪০০০ মি. লি./ কে.জি (ইদুঁর)
প্রাথমিক জ্বালাপোড়ার ফলাফল ঃ
ত্বকের উপর ঃ ত্বকের উপর এবং কোষ ঝিল্লির উপর আঠালো প্রভাব পড়ে।
চোখের উপর ঃ জ্বালাপোড়ার প্রভাব পড়ে।
সংবেদনশীলতা ঃ কোন সংবেদনশীল ফলাফল জানা নেই।
সংযোজিত বিষগত তথ্য ঃ
সাধারন ই.ইউ শ্রেণী বিভাজন নির্দেশাবলীর হিসাব অনুসারে দ্রব্যটিতে উপরোক্ত দূর্ঘটনাগুলো দেখা যেতে পারে যা কিনা আধুনিক বৈধ বর্ণনার প্রকাশ।
ক্ষতিকর
জ্বালাপোড়া
গিলে ফেললে মুখের উপর এবং গলার উপর ক্ষারীয় প্রভাব পড়ে এবং খাদ্যনালী ও পাকস্থলী ছিদ্র হয়ে দূর্ঘটনা ঘটতে পারে।
২. বাস্তুসংস্থান তথ্য ঃ
সাধারন তথ্য ঃ
উৎপাদনকারী নির্দিষ্ট পরিমান এ.সি.সি থেকে ভি.ডব্লিউ.এস আইন- ১৭০.০৫.১৯৯৯।
পানির ঝুঁকি শ্রেণী ২ (জার্মান আইন) (নির্দিষ্ট পরিমাণ) পানিতে সামান্য ঝুঁকিপূর্ণ পানির নিচে, পানিপথ অথবা ড্রেনের আবর্জনায় দ্রব্যটি গ্রহনযোগ্য নয়। ড্রেনের পানিতে পৌঁছায় না কারণ ইহা অমিশ্র এবং অপ্রতিরোধ্য
১৩. অপসারন ব্যবস্থা
দ্রব্য / পণ্য ঃ
সুপারিশ ঃ পূর্ববতী চিকিৎসার পরে দ্রব্যটি পুরু ঝুঁকিপূর্ণ বর্জ্যরে সাথে লাগিয়া থাকার ব্যবস্থা করা হয়। প্রাসঙ্গিক আইনে বিশেষ কিছু ঝুঁকিপূর্ণ বর্জ্যের এরূপ ব্যবস্থা করা হয়।
বর্জ্য সহায়ক ব্যবস্থা
ই.এ.কে আইন অনুসারে নিজ নিজ শিল্পায়ন শাখার এবং আবেদন প্রক্রিয়ার সুনির্দিষ্ট কোড থাকবে।
অপিরচ্ছন্ন মোড়কীকরন ঃ
সুপারিশ ঃ দূষিত মোড়ক সম্পূর্ণভাবে খালি করা উচিত। সম্পূর্ণ পরিস্কার করার পর তারা চক্রাকারে আবর্তিত হয়।
পরিস্কারক তত্ত্বাবধান শক্তি ঃ পানি, যদি পরিস্কার শক্তি হিসেবে প্রয়োজন হয়।
১৫. আইনগত তথ্য
ই.ইউ নির্দেশাবলী অনুসারে নির্দেশিত ঃ
দ্রব্যটির বিভাজন ই.ইউ সরাসরি/আইন ও আদেশের ঝুঁকিপূর্ণ উপাদানগুলোর সাথে মিল আছে।
দ্রব্যটির কোড নম্বর ও ঝুঁকির নমুনা ঃ সি জ্বালাপোড়া করে
ঝুঁকিপূর্ণ লেবেলের উপাদানের সীমা ঃ
ফসফনিক এসিডস
ঝুঁকিপূর্ণ উক্তিঃ
২২ গিলে ফেললে ক্ষতিকর
৩৪ জ্বালাপোড়ার কারণ
নিরাপদ উক্তি
২৬ যদি চোখে চলে যায় তবে দ্রুত প্রচুর পানি দিয়ে ধূতে হবে এবং চিকিৎসা নিতে হবে।
২৮ ত্বকে লাগার পর দ্রুত পর্যাপ্ত পানি দিয়ে ধুতে হবে।
৩৭/৩৯ উপযুক্ত দস্তানা পরিধান করতে হবে চোখ এবং মুখমন্ডল প্রতিরক্ষার জন্য।
জাতীয় আইন
ভি.বি.এফ এর শ্রেণী বিভাগ অনুসারে ঃ পরিত্যক্ত
পানিতে ঝুঁকির শ্রেণী ঃ পানিতে ঝুঁকির শ্রেণী- ২ (নিজস্ব নির্দিষ্ট পরিমাণ) পানিতে সামান্য ঝুঁকিপূর্ণ।
উৎপাদনকারীদের নিজস্ব আরোপিত মন্তব্য হলো বয়ন সহায়ক শ্রেণী বিভাজন অনুসারে পানি দূষন হয়
(টি.ই.জি.ই.ডব্লিউ.এ.টি.ভি.আই)
(পানির অপচয় প্রাসঙ্গিক- জার্মানি)
১৬. অন্যান্য তথ্য ঃ
এই তথ্যের ভিত্তি হলো আমাদের বর্তমান জ্ঞান। যাই হোক কোন নির্দিষ্ট দ্রব্যের/পণ্যের গঠণের জামানত/গ্যারান্টি দেওয়া হবে না এবং চুক্তি সম্পর্ক বৈধ হওয়ার আগ পর্যন্ত তা প্রতিষ্ঠিত হবে না।
প্রাসঙ্গিক আরও উক্তি ঃ
২২ গিলে ফেললে ক্ষতিকর
৩৪ ঃ জ্বালাপোড়ার কারণ
৩৫ ঃ জ্বালাপোড়ার পৃথক কারণ
৩৭ ঃ যন্ত্রনাদায়ক শ্বাস সংক্রান্ত ব্যবস্থা
৩৮ ঃ চোখ নষ্ট হওয়ার ব্যাপক ঝুঁকি রয়েছে
ক. কেমিক্যাল স্টোরটিতে অবশ্যই পর্যাপ্ত পরিমান আলো বাতাস থাকতে হবে।
খ. তাপমাত্রা ৩০ক্ক প এর নিচে থাকতে হবে।
গ. আগুনের তাপ, আগুনের উৎস, অগ্নি স্ফুলিংগ, বৈদ্যুতিক স্ফুলিংগ ইত্যাদি অবশ্যই দূরে রাখতে হবে।
ঘ. ডিজেল, ঊহমরহব লুব অয়েল ও মেশিন অয়েল ব্যবহারের স্থানে ধূমপান ও আগুনের ব্যবহার সম্পূনর্ নিষেধ।
ঙ. সেকেন্ডারী কনটেইনার ব্যবহার করতে হবে এবং খালি কনটেইনার ব্যবহারে সময় সতর্ক থাকতে হবে।
চ. কেমিকেল কনটেইনারে প্রতিটি কেমিকেল লেবেলিং থাকতে হবে।
ছ. কেমিক্যাল স্টোর সংরক্ষিত হতে হবে।
জ. আই ওয়াশ থাকতে হবে।
ঝ. কেমিক্যাল ব্যবহারের ক্ষেত্রে ঋওঋঙ (ঋরৎংঃ রহ-ঋরৎংঃ ড়ঁঃ) নিয়ম মেনে চলতে হবে। আগে আসলে আগে গমন নিশ্চিত করার লক্ষ্যে কোন রাসায়নিক দ্রব্যের নতুন চালানকে অবশ্যই পূবর্বর্তী চালানের পেছনে সংরক্ষণ করতে হবে । ষ্টোর ইনচার্জকে রাসায়নিক দ্রব্য ইস্যু করার ক্ষেত্রে প্রতিগ্রহণের তারিখের দিকে বিশেষ নজর রাখতে হবে যাতে করে পুরোন রাসায়নিক দ্রব্য আগে নিঃশেষ হয় ।
ঞ. কেমিক্যাল স্টোরের আশেপাশে খাওয়া, ধুমপান, পান খাওয়া এবং উন্মুক্ত আগুন সম্পূর্ন রুপে নিষেধ করে সাইন লাগিয়ে দিতে হবে।
ট) কেমিকেল স্টোরে অবশ্যই জরুরী যোগাযোগের নাম্বার প্রদশন করতে হবে।
ঠ) মজুদকরন এলাকায় কেমিকেল ব্যবহারের জন্য প্রয়োজনীয় ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পি পি ই) সরবরাহ করতে হবে।
ড) কেমিকেল মজুদ এলাকায় কেমিকেল পড়ে গেলে তা দ্রুত কিভাবে তুলতে হবে সেই প্রক্রিয়া এবং উপকরন (স্পিল কিট) থাকতে হবে।
ঢ) কেমিক্যাল ঝঃড়ৎব থেকে কেমিক্যাল, রং , কালি ইত্যাদি মিক্সিং কক্ষে নিয়ে যাওয়ার সময় অবশ্যই ঢেকে ও সাবধানে নিতে হবে।