পিয়ন এর কাজের প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
পিয়ন এর কাজের দায়িত্ব ও কর্তব্য
- ফাইল পত্র আনা-নেয়া করা, ফটো কপি করা,অফিস নথীপত্র সংরক্ষন এবং পরিচছন্ন রাখা এবং অফিসের যাবতীয় কাজে সার্বক্ষনিক প্রয়োজনীয় সহায়তা প্রদান।
- ম্যানেজার – এইচ আর এবং এডমিন
- অফিসের পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
- প্রতিটি ডেস্কে বিশুদ্ধ খাবার পানির বোতল সরবরাহ করা।
- সকলের উপস্থিতি স্বাক্ষর সংগ্রহ করা।
- অ্যাকাইন্টস ও এইচ আর এর জন্য প্রয়োজনীয় ফাইল তৈরী করে দেয়া।
- পিয়ন সকাল, দুপুর ও বিকেল এর সকল প্রকার খাবার, চা ও অন্যান্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রয়োজন ও চাহিদা অনুযায়ী সরবরাহ করে থাকেন।
- অতিথি আপ্যায়ন করা।
- প্রয়োজনে দোকান থেকে জিনিসপত্র আনা নেয়া করা। ফাইল পত্র আনা-নেয়া করা, ফটো কপি করা, অফিস নথীপত্র সংরক্ষন এবং পরিচছন্ন রাখা।
Related