ওয়ার্ডপ্রেসের পোস্ট সোশাল মিডিয়াতে শেয়ার
ফেসবুক, টুইটার , লিঙ্কডইনে, গুগল প্লাস, পিন্টারেস্ট এগুলোকে সোশাল মিডিয়া বলে। আমরা ইচ্ছা করলে সব সোশাল মিডিয়াতে শেয়ার করতে পারি। তবে সব থেকে জনপ্রিয় সাইতে আগে শেয়ার করব। যেমন –
- ফেসবুকে শেয়ার করতে হবে। আর্টিকেল ের নিচে ফেসবুক এঁর শেয়ার বাটন এ কিলিক করতে হবে। তারপর টাইম লাইনে এ শেয়ার করা যায়। এছাড়া ফেসবুক গ্রুপ, পেজ, ফ্রেন্ডস টাইম লাইনে শেয়ার করা যায়
- ফেসবুকে লাইক লাইক দিবেন।
- ফেসবুকে প্রতিদিন ১০ তার বেশি শেয়ার করবেন না।
- টুইটার শেয়ার করতে হবে। আর্টিকেল ের নিচে টুইটার এঁর শেয়ার বাটন এ কিলিক করতে হবে। তারপর টাইম লাইনে এ শেয়ার করা যায়।
- টুইটার প্রতিদিন ১০ তার বেশি শেয়ার করবেন না।
- টুইটার এ ফ্লওার Flower বারাবেন। আপনি যদি বিভিন্ন জনকে (Folow) করেন, তাহলে তারাও আপনাকে ফ্লও করবে। আপনি ১০০ টা (Folow) করলে তারা কমপক্ষে ৫ টা আপনাকে (Folow)করবে।
- লিঙ্কডইনে শেয়ার করতে হবে। আর্টিকেল ের নিচে লিঙ্কডইন এর শেয়ার বাটন এ কিলিক করতে হবে। তারপর টাইম লাইনে এ শেয়ার করা যায়। এছাড়া লিঙ্কডইন গ্রুপ, পেজ, ফ্রেন্ডস টাইম লাইনে শেয়ার করা যায়।
- লিঙ্কডইনেএ ফ্লওার -Flower বারাবেন। আপনি যদি বিভিন্ন জনকে ফ্লও (Folow) করেন, তাহলে তারাও আপনাকে ফ্লও করবে। আপনি ১০০ টা করলে তারা কমপক্ষে ৫ টা আপনাকে ফ্লও করবে।
- লিঙ্কডইন প্রতিদিন ১০ তার বেশি শেয়ার করবেন না।
- গুগল প্লাস শেয়ার করতে হবে। আর্টিকেল ের নিচে গুগল প্লাসএর শেয়ার বাটন এ কিলিক করতে হবে। তারপর টাইম লাইনে এ শেয়ার করা যায়। এছাড়া গুগল প্লাস গ্রুপ, পেজ, ফ্রেন্ডস টাইম লাইনে শেয়ার করা যায়
- গুগল প্লাস শেয়ার করা খুব দরকার। এটা সার্চ ইঞ্জিনের জন্য খুব উপকারি।
- গুগল প্লাস এ ফ্লওার -Flower বারাবেন। আপনি যদি বিভিন্ন জনকে ফ্লও (Folow) করেন, তাহলে তারাও আপনাকে ফ্লও করবে। আপনি ১০০ টা করলে তারা কমপক্ষে ৫ টা আপনাকে ফ্লও করবে।
- পিন্টারেস্ট শেয়ার করতে হবে। আর্টিকেল এর নিচে পিন্টারেস্ট এর শেয়ার বাটন এ কিলিক করতে হবে। তারপর টাইম লাইনে এ শেয়ার করা যায়। এছাড়া পিন্টারেস্ট গ্রুপ, পেজ, ফ্রেন্ডস টাইম লাইনে শেয়ার করা যায়
- ইউটিউবে লিঙ্ক শেয়ার করতে পারেন।
সোশাল মিডিয়া আরও বিষয়