প্রোডাকশন ম্যানেজার এর কাজ
প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য কোম্পানীতে কর্মরত কারও সাথে কোন ধরনের খারাপ আচরন করতে যাবে না। কোন ধরনের সমস্যা হলে প্রোডাকশন ম্যানেজার উর্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন । যদি কোন ধরনের অভিযোগ থাকে তাহলে কল্যান কর্মকর্তার শরনাপন্ন হবেন। কোম্পানী আরোপকৃত যে কোন নতুন নিয়ম কানুন মেনে চলতে হবে। ফ্যাক্টরী ইনচার্জ কর্তৃক প্রদত্ত অন্য যে কোন কাজ করার মানসিকতা আগ্রহ থাকতে হবে। …
- প্রতিদিন সময়মত ফ্যাক্টরীতে প্রবেশ করতে হবে।তার প্রধান দায়িত্ব হচেছ বায়ার এর চাহিদা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে সর্বোচ্চ গুনগত মানসম্পন্ন প্রোডাক্ট উৎপাদন করার লক্ষ্যে প্রোডাকশন ফ্লোরে কর্মরত প্রত্যেক শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার কার্যক্রম পরিচালনা করা। একটি স্টাইল অপারেশনে দেওয়ার পর তা সঠিকভাবে তৈরী হচ্ছে কিনা তা নিয়ন্ত্রণ এবং কাজ পরিকল্পনা করা এবং সেই অনুযায়ী সমন্বয় সাধন করা।
- জেনারেল ম্যানেজার প্রতিদিন উৎপাদন মিটিং আহবান করা।
- প্রতিটি অপারেশন সম্পন্ন করতে কত সময় লাগবে তা নির্ধারণ করা। প্রতিটি অর্ডার বা স্টাইল-এর জন্য কারখানার ঈধঢ়ধপরঃু কত তা নির্ধারণ করা।
- প্রতিটি অপারেশন-এর শুরুর তারিখ এবং শেষের তারিখ নির্ধারণ করা এবং প্রতিদিন কি পরিমাণ কাজ হবে তার নির্ধারণ করা। কাজের গতি যেন কখনও বাঁধাপ্রাপ্ত না হয় সে জন্য সব সময় ইধপশঁঢ় ওাবহঃড়ৎু-র সরবরাহ পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করা।
- দৈনিক প্রতি ঘন্টার উৎপাদন সংগ্রহ করা এবং ফ্যাক্টরী ইনচার্জকে অবহিত করা।
- দৈনিক ডিফেক্টেড গার্মেন্টস মনিটরিং রিপোর্ট সংগ্রহ করা ও ফ্যাক্টরী ইনচার্জকে অবহিত করা।
- সবসময় ম্যাটারিয়াল রিসিভ স্ট্যাটাস চেক করা ও এ সংক্রান্ত রিপোর্ট ফ্যাক্টরী ইনচার্জকে অবহিত করা।
- সাইজ সেট গার্মেন্টস্ ফলোআপ সংক্রান্ত রিপোর্ট তৈরী করা।
- অভ্যন্তরীন পি.পি মিটিংয়ের ব্যবস্থা করা।
- দৈনিক কাটিং থেকে চ.ঙ শিট সংগ্রহ করা।
- দৈনিক প্রোডাকশন মনিটরিং করা এবং ফ্যাক্টরী ম্যানেজারকে অবহিত করা।
- দৈনিক ওয়াশ গার্মেন্টস পাঠানো ও গ্রহনের বিষয়টি ফলোআপ করা।
- কাটিং ও ফিনিশিংসহ সাপ্তাহিক প্রোডাকশন রিপোর্ট তৈরী করা।
- স্টাইল ওয়াইজ কাটিং ব্রেকডাউন সংগ্রহ করা কাটিং পরবর্তী সময়ে কাটিং (%) সংগ্রহ করা।
- প্রতিটি অপারেশন সম্পন্ন করতে কতজন অপারটের এবং হেলপার লাগবে তা ক্যালকুলেশন করে বের করা। উৎপাদনের সাথে জড়িত বিভিন্ন জনশক্তি, প্রক্রিয়া, যন্ত্রপাতি ইত্যাদির সঠিক ব্যব¯হাপনা করা এবং কাটিং, সুইং এবং ফিনিশিং এই তিনটি বিভাগের মধ্যে কাজের সমন্বয় সাধন করা এবং তাদের কার্যাবলী সর্বদা তদারকি করা।
- মাসিক প্রোডাকশন মিটিং আহবান করা। বায়ার এর ইচছানুযায়ী পণ্যের গুনগত মান উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে সকলের সাথে আলোচনা করা এবং সেই অনুযায়ী পণ্য উৎপাদন তদারকি করা।
- মান নিয়ন্ত্রন বিভাগের সাথে উৎপাদন বিভাগের কাজের সমন্বয় সাধন করা। প্রতিদিনের প্রোডাকশন রিপোর্ট যাচাই এবং সংরক্ষন করা।
- মাসিক প্রোডাকশন রিপোর্ট তৈরী করা। এ, পি, এম থেকে শুরু করে হেলপার পর্যন্ত সকলকে নিয়ন্ত্রন করা।
- প্রোডাকশন ফ্লোরে কর্মরত শ্রমিকদের কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত প্রশিক্ষন বা অন্নান্য শিক্ষামূলক কর্মসূচিতে অংশগ্রহনের সুযোগ করে দেয়া।
- স্টাইল ক্লোজিং রিপোর্ট তৈরী করা। প্রতিটি অপারেটরের ব্যক্তিগত পারফরমেন্স ( নৈপূণ্য ) মূল্যায়ন করা।
- প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা যায় সে ব্যাপারে ফ্লোরের সবাইকে উদ্বুদ্ধ করা এবং নিশ্চিত করা।
- দৈনিক উৎপাদন বিশ্লেষণ এবং উৎপাদন রিপোর্ট তৈরী করা। শৃঙ্খলা রক্ষার্থে শ্রম ও শিল্প আইনের বিধিমালা অনুসরন করা।এছাড়া আরও পড়তে পারেন
পরিশেষ
প্রোডাকশন ম্যানেজারের কাজের দায়িত্ব ও কর্তব্য নির্দিষ্ট সময়ের মধ্যে চাহিদাকৃত পরিমান ও মানসম্পন্ন প্রোডাক্ট তৈরী করে শিপমেন্টের জন্য প্রস্তুত রাখতে একজন প্রোডাকশন ম্যানেজার কোম্পানির কাছে দায়বদ্ধ।