Select Page

ফিউজিং মেশিন অপারেশনের নিয়মাবলী

ফিউজিং মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনার জন্য সতর্কতা. মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন। ফিউজিং মেশিনে কাজ শুরু করার পূর্বে লক্ষ্যণীয়ঃ …

১। মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন।  ফিউজিং মেশিন চালু করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক তার লিকেজ বা ছিড়া-ফাড়া আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে।

২. মেশিন চালানোর পূর্বে ব্যবহার নির্দেশিকা  পড়ে  নিতে হবে।

৩.উচ্চ তাপমাত্রায় মেশিনের ভিতরে ষ্পর্শ করা যাবে না।

৪.কেবলমাত্র দক্ষ অপারেটর মাধ্যমেই মেশিন মেইন্টেন্যান্স করতে হবে।

৫.তাপমাত্রা দেখে কাজ শুরু করুন।  নির্দেশিকা  ব্যতীত  মেশিনের  কোনরুপ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না

৬. পায়ের নিচে রাবার ম্যাট আছে কিনা লক্ষ্য করুন। মেশিন চালানোর সময় অন্যদেরকেও  সতর্ক  করতে হবে।

৭ কোনরুপ দাহ্য পদার্থের কাছাকাছি এই মেশিন  স্থাপন করা   যাবে না।

৮.কমপ্রেসার চালু আছে কিনা লক্ষ্য করুন।  মেশিনে উপর অন্য কোন জিনিসপত্র রাখা যাবে না।

৯.মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করে কভার দিয়ে ঢেকে কর্মস্থল ত্যাগ করুন। অব্যবহৃত মেশিনের  বৈদ্যুতিক  উৎস সর্বদা বন্ধ রাখতে হবে।

গুগো প্রেস অপারেশনের নিয়মাবলী  ঃ

গোগোপ্রেস মেশিন ব্যবহারের পদ্ধতি এবং সম্ভাব্য দুর্ঘটনার জন্য সতর্কতা. মেশিনে কোন ইলেকট্রিক তার ছেড়া বা খোলা আছে কিনা তা লক্ষ্য করুন যদি থাকে তাহলে ইলেট্রিশিয়ানকে অবহিত করুন।

১। মেশিনের ইলেট্রিক লাইন ঠিক আছে কিনা তা লক্ষ্য করুন। গুগো প্রেস চালু করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক তার লিকেজ বা ছিড়া-ফাড়া আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে।

২. আরপিএম কমিয়ে মেশিন সেট করতে হবে। মেশিন চালানোর পূর্বে ব্যবহার নির্দেশিকা  পড়ে  নিতে হবে।

৩. তাপমাত্রা দেখে কাজ শুরু করুন। উচ্চ তাপমাত্রায় মেশিনের ভিতরে ষ্পর্শ করা যাবে না।

৪. মেশিনের কাছাকাছি কাগজ/কাপড় এলোমেলো রাখা যাবে না। কেবলমাত্র দক্ষ অপারেটর মাধ্যমেই মেশিন মেইন্টেন্যান্স করতে হবে।

৫. মেশিন চালু অবস্থায় নির্দিস্ট দুরুত্ব বজায় রাখতে হবে। নির্দেশিকা  ব্যতীত  মেশিনের  কোনরুপ পরিবর্তন বা পরিবর্ধন করা যাবে না ;

৬. মুখোস পরিধান করতে হবে। মেশিন চালানোর সময় অন্যদেরকেও  সতর্ক  করতে হবে।

৭ কোনরুপ দাহ্য পদার্থের কাছাকাছি এই মেশিন  স্থাপন করা   যাবে না।

৮.মেশিনে উপর অন্য কোন জিনিসপত্র রাখা যাবে না।

৯.অব্যবহৃত মেশিনের  বৈদ্যুতিক  উৎস সর্বদা বন্ধ রাখতে হবে।

সম্প্রতি  তাদের অনুমোদিত বিভিন্ন ফ্যাক্টরীতে ভিজিট শুরু করেছেন। ভিজিটকালে তাহারা বিশেষ কিছু বিষয়াবলী যেমন ফ্যাক্টরীর অভ্যন্তরীন পরিস্কার পরিচ্ছন্নতা, পোকা মাঁকড়, মাকড়শার জাল ইত্যাদি সহ আরও অন্যান্য হাউজ কিপিং এবং কোয়ালিটি সংক্রান্ত বিষয়াদির উপর গুরুত্ব আরোপ করেছেন। সম্প্রতি গ্র“পের একটি ফ্যাক্টরী ভিজিটকালে বায়ার ফ্যাক্টরীর অভ্যন্তরীন পরিচ্ছন্নতার ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন। ফ্যাক্টরীর অভ্যন্তরীন পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বায়ার প্রতিনিধি কর্তৃক আমাদেরকে কিছু নির্দেশনা প্রদান করেছেন যা অত্যন্ত গুরুত্বপূর্ন।

মেশিন বন্ধ করার সময় পওয়ার সুইচ বন্ধ করুন, এবং মেশিন ভালভাবে পরিস্কার করুন। অতএব, বর্নিত বিষয়সমূহ যাতে পূঙ্খানুুরূপে সম্পাদিত হয় সেদিকে বিশেষ নজর প্রদান করার জন্যে নির্দেশ করা যাচ্ছে। আসন্ন অডিট এর দিক নির্দেশনা প্রদান কল্পে একটি সহায়িকা এতদ্ব্ সঙ্গে সংযুক্ত করা হইল।