Select Page

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার

ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার দায়িত্বসমুহ নিম্নে বর্নিত হলো

  • কোয়ালিটি কন্টোলার এবং কোয়ালিটি ইনচার্জ
  • আয়রণ, ফোল্ডিং এবং পলি সঠিকভাবে হচেছ কিনা তা পর্যবেক্ষণ করা ।
  • ফিনিশিং সেকশনের সকল কাজে কোয়ালিটি ঠিক আছে কিনা পর্যবেক্ষন করা।
  • বায়ার এর নির্দেশ মোতাবেক তার মালের পরিমান ঠিক রেখে সকল মালামাল রপ্তানি করার উপযুক্ত আছে কিনা নিশ্চিত হয়ে তা রপ্তানির জন্য প্রস্তুত রাখা।
  • কোথায় কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারন করে দিতে হবে।
  • ফিনিশিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য -এর নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা ।