ফিনিশিং ম্যানেজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
ফিনিশিং ম্যানেজার এর কাজ
- ফিমিশিং ম্যানেজার ফিনিশিং সেকশনের প্রাথমিক পর্যায় থেকে শুরু করে প্যাকিং হয়ে শিপমেন্ট হওয়া পর্যন্ত প্রতিটি ধাপে প্রোডাক্টের গুনগত মান নিশ্চিত করেন।
- জেনারেল ম্যানেজারের কাছ থেকে কাজ বুঝে নিয়ে সুশ্তহুভাবে সম্পাদন করা
- অধীনস্ত প্রত্যেক কর্মীর কাজ নিয়মিত তদারকি করা।
- সুইং সেকশন থেকে সরবরাহকৃত পোশাক ফিনিশিং সেকশনে এসে পৌছানোর পরে প্রথমেই সংশ্লিষ্ট বিভাগের দ্বারা অপ্রয়োজনীয় সুতা অপসারনের ব্যবস্থা করা ।
- বায়ারের চাহিদামতো আয়রনিং, ফোল্ডিং ও প্যাকিং নিশ্চিত করা।
- প্রয়োজনীয় ফিনিশিং ট্রিম সংযোজনের ব্যবস্থা করা ।
- স্ট্যান্ডার্ড প্যাকিং নিশ্চিত করা। এক্ষেত্রে প্রোডাক্টের সাইজ ও কালার নিশ্চিত করা অপরিহার্য।
- কার্টুন সমেত প্রোডাক্ট বায়ার কর্তৃক পর্যবেক্ষনের উপযোগী করে রাখা।
- অনাকাঙ্খিত যেকোন পরিস্থিতির উদ্ভব হলে উর্ধ্বতন কর্মকর্তাকে রিপোর্ট করতে হবে। এবং প্রাপ্ত নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
- ফিনিশিং পর্যায়ের সকল কাজ শেষে প্রোডাক্ট শিপমেন্টের জন্য প্রস্তুত রাখতে হবে।
- ফিনিশিং ম্যানেজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
- ফিনিশিং এর প্রাথমিক পর্যায় থেকে শেষ পর্যন্ত মান নিয়ন্ত্রন অনুসরন করে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রোডাক্ট শিপমেন্টের জন্য প্রস্তুত রাখতে ফিনিশিং ইন-চার্জ কোম্পানীর কাছে দায়বদ্ধ।
Related