by Mashiur | Nov 16, 2017 | ফিনিশিং
রপ্তানীকৃত মালামাল
রপ্তানীকৃত মালামাল/কার্টন এবং ব্যবহৃত গাড়ী চেক বিষয়ক নীতিমালা – সকল শ্র্যমিক / কর্মচারীকে ফ্যাক্টরীতে প্রবেশ করার সময় আই ডি কার্ড ব্যবহার নিশ্চিত করতে হবে । ভিজিটর ফ্যাক্টরীতে প্রবেশের আগে অবশ্যই ভিজিটর আই ডি কার্ড ব্যবহার নিশ্চিত করতে হবে । প্যাকিং সেকশনে সকল শ্রমিকের আলাদা আই ডি কার্ড এবং আলাদা জার্সি ব্যাবহার করতে হবে যাহাতে সহজে চেনা যায় । তৈরিকৃত মালামালকে মোল্ড গড়ষফ মুক্ত রাখার জন্য রপ্তানীকৃত মালামাল/কার্টন এবং রপ্তানীকাজে ব্যবহৃত গাড়ী ভেজা,ছিদ্র আছে কিনা তা চেক/পর্যবেক্ষন জন্য একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নি¤েœারুপঃ
রপ্তানীকৃত মালামাল/কার্টনের ক্ষেত্রে যে সকল বিষয় ানাশ্চত করতে হবেঃ
- রিজাইনকৃত / বরখাস্তকৃত শ্রমিকের ছবি ফ্যাক্টরীর মেইন গেইটে পোস্টেড করতে হবে ।
- রপ্তারীকৃত কাটুন যেন কোন প্রকার ভেজা না থাকে।
- কাটুন রাখার স্থান যেন ভেজা বা সেঁতসেঁতে না থাকে ।
প্যকিং এরিয়াতে কোন কাটুন যেন ভাঙ্গা না থাকে ।
- ফিনিশিং গুডস এরিয়াতে কোন কাটুন যেন ভাঙ্গা/ভেজা না থাকে ।
- কাটুন কভার্ড ভ্যানে উঠানোর সময় যেন কাটুন ভেঙ্গে না যায়।
- পোর্টে কর্ভাড ভ্যান থেকে নামানোর সময় যেন কোন কাটুন ভেঙ্গে না যায় ।
- পোর্টে কভার্ড ভ্যান থেকে নামানোর সময় যেন কোন কাটুন ভেজা না থাকে।
- শিপমেন্টকালীন সময়ে পরিমান কম – বেশী হইলে তাহার হিসাব সঠিকভাবে রেজিষ্টারে রক্ষনা বেক্ষন করতে হবে ।
- কোন শ্রমিক ফ্যাক্টরী হইতে কম সময়ের জন্য ছুটি নিলে অবশ্যই গেইট পাস থাকতে হবে ।
- সকল শ্রমিকের জাতীয় পরিচয়পত্র তার ব্যক্তিগত ফাইলে সংরক্ষন করতে হবে।
- সকল সিকিউরিটি গার্ড / ইনচার্জ / সুপারভাইজারদের এবং প্যাকিং ফিনিশিং সেকশনে কর্মরত সকল শ্রমিকদের ”পশ্চাৎ প্রতিপাদন” রিপোর্ট থাকতে হবে ।
রপ্তানীকাজে ব্যবহৃত গাড়ীর ক্ষেত্রে যে সকল বিষয় ানাশ্চত করতে হবেঃ
০১. কভার্ড ভ্যান ভেজা থাকা যাবে না।
০২. কভার্ড ভ্যান ছিদ্র থাকা যাবে না।
০৩. কভার্ড ভ্যানের কোন অংশে মরিচা থাকা যাবে না।
০৪. কভার্ড ভ্যান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিরাপত্তা
- ফিনিসড গুডস স্টোর, প্যাকিং এরিয়াতে সিকিউরিটি ক্যামেরা থাকতে হবে ।
- প্যাকিং সেকশনে অন্য সেকশনের লোক প্রবেশ করতে হলে ডিউটিরত নিরাপত্তা প্রহরী তাকে তল্লাশী করে এবং রক্ষিত রেজিষ্টারে নাম লিপিদ্ব করে ঢুকতে হবে ।
- কার্গো এরিয়াতে অবশ্যই একটি উবংরমহধঃবফ নিরাপত্তা প্রহরী থাকতে হবে ।
- ফ্যাক্টরীতে সকল কম্পিবাক্সে ব্যবহার করতে হবে ।
- প্রত্যেক কার্টুনের ওজন পরিমাপ থাকতে হবে ।
by Mashiur | Nov 16, 2017 | ফিনিশিং
আয়রন করার পদ্ধতি:
গার্মেন্টস আয়রন করার পদ্ধতি গুলো -বিনা অনুমতিতে কোন শ্রমিক যদি দশ (১০) দিনের অধিক সময় অনুপস্থিত থাকেন তবে আমরা তাকে কাজে যোগদানের নোটিশ সহ অনুপস্থিতির কারন দর্শানোর নোটিশ প্রদান করি । তারপরও যদি সে কাজে যোগদান না করে তাহলে যথাযথ পদ্বতি অবলন্বন পূর্বক তাকে মাস শেষে অব্যহতি শ্রমিক হিসাবে বিবেচনা করি । তৈরিকৃত মালামালকে মোল্ড মুক্ত রাখার জন্য মালামাল গ্রহন,মজুদকরন ও রপ্তানীর ক্ষেত্রে ক্রেতাদের আচরন বিধি ও নিয়মকানুন অনুসরণ করে একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নিরুপঃ
১. প্রথমে আয়রন টেবিলের ফোম, জালি, মটর ঠিক আছে কিনা তা চেক করে নিতে হবে।
২. আয়রনে সংযুক্ত স্টিম পাইপ ও হ্যান্ডেল ঠিক আছে কিনা,স্টিম পাইপ এর কোথাও লিক আছে কিনা? সেটা চেক করতে হবে।
৩. আয়রনের ষ্টিম প্রেসার চেক করতে হবে। যদি ষ্টিম প্রেসার ঠিক থাকে, তা হলে বায়ার এর চাহিদা অনুসারে আয়রন শুরু করতে হবে।
৪. আয়রন করার সময় যদি স্টিম না এসে পানি আসে তখন আয়রন করা বন্ধ করতে হবে এবং সাথে সাথে বয়লার অপারেটরকে জানাতে হবে।
৫. স্টিম প্রেসার সাভাবিক হওয়ার পর পুনরায় কাজ শুরু করতে হবে।
৬. আয়রন চলাকালীন অবস্থায় যদি কোন গামেন্টস বডিতে পানি পড়ে, তবে তা শুকিয়ে নিতে হবে এবং ভেজা আছে কিনা তা আদ্রতা পরিমাপক মেশিনের দ্বারা চেক করাতে হবে।
৭. আয়রন করার পর অন্তত ২/৩ ঘন্টা পর গার্মেন্টস প্যাক করতে হবে।
৮. আয়রন করার সময় আয়রন ম্যানদের পায়ের নিচে রাবাট ম্যাট ব্যবহার করতে হবে।
৯. সর্বোপরি বায়ারদের দেওয়া সকল শর্ত মেনে আয়রন/প্রেসিং করতে হবে।
সার্বিক নিরাপত্তা
- ফ্যাক্টরীর মেইন গেইটের সিকিউরিটি ক্যামেরা ২৪ ঘন্টা সচল থাকতে হবে ।
- ফ্যাক্টরীর সকল গেইটে নিরাপত্তা প্রহরী ঠিকভাবে ডিউটি করবে এবং হেড অফিস হইতে অঘোষিত অডিটর উক্ত ফ্যাক্টরীতে নিরাপত্তা সংক্রান্ত অডিট করবে ।
- ফ্যাক্টরীর বাহিরে পর্যাপ্ত পরিমানে সিকিউরিটি লাইট থাকতে হবে।
- ফ্যাক্টরী বন্ধকারীন সময়ে সকল দরজা জানালা সঠিকভাবে বন্ধ করতে হবে ।
- অন অনুমোদিত আগন্তক সনাক্ত হইলে হুঁসিয়ারী সঙকেত বাজাতে হবে ।
- ফ্যাক্টরীর চত্ত্বরে লোডিং, আনলোডিং, ভিজিটর কার পাকিং, গাড়ী পাকিং এরিয়া সম্পুর্ণ আলাদা রাখতে হবে ।
- প্রত্যেক সিকিউরিটি পোষ্টে একটি করে থাকতে হবে।
অব্যহতি শ্রমিকগনের আই ডি নম্বার রেজিষ্টারে লিপিবদ্ধ করি । অব্যহতি শ্রমিকগনের ছবিসহ তালিকা সকল সিকিউরিটি পযেন্টে এবং সকল শ্রমিকদের প্রবেশ স্থানে ঝুলিয়ে দেওয়া হয়। সিকিউরিটিদের নিকট অব্যহতি শ্রমিকদের নামের তালিকা দেওয়া হয় ।
by Mashiur | Nov 16, 2017 | ফিনিশিং
স্টেনটার মেশিন প্রতিদিন পরিস্কার করার পদ্ধতি
পুর্ববর্তী শিফট থেকে স্টেনটার মেশিন বুঝে নেওয়ার সময় মেশিনের অবস্থান, কোন প্রয়োজনীয় তথ্য, অতি জরুরী বিষয় সমূহ সতর্কতার সাথে বুঝে নিতে হবে। কাপড়ের রং, নামানোর সময় এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিফ্ট সুপারভাইজার , মেশিনের প্রোগ্রাম তৈরী করবে এবং তৎঅনুযায়ী মেশিন চালাতে হবে। মেশিন এবং তার আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রোগ্রাম অনুযায়ী ব্যাচ কার্ড নিতে হবে এবং সর্তকতার সাথে বিভিন্ন ধরনের তথ্য (ডায়া, কালার, জিএসএম, কাপড়ের প্রকারভেদ ইত্যাদি) পড়তে হবে …
EVERYDAY CLEANING PROCEDURE OF STENTER MACHINE –
- মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে।
- নজেল চেম্বার খোলার পূবের্ মেশিনের তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে আছে কিনা অবশ্যই চেক করে নিতে হবে।
- কেমিক্যাল হ্যান্ডেলিং এর সময় নিরাপত্তার জন্য অবশ্যই গামবুট, হ্যান্ডগ্লাভস, সেফটি গ্লাস, হেলমেট, মাস্ক ইত্যাদি ব্যবহার করতে হবে।
- যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে।
- অতিরিক্ত বায়ুচাপ নিয়ন্ত্রনের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে।
- ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন।
- মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না।
স্টেনটার মেশিন প্রতিদিন পরিস্কার করার পদ্ধতি
| |
|
|
|
|
|
| মেশিনে পরিস্কার করার অংশ সমূহ।
Cleaning Area of Machine
|
পরিস্কার করার নিয়ম।
Procedure of Cleaning
|
নিরাপত্তামূলক ব্যাবস্থা।
Safety
|
পুনরাবৃত্তি করার সময়।
Frequency of Cleaning
|
দায়িত্ব।
Responsibility
|
পর্যবেক্ষক।
Supervised By
|
| Uncurling Roller |
মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে পানির সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে
|
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Padder |
স্টেনটার মেশিন বন্ধ অবস্থায় পানি দিয়ে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Softener Tank |
মেশিন বন্ধ অবস্থায় পানি দিয়ে ভালভাবে পরিস্কার করতে হবে। |
হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Dancing and Tension Roller |
মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে পানির সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Centering Roller |
মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে Air এর সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
EVERYDAY CLEANING PROCEDURE OF STENTER MACHINE
| Part 3: Stenter |
|
|
|
|
|
| মেশিনে পরিস্কার করার অংশ সমূহ।
Cleaning Area of Machine
|
পরিস্কার করার নিয়ম।
Procedure of Cleaning
|
নিরাপত্তামূলক ব্যাবস্থা।
Safety
|
পুনরাবৃত্তি করার সময়।
Frequency of Cleaning
|
দায়িত্ব।
Responsibility
|
পর্যবেক্ষক।
Supervised By
|
| Uncurling Roller |
মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে Air এর সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে
|
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Lower feed & Overfeed Roller |
মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে Air এর সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Burner Net |
প্রতি Burner এ ২ টি Net রয়েছে। পরিস্কার করার সময় প্রথম Net টি খুলে Dust রাখার Trolly তে Net এর Dust গুলো ফেলতে হবে, তারপর Net টি যথাস্থানে রেখে, দ্বিতীয় Net টি খুলে Dust রাখার Trolly তে Net এর Dust গুলো ফেলে পুনরায় Net টি যথাস্থানে লাগিয়ে রাখতে হবে। |
হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Wheel |
মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে Air এর সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
Machine এর Power off করতে হবে। হাতে Gloves, মুখে Musk পরতে হবে। |
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| Delivery Roller |
স্টেনটার মেশিন বন্ধ অবস্থায় কাপড় দিয়ে মুছে Air এর সাহায্যে ভালভাবে পরিস্কার করতে হবে। |
হাতে Gloves, মুখে Musk পরতে হবে।
|
নতুন ব্যাচ শুরুর পূর্বে। |
Operator/
Junior Operator/
Assistant Operator
|
Shift In charge/ Supervisor |
| |
|
|
|
|
|
|
সারাংশ
স্টেনটার মেশিন কাপড় পড়ানোর সময় অবশ্যই চেইন বন্ধ রাখতে হবে। মেশিন চলা অবস্থায় দরজা খোলা যাবে না। খুবই সতর্কতার সাথে চেইন পরিষ্কার করতে হবে। মেশিন পরিষ্কার করার সময় অবশ্যই তাপমাত্রা কমাতে হবে এবং প্রধান সুইচ বন্ধ রাখতে হবে।
by Mashiur | Nov 14, 2017 | ফিনিশিং
লেফ্ট ওভার ক্লোজিং এর নির্দেশাবলী
১) স্টাইল ঝযরঢ়ড়ঁঃ হওয়ার পরবর্তী দুই দিনের মধ্যেলেফ্ট ওভার স্টোর ডিপার্টমেন্টকে বুঝিয়ে দিতে হবে
২) স্টাইল অনুসারে খবভঃ ঙাবৎ ঈষড়ংব করতে হবে
৩) প্রত্যেক সুইং ফ্লোরে একজন তত্বাবধায়ক এর অধীনে লেফ্ট ওভার করতে হবে। উদাহরন স্বরুপ: ফেøার ইনচার্জ- সুইং এবং ফিনিশিং সেকশন অথবা এসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার
৪) ফিনিশিং সেকশনে আয়রন করার পর উদ্বিত গার্মেন্টস ব্লিস্টার আকারে ৫-১০ পিচ লেফ্ট ওভার সেকশনে বুঝিয়ে দিতে হবে
৫) আয়রন করা ছাড়া উদ্বিত গার্মেন্টস অর্ধেক ভাঁজ অবস্থায় ৫০ পিচের বান্ডেল করে লফেট অভার ক্লসংি সেকশনে বুঝিয়ে দিতে হবে
৬) লফেট অভার ক্লসংি সুন্দর ভাবে সম্পন্ন করার জন্য প্রোডাকশনের মার্চেন্ডাইজার স্টাইল ক্লোজিং রিপোর্ট প্রত্যেক ফ্লোরের দায়িত্বরত ব্যক্তিদের অবহিত করবেন
৭) প্রোডাকশন ম্যানেজার এবং ম্যানেজার- এ্যাডমিন / এইচ.আর সার্বিক বিষয় তত্বাবধান করবেন
৮) ম্যানেজার- স্টোর এর অধীনে লেফ্ট ওভার এর সার্বিক রেকর্ড থাকবে
৯) কোন স্টাইলের লেফ্ট ওভার রিপোর্ট সম্পন্ন করার পর যদি ঐ স্টাইলের কোন গার্মেন্টস ফ্লোরের কোথাও পাওয়া যায় তাহলে ঐ ফ্লোরের দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির বিরুদ্ধে ফ্যাক্টরীর নিয়ম অনুসারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
১০) যদি লেফ্ট ওভার হিসেবে কোন গার্মেন্ট পাওয়া যায় তাহলে লেফ্ট ওভার এর দায়িত্বরত সুপারভাইজার তা ট্রেইনিং সুপারভাইজারকে সাইজ অনুযায়ী বুঝিয়ে দিবে এবং ট্রেইনিং সুপারভাইজার পরবর্তীতে তা কাটিং থেকে কেটে নিয়ে কম্পিøট করে ফেলবে
Environmental Policy
We, thefirmly believe in the success and sustainability in our business is a garments manufacturing company. Its function and management is run by as per Government Rules and Regulations. We are fully committed and respectful to our business, social and environmental goals and obligations. We are equally committed to company with relevant laws applicable to our company. We are again respectful to all international instruments in this regards. We will communicate to all our employees about the importance of waste management and preventing pollution, as well as our endeavor in improving continually in this regard. We intend to work with our partner and share our knowledge, information and experience in combating issues and make environmental issues and make a better world to live with.
by Mashiur | Nov 14, 2017 | ফিনিশিং
নিডেল ও মেটাল ডিটেক্টর
ফিনিসড গার্মেন্টস বা টেক্সটাইলের মধ্যে ভাঙ্গা নিডেল, আয়রনের তার এবং অন্যান্ন ধাতব টুকরার উপস্থিতি থাকলে তা বের করার জন্য নিডেল ডিটেক্টর ব্যবহার করা । উৎপাদন ফ্লোরে যাতে কোন প্রকার ধাতব পদার্থ বা পিন জাতীয় পদার্থ প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা। Read this in English …
দায়িত্ব ও কর্তব্য:
কারখানাতে কোথাও অব্যবহ্নত মেসিন আছে কিনা এবং তা থেকে মেশিন সরানো হয়েছে কিনা। কোয়ারেনটাইনে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি নিশ্চিত করবেন যে, ধাতব পদার্থ বা পিন জাতীয় কোন দ্রব্য পরীক্ষা বা চেক ছাড়া স্টোরে বা উৎপাদন ফ্লোরে প্রবেশ করবে না।
স্টোরে কোন কিছু প্রবেশ করার পূর্বে স্টোর ইনচার্জ বা স্টোর কিপারগন নিশ্চিত করবেন যে, গৃহীত পত্র বা মালামালে কোন প্রকার ধাতব / মেটাল জাতীয় পদার্থ নেই। নিডেল / মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর নিডেলের অদল-বদল কঠোরভাবে ‘’পুরাতনের বদলে নতুন’’ এই ভিক্তিতে করা হয় কিনা।
নিডেল / মেটাল ডিটেক্টর মেশিন অপারেশনের নির্দেশাবলী:
- উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কার্টুন / প্যাকেট প্রথমে মেটাল কোরেনটাইন এরিয়ায় নিয়ে পিন পৃথক করতে হবে করতে হবে এবং কর্তব্যরত ব্যক্তিকে অবশ্যই রক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
- কার্টুন বা প্যাকেট কোন অবস্থাতেই পিন / ধাতব পদার্থমুক্ত না করে অফিসে স্টোরে বা উৎপাদন কাজের জন্য পাঠানো বা বিতরন করা যাবে না।
- স্টোর ইনচার্জ বা স্টোর কিপারগন অবশ্যই স্টোরে কোন কিছু বহন করার পূর্বে যথাযথ ভাবে পরীক্ষা নীরীক্ষা করবে যেন কোন ধাতব পদার্থ বা পিন আছে কিনা।
- যদি কোন ধাতব পদার্থ বা পিন পাওয়া যায় সাথে সাথে নিচতলায় কোয়ারেনটাইন এরিয়ায় নিয়ে ধাতব পদার্থ বা পিনমুক্ত করে স্টোরে অনুপ্রবেশ করাতে হবে।
- মেটাল ডিফেকশনঃ সাইটে কোন মেটাল ডিটেকশন হয় কিনা। অফিসের কাজে ব্যবহৃত কোন চিঠি পত্রে ধাতব পদার্থ / মেটাল / পিন ব্যবহার করা যাবে না।
- যে কোন ধরনের ডাক বা চিঠি পত্রাদি অবশ্যই কোয়ারেনটাইন এরিয়ায় যথাযথভাবে পরীক্ষা বা চেক ছাড়া অফিসে পাঠানো যাবে না।
- কোয়ারেনটাইন এরিয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই আগত সকল প্রকার ডাক বা চিঠিপত্র পিন বা ধাতবমুক্ত করে বিতরন করবেন এবং রেজিষ্টারে রেকর্ড লিপিবদ্ধ রাখবেন।
- গার্মেন্টস প্যাকিং করার পূর্বে ১০০% মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা চেক করতে হবে যাতে প্যাকিং করা গার্মেন্টসের মধ্যে কোন প্রকার পিন বা ধাতব পদার্থ না থাকে।
- নির্দিষ্ট সময় পর পর মেটাল বিনে সংরক্ষিত পিন বা ধাতব পদার্থ নিকটবর্তী স্টীল মিলে দান করতে হবে।
- মেটাল ডিটেক্টর মেসিন কি কনভেয়ার বেল্ট টাইপ এবং এপারেচারের ভিতর দিয়ে পণ্য পাশ হয় কিনা। মেশিনের সঠিক স্থান নির্ধারণ করতে হবে।
- ডিটেক্টর নষ্ট অবস্থায় এবং মেশিনের সুইচ বন্ধ অবস্থায় কনভেয়ার বেল্ট চালানো যায় কিনা। মেশিন ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
- বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগে প্যানেল বোর্ডে হাত দেয়া যাবে না।
মেশিনের মেরামকের সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে।
- মেটাল ডিটেকশন মেশিনের ইকুপমেন্ট সেট আপ টেস্টিং , সার্ভিসিং এবং মেটাল রিজেকশনের বিস্তারিত রেকর্ড করা হয় কিনা। মেশিনে সমস্যা দেখা দিলে সাথে সাথে টেকনিশিয়ানকে অবহিত করতে হবে।
- মেটাল যাওয়ায় সময় মেশিন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয় কিনা। পন্য ছাড়া অন্য কোন জিনিস ম্যাটে উঠানো যাবে না।
- কোন অবস্থায় মেটাল জাতীয় ক্ষুদ্র বস্তু কনভেয়ার বেল্টে রাখা যাবে না।
- মেটাল ডিটেকশনে প্রশিক্ষিত কর্মী কাজ করে কিনা। সঠিক নিয়মে মেশিন পরিচালনা করতে হবে।
মেটাল ডিটেকশন এরিয়া:
নিডেল- সকল সুইং মেশিন
নিটিং মেশিন
হ্যান্ড সুইং মেশিন
ব্লেড
ছুরি
সিজার এবং কাটিং এ ব্যবহৃত অন্যান্ন সরঞ্জাম
প্রোডাকশনের সময় ব্যবহৃত যে কোন ধারালো যন্ত্রাংশ
পরিশেষ
মেটাল ডিটেক্টর মেশিনের এপারচারে ১.২ মি.মি ফেরাস টেস্ট স্ট্যান্ডার্ড , যা মেটাল ডিটেক্টর সরবরাহকারীকতৃক দেওয়া হয়, চেক করতে পারে কিনা। মেটাল ডিটেক্টর মেশিন নিয়মিত ভিক্তিতে (অন্তত বছরে একবার)হয় ডিটেক্টরের সরবরাহকারীকৃত বা টেসকো অনুমোদিত ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস করা হয় কিনা। কেলিব্রেশন চেক করার জন্য কোন প্রিন্টার সুবিধা আছে কিনা।
by Mashiur | Nov 5, 2017 | ফিনিশিং
STENTER এ কাপড় চালানোর সময় MACHINE বিরতিহীন ভাবে চালানো
০১. এক ব্যাচ থেকে অন্য ব্যাচ এ কাপড় Feeding এর সময় অবশ্যই Backing / Wastage কাপড় লাগাতে হবে।কোন অবস্থাতে Stenter Machine বন্ধ করে জোড়া স্থানে কাটা যাবেনা।
০২. কাপড়ের Roll to Roll জোড়া দেয়ার সময় অবশ্যই লক্ষ রাখতে হবে যে দুই পাশ সঠিক ভাবে জোড়া দেয়া হয়েছে কিনা।
০৩. যদি কাপড়ের Side এ কাটা, ছেঁড়া থাকে তাহলে Machine এর পেছনে যে থাকবে তাকে Operator কে সঠিক নির্দেশনা দিতে হবে।
০৪. Machine এর Jog Speed বিশেষ প্রয়োজন ছাড়া ব্যাবহার করা যাবেনা। Operator এর বাক্তিগত প্রয়োজনে (পানি পান করতে যাওয়া, টয়লেটে যাওয়া)ইত্তাদির সময় Jog Speed ব্যাবহার করা যাবেনা।
০৫. Machine Operator কে তার নির্দিষ্ট স্থানে দাড়িয়ে দুই পাশের Wheel এর দিকে সঠিক দৃষ্টি রেখে Machine Operate করতে হবে যাতে করে Chain থেকে কাপড় ছেড়ে দিয়ে Machine বন্ধ না হয়ে যায়।
উপরে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে মেনে চলার উদ্দেশ্য হচ্ছে Fabrics Running অবস্থায় Machine বন্ধ করা যাবেনা, যদি Running অবস্থায় Machine বন্ধ হয় তাহলে Fabrics এ Running Shade সহ নানা রকম সমস্যার সৃষ্টি হয়, যা পরবর্তীতে Fabrics Rejection, Rework এর পরিমান বেড়ে যায়, এতে করে প্রতিষ্ঠান আর্থিক ক্ষতির সম্মুখীন হয়।তাই Machine Operate এর সময় উপরে উল্লেখিত সকল বিষয় সঠিক ভাবে মেনে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা দেয়া যাচ্ছে।
Read This Article in English
CAUSE OF STOPPAGE OF STENTER MACHINE DURING PRODUCTION
০১. এক ব্যাচ থেকে অন্য ব্যাচ Feeding এর সময় Machine বন্ধ করে নতুন ব্যাচ চালানো হয়।
০২. এক Roll থেকে অন্য Roll Joint এর সময় সঠিক ভাবে সেলাই না হলে Machine বন্ধ হয়।
০৩. Droop Line থেকে যদি দূরে Slit করা হয় তাহলে Machine বন্ধ হয়।
০৪. Dyeing এ Shade কাটার জন্য অনেক সময় কাটার স্থান Chain থেকে কাপড় ছেড়ে দিয়ে Machine বন্ধ হয়ে যায়।
০৫. একই ব্যাচ এ Dia কম বেশি থাকলে Machine বন্ধ হয়ে যায়।
০৬. Jog Speed ব্যাবহার করার কারনে Machine Speed Slow হয়ে যায়।সাধারনত কাপড় Chain থেকে ছেড়ে দিলে অথবা Operator এর বাক্তিগত প্রয়োজনে (পানি পান করতে যাওয়া, টয়লেটে যাওয়া)ইত্তাদির সময় Jog Speed ব্যাবহার করা হয়।
০৭. ডান পাশের Wheel এর সমস্যা থাকার কারনে Machine বন্ধ হয়ে যায়।
০৮. মাঝে মাঝে Monitor এ “ ALARM PADDER NOT READY “ Alarm এসে পেছনের PADDER বন্ধ হয়ে যায়।
০৯. সর্বোপরি Machine Operator এর সচেতনতার অভাবে Machine বন্ধ হয়ে যায়।