বয়লার রূম
বৈদ্যুতিক ডিভাইজ ও স্টিম প্রেসার পাইপ ব্যবহারের ফলে
বয়লার রুমের ঝুকির মাত্রা
- বিপদ/ক্ষতির সম্ভাবনা
- উচ্চঅগ্নিকান্ডের সম্ভবনা
- প্রানহানী ঘটতে পারে।
- মালামাল এর ব্যপক ক্ষতি সাধন।
- বয়লার অপারেটরর এয়ার প্লাগ ব্যবহার না করার ফলে শ্রবন শক্তি হ্রাস হতে পারে।
ঝুকি প্রতিরোধে করনীয় ব্যবস্থা
- বৈদ্যুতিক ডিভাইজ গুলি ত্র“টিমুক্ত আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে।
- সেফটি গার্ড ঠিকমত কাজ করছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে।
- বয়লারের স্টিম প্রেসার ঠিক আছে কিনা সার্বক্ষনিক নজরদারি করতে হবে।
- গ্যাস লাইস ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করতে হবে।
- বয়লার কক্ষকে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত কওে প্রবেশধিকার সংরক্ষিত করতে হবে।
- বয়লার রূম অবশ্যই লকেবল হতে হবে।
- নিজেদের নিরাপত্তার স্বার্থে জরুরী বহিঃগমনের পথ সব সময় ফ্রি রাখুন।
- স্বাস্থ্য সুরক্ষায় কর্মস্থল পরিস্কার-পরিচ্ছন্ন রাখুন।
- টয়লেটের পানি পান করবেন না।
- কোম্পানীর নিয়ম-শৃংখলা মেনে চলুন।
বয়লার রুমের ঝুকি সমূহ
- বয়লার বিস্ফোরণে অগ্নিকান্ডের সম্ভাবনা
- বয়লার বিষ্ফোরণে ব্যাপক প্রানহানী ও মালামালের ক্ষতিসাধনের সম্ভাবনা
- বয়লারের শব্দে কানের ক্ষতি হওয়ার সম্ভাবনা
- বয়লারের শব্দে মাথা ব্যথা হওয়ার সম্ভাবনা
- বহিরাগতদের দ্বারা বয়লার রুমে অগ্নি কান্ড ও দূর্ঘটনা হবার সম্ভাবনা
- প্রশিক্ষন প্রাপ্ত বয়লার অপারেটর না থাকার ঝুকি
ঝুঁকি প্রভাব
- বয়লার বিস্ফোরণে অগ্নিকান্ডের সুত্রপাত এবং কারখানায় অগ্নিকান্ড সংঘঠিত হতে পারে।
- বয়লার বিষ্ফোরণে ব্যাপক প্রানহানী ও মালামালের ক্ষতিসাধন হতে পারে।
- বয়লারের শব্দে কানের ক্ষতি হতে পারে এবং বধির হতে পারে এবং সৃত্মি শক্তি কমে যেতে পারে।
- বয়লারের শব্দে মাথা ব্যথা হতে পারে এবং মস্তিষ্কে বিকৃতি দেখা দিতে পারে।
- বহিরাগতদের দ্বারা বয়লার রুমে যেকোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
- বয়লার অপারেটর এর প্রশিক্ষন সার্টিফিকেট না থাকলে বয়লার অপারেটিং করায় ভুল করতে পারে, ফলে মারাত্মক দুর্ঘনা ঘটতে পারে
কারখানা কর্তৃপক্ষ দ্বারা নিম্নোক্ত ব্যবস্থা সমূহ গ্রহন করা হয়েছে কি না?
- বৈদ্যুতিক ডিভাইজ সঠিক ভাবে আছে কি না তা নিয়মিত পরীক্ষা করা হয়ে থাকে। বয়লারের ষ্টিম পাইপ এর প্রেসার ঠিক আছে কি না তা নিয়মিত পরীক্ষা করা হয়।
- বয়লারের গ্যাস লাইন ঠিক আছে কি না তা নিয়মিত পরীক্ষা করা হয় এবং ব্যাপক প্রানহানী ও জানমালের ক্ষতি সম্পর্কে সচেতনা বৃদ্ধি করা হয়।
- বয়লার অপারেটরকে প্রয়োজনীয় এয়ার প¬াগ দেয়া হয়েছে এবং তা ব্যবহার করতে পরামর্শ দেয়া হয়েছে। বয়লার অপারেটর নিয়মিত ভাবে এয়ারপ¬াগ ব্যবহার করে থাকে।
- বয়লারের শব্দে মাথা ব্যাথা দেখা দিলে সাথে কারখানার ডাক্তার দ্বারা চিকিৎসা দেয়া হয়েছে।
- বয়লার রুমকে সংরক্ষিত এলাকা হিসেবে চিহ্নিত করে বহিরাগতদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে।
- প্রশিক্ষন প্রাপ্ত বয়লার অপারেটর নিয়োগ দেয়া হয়েছে।
ব্বব্ব =tkl -, ফফফফ =format সসসস =short, ডার্ড, পি.এন. কম্পোজিট আল-মুসলিম আল মুসলিম রিও এন মিনার কলম্বিয়া ওপেক্স সিন্হা স্ক্যনডেক্স ক্যাসিওপিয়া ব্যাবিলন শোভন লেনী হান্নান তারাসিমা রিও ফ্য্যলা ফর্টিস ইন্টারফ্যাব জায়েন্ট নেক্সট ঝুমা Palmal danger লিজ Southern FORTIS , ofma camp, Interfab