Select Page

ভবিষ্য তহবিলের সুবিধাদি

অটো গ্র“প সকল শ্রমিক/ কর্মচারীদের মঙ্গলের কথা বিবেচনা করে ভবিষ্য তহবিল সুবিধা প্রবর্তন করেছে। ইন্ডাঃ(প্রাঃ) লিঃ কতৃপক্ষ এই মর্মে ঘোষনা করচে যে, মহিলা শ্রমিক/ কর্মচারীদের নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার অন্তঃসত্বা(চৎবমহধহপু) পরীক্ষা করা হয় না।এ ক্ষেত্রে মানব সম্পদ বিভাগ মহিলা শ্রমিক নিয়োগের ব্যপারে উল্লেখিত নীতিমালা যথাযথ ভাবে পালনের নিশ্চয়তা প্রদান করে থাকে। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর আলোকে অত্র প্রতিষ্ঠান শ্রমিক /কর্মচারীদের ভবিষ্য তহবিল সংক্রান্ত নিু লিখিত সুবিধা দিয়ে থাকে ঃ

  • বিক্রির সময় উক্ত স্থানে সিকিউরিটি ইনচার্জ এবং ষ্টোর ইনচার্জ উপস্থিত থেকে সকল বিষয় দেখাশুনা করেন।
  • যে সকল শ্রমিক / কর্মচারীদের চাকুরীর মেয়াদ এক বৎসর পূর্ন হয়েছে এবং অত্র প্রতিষ্ঠানে স্থায়ী শ্রমিক হিসাবে স্বীকৃত তারা ভবিষ্য তহবিল সুবিধা গ্রহন করতে পারবে।
  • ভবিষ্য তহবিলে নিয়মানুযায়ী চাঁদা প্রদানের আগ্রহী সকল শ্রমিকের মূল মজুরীর অন্যূন ৭% এবং অনধিক ৮% হারে মাসিক ভিত্তিতে মজুরী হতে চাঁদা কর্তন করা হবে।
  • শ্রমিকের মজুরী হতে কর্তনকৃত চাঁদার সমপরিমান টাকা কোম্পানীর পক্ষথেকে প্রদান করে মোট টাকা প্রত্যেক শ্রমিকের বিপরীতে সংশ্লিষ্ট একাউন্টে জমা হবে।
  • উক্ত তহবিল একটি ট্রাষ্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হবে এবং উক্ত বোর্ড তহবিলের সার্বিক হিসাব রক্ষন ও ব্যবস্থাপনা করবে।
  • অত্র প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শ্রমিক /কর্মচারীদের প্রতিনিধির সমন্বয়ে উক্ত বোর্ড গঠিত হবে এং সরকার মনোনীত কোন ব্যক্তি উক্ত বোর্ডের চেয়ারম্যান হবেন।
  • বৎসর শেষে ভবিষ্য তহবিলে জমাকৃত টাকার হিসাব চুড়ান্ত করে প্রত্যেক শ্রমিককে জানানো হবে।
  • ভবিষ্য তহবিলে চাঁদা প্রদানের তিন বৎসর পূর্ণ হলে সংশ্লিষ্ট শ্রমিক/ কর্মচারী কোম্পানীর সুবিধাদি প্রাপ্য হবে। তবে তিন বৎসরের পূর্বে কোন শ্রমিক/কর্মচারী স্বেচ্ছায় চাকুরী ছেড়ে চলে গেলে তার জমাকৃত টাকা শুধুমাত্র ব্যাংকের মুনাফাসহ তাকে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য এইক্ষেত্রে উক্ত শ্রমিক /কর্মচারী কোম্পানীর প্রদত্ত টাকার অংশ বা তার কোন মুনাফা পাবেনা।
  • কোন শ্রমিকের মৃত্যুর সময় তার ভবিষ্য তহবিলে যে অর্থ জমা থাকে, সেই অর্থ সংশ্লিষ্ট শ্রমিকের মনোনীত ব্যক্তিকে ফেরত দেওয়া হবে।
  • ইন্ডাঃ(প্রাঃ) কতৃপক্ষ এই মর্মে ঘোষনা করছে যে,ফ্যাক্টরীর সকল বিভাগের ও সেকশনের উচ্ছিষ্টাংশ পরিচ্ছন্ন কর্মী দ্বারা সংগ্রহ ও বাছাই করে আলাদা আলাদা বস্তায় নির্ধারিত গোডাউনে সংরক্ষন করা হয়। এসকল বিষয় নিশ্চিতকরন ও তাদারকি করার জন্য একজন উধ্বতন কর্মকর্তা নিয়োজিত আছেন। তিনি এ সকল উচ্ছিষ্টাংশ বাহিরের ক্রেতার কাছে বিক্রি করেন।