Select Page

মার্চেন্ডাইজিং বিভাগ স্টাইল ভিত্তিক পিপি মিটিং

স্টাইল ভিত্তিক পিপি মিটিং

সম্পাদনকারী: কিউ.এ.এম/পি.এম/মার্চেন্ট (সব সংশিস্নস্ট বিভাগের উপসি’তিতে)। রিপোর্ট করতে হবে: জি.এম.পি

উদ্দেশ্য:

আলোচনা করা ও প্রত্যেক স্টাইল শুরম্ন করার আগে প্রয়োজনীয় সংশোধণমুলক ও প্রতিরোধমুলক ব্যবস’া গ্রহণ করা এবং নিশ্চিত করা যে প্রত্যেক বিভাগ সুতা/এক্সেসরির চাহিদা, কারিগরী বৈশিষ্ট, কার্যদড়্গতা, লড়্গ্য, শিপমেন্ট বিসত্মারিত ইত্যাদি বিষয়ে হালনাগাদ থাকে।

প্রক্রিয়া:

১)     শুরম্ন করার আগে পিপি মিটিং এ অবশ্যই অনুমোদিত ট্রিম কার্ড ও   অনুমোদিত নমুনা হাতে থাকবে।

২)     পাইলট কাটের আগে পিপি মিটিং (অভ্যনত্মরীণ) উৎপাদন ইউনিটে সব সংশিস্নষ্ট বিভাগের সংশিস্নষ্টতা নিশ্চিত করবে।

৩)     কোয়ালিটি অ্যাশুরেন্স ম্যানেজার ও উৎপাদন ম্যানেজার যৌথভাবে এই    সভা পরিচালনার উদ্যোগ নেবে ও জি.এম.পি.কে হালনাগায়িত করবে।

৪)     অনুমোদিত নমুনা মুল্যায়ণেন পর কিউ.এ ম্যানেজার পুর্ণাঙ্গ  প্যাকিং    পর্যনত্ম নির্মাণ ও অন্যান্য বিষয়ে আলোচনার জন্য নমুনা মূল্যায়ন        মনত্মব্যসহ পুর্নাঙ্গ রিপোর্ট রাখবে।

৫)     মার্চেন্ডাইজিং বিভাগ বায়ারের সর্বশেষ তথ্য, বিসত্মারিত, মনত্মব্য, সুতা ও        ট্রিম অবস’া রিপোর্টসহ পুর্নাঙ্গ আদেশ প্রস’ত করবে যা স্টোর ইনচার্জ     প্রস’ত করবেন। সব সংশিস্নষ্ট বিভাগে কপি বিতরণ করতে হবে।

৬)    পরিশেষে সব বিভাগ একটি উপসংহারে আসবে এবং পিপি সভার      কার্যবিবরণী মোতাবেক বড় উৎপাদনে অগ্রসর হবে এবং পিপি সভার        বিবরণী সংশিস্নষ্ট সবার সাথে শেয়ার করতে হবে।

ফরম্যাট

  • উৎপাদনপুর্ব মিটিং
  • পূর্ণ প্রক্রিয়া পরিমাপ শিট
  • কাটিং থেকে ইনপুট চালান (কেবল কপি)
  • স্টোর রিকুইজিশন (এসআর)
  • সেলাই বিল্ডআপ প্লান
  • দিন ভিত্তিক মাসিক উৎপাদন
  • পূর্ণ প্রক্রিয়া পরিমাপ শিট
  • অপারেশন মকআপ
  • এনপোস্ট পজিশন কোয়ালিটি রিপোর্ট
  • কানবান কোয়ালিটি ট্রাক রেকর্ড
  • ট্রাফিক কার্ড সিস্টেম চেকলিস্ট
  • আনকাট ও ঢিলা সুতা চেক রিপোর্ট
  • মান পরীক্ষা ১০০%
  • কানবান কোয়ালিটি ট্রাক রেকর্ড
  • সেলাই প্রান্ত লাইনে মেরামত রেকর্ড
  • স্টাইল নিশ্চিত রেকর্ড
  • ঘন্টাভিত্তিক দর্শন অডিও রিপোর্ট
  • দিনের বড় ইস্যু সংশোধনমুলক/ প্রতিরোধমুলক কার্য
  • দিনের ডিএইচইউ ও মেরামত- প্রত্যাখ্যান সারাংশ
  • সেলাই বিষয়ে দিনের মান রিপোর্ট
  • দিনের প্রান্ত লাইন ডিএইচইউ গ্রাফ
  • পূর্ণ প্রক্রিয়া পরিমাপ শিট
  • সেলাই প্রত্যাখান রিপোর্ট
  • চুড়ান্ত পরীক্ষা রিপোর্ট
  • কেলিব্রেশন তথ্য কার্ড
  • কেলিব্রেশন ক্রমিক নম্বর
  • ফ্যাক্টরী মেজর ইস্যু কারেক্টিভ / প্রিভেন্টিভ এ্যাকশন
  • বৃহৎ উৎপাদনের প্রথম ১০০ পিসের রিপোর্ট
  • বৃহৎ উৎপাদনের প্রতি ৩০০০ পিসের রিপোর্ট
  • প্যাটার্ন এডজাস্টমেন্ট রিপোর্ট
  • ইন লাইন ইনেস্পেকশন সামারী
  • মাসিক সুইং লাইন ডিফেক্ট সামারী রিপোর্ট
  • সাপ্তাহিক কোয়ালিটি গোল
  • সংশোধনী পদক্ষেপ নেওয়া ও নিরাময়কারী কর্ম অনুসরন করা
  • একিউএল চার্ট
  • ভিজুয়াল চেকিং প্রশিক্ষন ট্রেনিং
  • কিভাবে মেজারমেন্ট করতে হয়
  • রুট কস্ এবং রেজুলুশন
  • সেলাই মিলানো রিপোর্ট
  • ট্রাফিক কার্ড সিস্টেম চেকলিস্ট
  • দিনের বড় ইস্যু ও সংশোধনমুলক/ প্রতিরোধমুলক কার্য
  • কানবান সিস্টেম ট্রাক রেকর্ড
  • কানবান কোয়ালিটি ট্রাক রেকর্ড (প্রান্ত)