লুব্রিকেণ্ট ওয়েল ব্যবহারের নিরাপত্তা
সাধারণ বৈশিষ্টঃ তরল , লালচে বর্ণ ( দাহ যোগ্য)।
রাসায়নিক বৈশিষ্ঠঃ ( সি, এইচ তিন) সি, ও দুই, বয়েলিং পয়েন্টঃ ছাপান্ন দশমিক পাঁ চ সি( একশত তেত্রিশ এফ) ফফফফ আআআআ
দুর্ঘটনার সনাক্তকরণঃ ১) স্বাস্থ্যগত মান দণ্ড ২) দাহ্যগত মানদণ্ড ৩) প্রক্রিয়াগত মানদণ্ড ৪) সংস্পর্শগত মানদণ্ড
প্রস্তুতকারকঃ সিবা স্পেশাল ক্যামিকেলস্ সি এইচ-৪০০২ বাসল
প্রোডাক্ট সেফটি এবং রেজিষ্ট্রেশন সি,এ বাসল, সুইজারল্যান্ড, ফোন+৪১৬১৬৯৬৫১৫১, ফ্যাক্স+৪১৬১৬৩৬৫১৬৯।
স্থান ও সংরক্ষণঃ
- শুকনো ও উম্মুক্তভাবে বাতাস চলাচলকারী স্থানে সংরক্ষণ করুন।
- ধুমপানমুক্ত এলাকায় সংরক্ষণ করুন।
- লুব্রিকেণ্ট ওয়েল ব্যবহারের পর কন্টেইনারের মুখ ভালোভাবে বন্ধ করুন।
- ২০ ডিগ্রী সেলসিয়াসের নিচে কন্টেইনার সংরক্ষণ করুন।
আগুন দমনের ব্যবস্থাঃ
- দ্রুতগতিতে পানি ছিটানোর ব্যবস্থা করা।
- পাউডার ছিটানো বা কার্বণডাই অক্সাইড এর ব্যবস্থা করা।
- ব্যক্তিগত সুরক্ষা গ্রহনের ব্যবস্থাদিঃ
- প্রোটেকটিভ গøভস, এপ্রোণ, নিরাপত্তা চশমা।
প্রাথমিক চিকিৎসাঃ
- চামড়ায় লাগলেঃ- জামা কাপড় ও জুতা খুলে আক্রান্ত স্থান কমপক্ষে ১৫ মিঃ প্রচুর পানি দিয়ে ধুতে হবে।
- চোখে লাগলেঃ- চোখে কমপক্ষে ১৫ মিঃ প্রচুর পানি দিয়ে ধুতে হবে।
- নিঃশ্বাস নিলেঃ- মুক্ত বাতাসে নিয়ে যেতে হবে ,শ্বাস কষ্ট হলে অক্রিজেন দিতে হবে।
- গলধঃকরন করলে বমি করানো যাবেনা, প্রচুর পরিমাণ পানি বা দুধ খাওয়ানো যাবেনা।
থিনার এর বিপদজনক স্বাস্থ্য তথ্য ঃ
চোখ ঃ যে কোন ধরনের তরল বস্তু বা ধোঁয়া চোখে উত্তেজনা বা সমস্যা সৃষ্টি করতে পারে।
চর্ম ঃ চামড়ায় ( যে কোন কিছুর ) দীর্ঘতর এবং পুনরায় ব্যবহারের সমস্যায় (চর্মরোগ) সৃষ্টি করতে পারে।
শ্বাসপ্রশ্বাস ঃ অতিরিক্ত ধোাঁয়া বা ধূলাবালিতে শ্বাসপ্রশ্বাস গ্রহনের ফলে øাযুবিক দূর্বলতা, বিশেষ প্রকৃতির
হতাশা,মাথাঘুরা, শারীরিক দূর্বলতা, ক্লন্তি, বমিবমিভাব, মাথাব্যাথা, সম্ভাব্য অসেচেতনতা এমনকি শ্বাসরোধ হওয়ার মত
কারণ ঘটতে পারে।
গলাধঃকরন ঃ যে কোন ধরনের রাসানিক দ্রব্য ফুসফুসে প্রবেশ করে মারাতড়বক ফুসফুসের প্রদাহ সৃষ্টি করতে পারে।
গলাধঃ করণের বিভিনড়ব ধরনের অ¤−তান্ত্রিক সমস্যা সৃষ্টি করতে পারে, যেমন : বমিবমি ভাব, বমি এবং ডাইরিয়া।
সর্তকতা ঃ স্টেট অব কালিফোনিয়া এক গবেষনায় বলেছেন যে, রাসানিক দ্রব্যের কারনে ক্যান্সার, জন্মবিকলাঙ্গ এবং
অন্যানড়ব মারাতড়বক সমস্যার সৃষ্টি হতে পারে।
- চোখের সমস্যায় করনীয় ঃ চোখে পানি দিয়ে ১৫ মিনিট পর্যন্ত ধৌত করুন। যত তারাতারি সম্ভব ডাক্তার ডাকুন।
- ত্বক এর সমস্যায় করনীয় ঃ সাবান ও পানি দিয়ে ভাল ভাবে ধুয়ে নিনি। ত্বক অধিক জ্বালা পোড়া হলে ডাক্তার ডাকুন।
- শ্বাসপ্রশ্বাসে সমস্যা হলে করনীয় ঃ বিস্ফোরক এরিয়ে চলুন। যত তারাতারি সম্ভব হাসপাতালে নিন ।
- গলাধঃকরন ঃ দ্রুত হাসপাতালে নিন । বমি করান ।