লোডার এর কাজের প্রধান দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?
by Mashiur | May 24, 2019 | চাকুরী |
লোডার এর কাজির দায়িত্ব
- যে কোন মালামাল ফ্যাক্টরির এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে বা উপরে নীচে আনা- নেয়া করা এবং সব রকম মালামাল লোডিং – আনলোডিং করা লোডার এর কাজ
- প্রয়োজন অনুযায়ী মালামাল এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে এবং ফ্লোর থেকে বর্জ্য অপসারন রুমে বহন করে নিয়ে যাওয়া ।
- আমদানিকৃত বা বাহির থেকে আগত মালামাল ফ্লোরে বা স্টোরে বহন করে নিয়ে যাওয়া।
- শিপমেন্টের সময় প্যাকিংকৃত পন্য সাবধানতার সাথে কাভার্ড ভ্যানে উঠিয়ে দেয়া।
- প্রয়োজন অনুযায়ী সকল প্রকার লোডিং – আনলোডিং সম্পন্ন করা।
- এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
Related