Select Page

শাস্তিমূলক ব্যবস্থার নীতিমালা সমূহ

শাস্তিমূলক ব্যবস্থার নীতিমালা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর সকল কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা রক্ষার জন্য শাস্তিমূলক ব্যবস্থার নীতিমালা প্রণয়ন করেছেন। এই শাস্তিমূলক ব্যবস্থা নীতিমালা নিম্নলিখিত ক্ষেত্রসমূহে প্রয়োগ করা হবে। …

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দের সাথে তার কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের জন্য একটি শাস্থিমূলক নীতিমালা ঘোষনা করছে। একজন কর্মী যখনই কোম্পানীর সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বা কোম্পানীর সাথে কাজে চুক্তিবদ্ধ হয়, তখন থেকে তাকে কোম্পানীর প্রতি এবং তার কাজের প্রতি হতে হবে অনুগত এবং কোম্পানীর লক্ষ পূরনে হতে হবে বদ্ধপরিকর।

শাস্তিমূলক ব্যবস্থার নীতিমালা র উদ্দেশ্য/লক্ষ্য

অন্য কোন নিয়মকে প্রভাবিত না করে, কোন শ্রমিক /কর্মচারী যদি এই নিয়মনীতি ভঙ্গ করলে, অবহেলা বা বিমুখ করলে বা জেনে শুনে স্বজ্ঞানে প্রতিষ্ঠানের স্বার্থ বিরোধী কাজ করলে বা দাপ্তরিক কাজের নির্দেশ অমান্য করলে, শৃঙ্খলা ভঙ্গ করলে বা অসদাচরনের দোষে দুষ্ট হলে বা নৈতিকতা বিরোধী কাজের দোষে দোষী সাব্যস্ত হলে নিম্নলিখিত এক বা একাধিক দোষের জন্য দায়ী হবেন। কোন কর্মীকে শাস্তি প্রদানই এই নীতিমালার মুখ্য উদ্দেশ্য নয় বরং একজন কর্মীর কাজের উন্নয়ন বৃদ্ধি এবং সে মোতাবেক পেষনা দানই হচ্ছে এই নীতিমালার উদ্দেশ্য।

শাস্তিমূলক ব্যবস্থা একজন কর্মীর আচরনকে সংযত পর্যায়ে রাখতে সহায়তা করে এবং সম্ভাব্য শিক্ষা প্রদান করে। শাস্তিমূলক ব্যবস্থার নীতিমালা নিম্নলিখিত ধাপ সমূহ অনুসরন করবে।

ছোট অপরাধ

কোন কর্মীর কাজের মান যদি আশানুরূপ না হয়, তবে তার রিপোর্টিং উর্দ্ধতন কর্মকর্তা তার সাথে একটি অনানুষ্ঠানিক বৈঠক করবেন এবং স্বল্প সময়ে তার কাজের মান বৃদ্ধির তাগিদ এবং প্রেষনা দান করবেন। যদি এখানে প্রমাণ বা দলিল দস্তাবেজের প্রয়োজন পড়ে তবে তার উদ্ধর্তন কর্মকর্তা বিভাগীয় প্রধানের সাথে যোগাযোগ করে কর্মীর বিরুদ্ধে একটি পরামর্শপত্র ইস্যু করতে পারেন। উক্ত পরামর্শ পত্রে কর্মী কিভাবে তার কাজের মান সন্তোষজনক পর্যায়ে নিতে পারেন তা উল্লেখ থাকবে।

ছোট অপরাধ দমনের প্রক্রিয়া

  • মালিকের ব্যবসা বা সম্পত্তি সম্পর্কে চুরি, প্রতারণা বা অসাধুতা। অসদাচরন প্রমানিত হওয়ার পর তা যদি চাকুরীচ্যুতির পর্যায়ে না পড়ে, তাহলে নিম্নলিখিত শাস্তিমুলক ব্যবস্থা প্রদান করা হবে।
  • একজন কর্মীর প্রথম অপরাধের জন্য তাকে একটি সতর্কীকরণ পত্র প্রদান করা হবে যেখানে অপরাধ উল্লেখ পূর্বক একটি নিদিষ্ট সময়ের মধ্যে তা সংশোধন করার তাগিদ দেয়া হবে।
  • উপরস্থের কোন আইনসংগত বা যুক্তিসংগত আদেশ মানার ক্ষেত্রে এককভাবে বা অন্যের সংগে সংঘবদ্ধ হইয়া ইচ্ছাকৃতভাবে অবাধ্যতা।
  • যদি নিদিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরেও সে তার অপরাধ সংশোধন করতে ব্যর্থ হয় তবে তাকে একটি “চুড়ান্ত সতর্কীকরণ পত্র” প্রদান করা হবে।
  • মালিকের অধীন তাঁহার বা অন্য কোন শ্রমিকের চাকুরী সংক্রান্ত ব্যাপারে ঘুষ গ্রহন বা প্রদান। “চুড়ান্ত সতর্কীকরণ পত্র” গ্রহনের পর যদি অপরাধ পুনঃঘটিত হয় তবে তাকে নিয়ম অনুযায়ী চাকুরীচ্যুত করা যাবে।
  • সাধারনতঃ সেকশন বা বিভাগীয় প্রধানই তার অধঃস্থনদের সতর্কীকরন পত্র প্রদান করতে পারেন। তবে বিশেষ ক্ষেত্রে মানব সম্পদ বিভাগের প্রধান প্রয়োজনীয় প্রমান সাপেক্ষে এই পত্র ইস্যু করতে পারেন।
  • কটি কর্মীই যে কোন সিদ্বান্ত মনঃপুত না হলে লিখিত আকারে তা জানানোর অধিকার আছে, তবে এ সিদ্বান্ত পত্র প্রাপ্তির নুন্যতম ০৩ (তিন) দিনের মধ্যে ইস্যু কারীর নিকট প্রদান করতে হবে।
  • প্রত্যেক কর্মীর সতর্কীকরণ পত্র তার ব্যক্তিগত নথিতে সংরক্ষিত হবে এবং বাৎসরিক ইনক্রিমেন্টের সময় এর নৈতিবাচক প্রভাব পড়বে।

অসদাচরন

  • ইচ্ছাকৃত ভাবে অবাধ্যতা, উর্দ্ধতনের সাথে অশালীন ব্যবহার।
  • কোম্পানীর ব্যবসা এবং সম্পত্তি চুরি, অসৎভাবে আতœসাৎ এবং অসততা প্রদর্শন।
  • কোন অসৎ উদ্দেশ্য সাধনের নিমিত্তে ঘুষ গ্রহন বা প্রদান।
  • অভ্যাসগত দেরীতে উপস্থিত এবং অনুনোমোদিত ছুটি।
  • কোম্পানীর স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ইচ্ছাকৃত ভাবে ধ্বংশ করা।
  • উর্দ্বতন কর্মকর্তা, সহকর্মী অথবা অধঃনস্থদের হুমকী প্রদান, গালিগালাজ এবং অপমান।
  • কোম্পানীর কোন গোপনীয় তথ্য কোন অপরিচিত ব্যক্তির নিকট ফাঁস করা।
  • কারখানার অভ্যন্তরে আর্থিক লেনদেন সংঘটন করা।
  • বিনা ছুটিতে অভ্যাসগত অনুপস্থিতি অথবা ছুটি না নিয়া এক সংগে দশ দিনের অধিক সময় অনুপস্থিতি। কারখানার অভ্যন্তরে অবৈধ অস্ত্রের উপস্থিতি।
  • কারখানার অভ্যন্তরে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে কোন পুস্তিকা, পোষ্টার, ব্যানার ইত্যাদি প্রদর্র্শন বা প্রদানের ব্যবস্থা করা।
  • কারখানার অভ্যন্তরে মদ্য পান করে মদ্যপ অবস্থায় অশালীন আচরণ করা।
  • কারখানার অভ্যন্তরে এমন ধরনের মিছিল বা সমাবেশ ঘটানো যা উৎপাদন কার্যের ব্যাঘাত ঘটায়।
  • অভ্যাসগত বিলম্বে উপস্থিতি। কোম্পানীর আচরণ নীতিমালা লঙ্ঘন।
  • প্রতিষ্ঠানে প্রযোজ্য কোন আইন, বিধি বা প্রবিধানের অভ্যাসগত লংঘন। আবেদন পত্রে মিথ্যা তথ্য প্রদান।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ব্যতিরেকে কোন ধরনের মিটিং করা।
  • প্রতিষ্ঠানে উচ্ছৃংখল বা দাংগা হাংগামামূলক আচরণ, অথবা শৃংখলা হানিকর কোন কর্ম। অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ।
  • প্রধান পরিদর্শক কর্তৃক অনুমোদিত চাকুরী সংক্রান্ত, শৃংখলা বা আচরণসহ, যে কোন বিধির অভ্যাসগত লংঘন। কাজে কর্মে অভ্যাসগত গাফিলতি। জুয়া খেলা এবং নিদ্রা যাওয়া।
  • ছুটি ব্যতীত ১০ (দশ) দিনের অধিক অনুপস্থিত থাকা।
  • অভ্যাসগত ভাবে ক্রমাগত কাজে ফাঁকি দেওয়া।
  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিভিন্ন আদেশ ও নির্দেশ ভঙ্গ করা।
  • মালিকের অফিসিয়াল রেকর্ডের রদবদল, জালকরণ, অন্যায় পরিবর্তন, উহার ক্ষতিকরণ বা উহা হারাইয়া ফেলা। আদালত দ্বারা সাজা প্রাপ্ত হলে।

ধাপঃ শাস্তি

শাস্তিদানের জন্য কোন আদেশই বলবত করা যাবেনা যদি না কোন শ্রমিক /কর্মীকে;

  • উপরোক্ত তালিকা অনুযায়ী ক্ষমতাবলে মানব সম্পদ উন্নয়ন প্রধান নিম্নলিখিত শাস্তি প্রদান করতে পারে।
  • মৌখিক সতর্কীকরণ
  • লিখিত সতর্কীকরণ
  • অনুন্য ০৭ (সাত) দিনের জন্য সাময়িক কর্মচ্যুতি
  • চাকুরীচ্যুতি
  • তাহার বিরুদ্ধে অভিযোগ লিখিতভাবে করা হয়।
  • অভিযোগের একটি কপি তাহাকে দেওয়া হয় এবং ইহার জবাব দেওয়ার জন্য অন্তত: সাতদিন সময় দেওয়া।
  • তাহাকে শুনানীর সুযোগ দেওয়া হয়।
  • তদন্তের পর তাহাকে দোষী সাব্যস্ত করা হয়।
  • মালিক বা ব্যবস্থাপক বরখাস্তের আদেশ অনুমোদন করেন।
  • অসদাচরনের অপরাধে দোষী সাব্যস্ত কোন শ্রমিককে নিম্নলিখিত যে কোন শাস্তি প্রদান করা যাইবে, যথা:-
  • বরখাস্ত, অথবা বরখাস্তের পরিবর্তে  বিশেষ অবস্থার প্রেক্ষিতে।
  • অপসারণ।
  • অনধিক এক বৎসরের জন্য পদোন্নতি বন্ধ।
  • অনধিক এক বৎসরের জন্য মজুরী বৃদ্ধি বন্ধ।
  • জরিমানা।
  • অনদিক সাত দিন পর্যন্ত বিনা মজুরীতে বা বিনা খোরাকীতে সাময়িক বরখাস্ত।
  • ভৎসনা ও সতর্কীকরণ।

অসদাচরনের জন্য শাস্তির ধাপ সমূহ

  • অপরাধ প্রমানিত হলে অপরাধীকে চাকুরীচ্যুতি করা যেতে পারে। তবে নিম্নলিখিত ধাপ সমুহ অনুসরন করতে হবে।
  • অপরাধীর বিরুদ্ধে অভিযোগ অবশ্যই লিখিত আকারে হতে হবে।
  • তাকে ব্যাখ্যা প্রদান করার জন্য নুন্যতম ০৩ (তিন) দিন প্রদান করতে হবে।
  • ব্যাখ্যা বিবেচনা করা।
  • তদন্ত নোটিশ তৈরী।
  • যথাযথ আভ্যন্তরীন তদন্ত।
  • তদন্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য পত্র প্রেরণ।
  • শাস্তি প্রদান।

পুঙ্খানুপুঙ্খানুরুপে অনুসন্ধান করা

একজন শ্রমকি /র্কমী, যার বরিুদ্ধে শাস্তমিূলক ব্যবস্থা গ্রহণ করার প্রস্তাব গ্রহণ করা হয় তাকে সাময়কিভাবে বরখাস্ত করা যতেে পারে (যদি প্রয়োজন হয়) এবং এই সাময়কি বরখাস্তরে সময় ৬০ (ষাট) দনিরে বশেী হবনো। সাময়কি বরখাস্তকালীন সময়ে সংশ্লষ্টি শ্রমকি /র্কমী র্কতৃপক্ষরে লখিতি অনুমতি ছাড়া তার র্কতব্যস্থল ত্যাগ করতে পারবনেনা অথবা অন্য কোন প্রতষ্ঠিানরে সাথে সম্পৃক্ত হতে পারবনেনা।
সাময়কি বরখাস্তরে আদশে লখিতি হতে হবে এবং তা যত শীঘ্র সম্ভব পাঠাতে হব।যদি তদন্তে সংশ্লষ্টি শ্রমকি /র্কমী তার বরিুদ্ধে আনীত অভযিোগ দ্বারা দোষী সাব্যস্ত হয়, সাময়কি বরখাস্তকালীন সময়ে তনিি তার বতেন /মজুরী পাবনেনা এবং সইেসাথে প্রাপ্ত জীবকিাভাতা সমন্বয় করা হব।ে

উক্ত শ্রমকি /র্কমী সাময়কি বরখাস্তকালীন সময়ে শুধুমাত্র জীবকিাভাতা (বাড়ী ভাড়া ও চকিৎিসাভাতা ছাড়া শুধু মূল বতেন /মজুরী এবং অন্যান্য ভাতাসহ, যদি থাক)ে পাবনে।শাস্তি প্রদানরে ক্ষত্রে,ে শাস্তরি আদশেরে একটি অনুলপিি সংশ্লষ্টি শ্রমকি /র্কমীকে প্রদান করতে হব।

ঘটনা / অসদাচারন সংঘঠিত হওয়ার সাথে সাথে তা লিখিত আকারে মানব সম্পদ প্রধানের নিকট জানাতে হবে এবং একটি কপি ব্যবস্থাপনা পরিচালকের নিকট প্রেরণ করতে হবে। একজন উর্দ্ধতন কর্মকর্তা প্রয়োজনে ঘটনার প্রাথমিক তদন্ত করবেন।

ব্যাখ্যা প্রদান

প্রত্যেকটি কর্মীই উচিৎ কোম্পানীর নীতিমালা মোতাবেক তার উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য মেনে চলা। তারপরেও যদি কোন কর্মী কোন অসদাচারন করেন তবে মানব সম্পদ বিভাগের প্রধান তাকে কারন দর্শানোর নোটিশ প্রদান করবেন।
কারন দর্শানো নোটিশ উল্লেখ করা থাকবে “কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে না”। কারন দর্শানো নোটিশে অপরাধ, অপরাধ সংঘটিত হওয়ার সময় এবং কারন দর্শানোর সর্বশেষ সময় উল্লেখ থাকবে।

তদন্তকালীন অপসারন

  • অভিযুক্ত কর্মীকে সাময়িক কর্মচ্যুত করা যায় তবে তা সর্বোচ্চ ০২ (দুই) মাসের বেশী হবে না।
  • তদন্তকালীন অপসারনের সময় কোন কর্মী পূর্ব অনুমোদন ব্যতীত ঠিকানা পরিবর্তন করবেন না বা পরিবর্তন করলেও তা প্রশাসন বিভাগকে অবগত করবেন।
  • তদন্তকালীন অপসারনের সময় একজন অভিযুক্ত কর্মী তার মাসিক মোট মজুরীর অর্ধেক প্রাপ্য হবেন।
  • অপসারনের আদেশ পত্র প্রাপ্তির সাথে সাথে কার্যকর হবে।
  • তদন্ত রিপোর্টে যদি অভিযুক্ত কর্মী নির্দোষ প্রমানিত হয় তবে পূর্বের জমাকৃত অর্ধেক অর্থ পুরো প্রদান করতে হবে।
  • যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে যে শাস্তি প্রদান করা হবে তা লিখিত আকারে কর্মীকে প্রদান করা হবে।

কার্য সম্পাদন

  • যদি অভিযোগ প্রমানিত হয় তাহলে যে শাস্তি প্রদান করা হবে, তা লিখিত আকারে কর্মীকে জানাতে হবে।
  • যদি কোন অভিযুক্ত কর্মী নোটিশ, ব্যাখ্যা প্রদান পত্র, কারণ দর্শানো পত্র, সতর্কীকরণ পত্র ইত্যাদি গ্রহন করতে রাজী না হয় তবে উক্ত পত্র তার স্থায়ী ঠিকানায় প্রেরণ করতে হবে এবং নোটিশ বোর্ডে প্রদর্শন করতে হবে।

আপিল

প্রত্যেক কর্মী যার উপরে শাস্তি আরোপ করা হয়েছে, তার বিচার পূর্ন বিবেচনা করার  ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে।
প্রত্যেকটি পূর্নঃ বিবেচনার আবেদন মানব সম্পদ বিভাগের মাধ্যমে প্ররণ করতে হবে।
একজন কর্মীর বিরুদ্ধে শাস্তির রায় ঘোষনার ৩০ (ত্রিশ) দিনের মধ্যে বিচার পূর্ন বিবেচনার জন্য প্রক্রিয়া চালু করতে হবে।

উপরোক্ত নীতিমালা অবিলম্বে কার্যকর হবে এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ যখন ইচ্ছে করবেন, তখনই এই নীতিমালার পরিবর্তন করতে পারবেন।
সকলকে উক্ত নীতিমালা অনুসরন করার জন্য বলা হলো।