ষ্টেন্টার মেশিন চালনা পদ্ধতি
ষ্টেন্টার মেশিন এর পিছনের প্যাডার রোলার পরিস্কার করার সময় খুব সাবধানে করতে হবে। মেশিন এর রান স্পিড এবং এয়ার প্রেসার অবশ্যই বন্ধ করে নিতে হবে, চালু অবস্থায় পরিস্কার করতে গেলে এর মধ্যে হাত ঢুকতে পারে।
- প্রতি শিফটে একবার করে মেশিন সিফ্স (জালি) বাহির হইতে পরিস্কার করা।
- প্রতি শিফটে একবার করে গ্যাস বার্নারের ইনটেক ফ্যান পরিস্কার করা। প্রয়োজনে কমপ্রেস্ড এয়ার ব্যবহার করা।
- প্রতি শিফটে একবার ফেব্রিক্স গাইডার পরিস্কার করা।
- প্রতি শিফটে নিউমেটিক লাইনে পানি (যদি থাকে) ড্রেন করা।
- শুধুমাত্র “এ” শিফটে টেনটার চেইন সর্বোচ্চ ও সর্বনিম্ন পানা এ্যাডজাষ্ট করা।
- মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
- ষ্টেন্টার মেশিন এয়ার ও ব্রাশ দ্বারা পরিস্কার করা ঃ-
- সুইচ ক্যাবিনেটের এয়ার ফিল্টার।
- তিন ফেইজের এ/সি মটরের সকল কুলিং ফ্যান।
- ষ্টান্ডার সিফ্স (জালি) বাহিরে এনে পরিস্কার করা।
- ভি বেল্ট গুলির টেনশন।
- ভিতর ও বাহিরের চেইন রির্টান স্পকেট এর ডাম্পিং রেইল গুলি।
- বাইপাস বাটার ফ্লাই গুলির কার্যকারিতা।
- সকল গিয়ার বক্স ও অয়েল লেবেল।
- মাহলো ও (ই+এল) গাইডার এর কার্যকারিতা।
- টেনটার চেইন ভালভাবে পরিস্কার করা। ম্যানুয়াল অনুসারে লেন্স চেক করা। প্রয়োজন অন ুযায়ী বুশ পরিবর্তন করা। অতঃপর দীর্ঘস্থায়ী লুব্রিকেন্ট (গ্রীজ) ব্যবহার করা।
- মেইনটেন্যান্সের জন্য প্যানেল বোর্ডের ছক অনুসারে কাজ করা।
নিরাপত্তা প্রণালী
- রোলার পরিস্কার করার সময় অবশ্যই মেশিন বন্ধ করতে হবে। চালু অবস্থায় পরিস্কার করতে গেলে এর মধ্যে হাত ঢোকার সম্ভাবনা বেশী।
- পিন থেকে কাপড় ছুটে গেলে মেশিন এর রান স্পিড বন্ধ করে কাপড় লাগাতে হবে। মেশিন চালু অবস্থায় কাপড় লাগাতে গেলে হাতে পিন ঢোকার সম্ভাবনা ১০০%।
- মেশিন এর চেম্বার প্রতিদিন এক বার পরিস্কার করতে হবে। ভিতরে ময়লা থাকলে যে কোন সময় আগুন ধরতে পারে। হঠাৎ যদি আগুন লাগে তাহলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং সাথে সাথে মেশিন এর বিদ্যুতিক লাইন বন্ধ করে দিতে হবে।
- যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে।
- হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করতে হবে।
- ষ্টেন্টার মেশিন দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।