by Mashiur | Jul 1, 2019 | ষ্টোর
অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ ট্রেনিং মেটারিয়াল
অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণ করার জন্য ওজন বা ভার উত্তোলনের কাজে জরীত কর্মিদের (লোডার) নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রশিক্ষনের বিষয়বস্তু নি¤œরুপ ঃ
অতিরিক্ত
ওজন কি?
১। ভার
উত্তোলন একটি শারীরিক কাজ
। এই কাজের
সময় বিশেষ সতর্কতা অবলম্বন না করলে বিপদের
সম্ভাবনা থাকে ফলে যে
কোন দূর্ঘটনা ঘটতে পারে।
২। বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা -৭৪-অনুযায়ী অতিরিক্ত ওজন নিয়ন্ত্রন কোন প্রতিষ্ঠানে কোন শ্রমিককে, তাহার ক্ষতি হইতে পারে এমন কোন ভারী জিনিস উত্তোলন, বহন অথবা নাড়াচাড়া করতে দেওয়া যাবে না।
৩। শ্রমিকের
দৈহিক ক্ষতি হইতে পারে এরুপ
অতিরিক্ত ওজনের মালামাল উত্তোলন, বহন বা চালনার
কাজে কোন শ্রমিক নিয়োগ
করা যাবে না।
৪। বাংলাদেশ
শ্রম বিধিমালা সেপ্টেম্বর ১৫, ২০১৫ ইং
এর ৬৩ ধারা অনুসারে –
(১) কোন
প্রতিষ্ঠানের কোন পুরুষ বা
মহিলাকে নিম্নবর্ণিত ওজনের অতিরিক্ত ওজন বিশিষ্ট কোন
দ্রব্য,
যন্ত্রপাতি, হাতিয়ার বা সরঞ্জাম কাহারো
সাহায্য ব্যতিত হাতে বা মাথায়
করিয়া উত্তোলন , বহন বা
অপসারনের উদ্দেশ্যে নিয়োগ করা যাইবে না,
যথা:-
ক। প্রাপ্ত
বয়স্ক পুরুষ – ১১৩
পাউন্ড – ৫০
কেজি
খ। প্রাপ্ত
বয়স্ক মহিলা – ৬৮ পাউন্ড –
৩০ কেজি
(২) পরিবহনের
জন্য ব্যবহৃত রাস্তা অবশ্যই এমনভাবে বাঁধামুক্ত হইতে হইবে যাহাতে
শ্রমিকের হোঁচট খাইবার সম্ভাবনা না থাকে এবং
কোন মতেই উহা পিচ্ছিল
হইতে পারিবে না।
তবে
শর্ত থাকে যে, যেক্ষেত্রে
ওজন বহন করিয়া উপরে
উঠাইতে হয় সেই ক্ষেত্রে
উপরি- উক্ত পরিমান কর্মক্ষেত্রের
পরিবেশ অনুযায়ী পরিদর্শকের নির্দেশ মোতাবেক কম করিতে হইবে
যাহা নি¤েœারুপ হইবে-
ক। প্রাপ্ত
বয়স্ক পুরুষ – ৯০
পাউন্ড – ৪০
কেজি
খ। প্রাপ্ত
বয়স্ক মহিলা – ৫৬
পাউন্ড – ২৫
কেজি
(৩) প্রতিষ্ঠানের
কাজে, কিশোর বা কিশোরী ও
অন্তসত্ত¡া অবস্থায় কোন
মহিলাকে কোন দ্রব্য, সরঞ্জাম
বা যন্ত্রপাতি হাতে বা মাথায়
করিয়া বহন, উত্তোলন বা
অপসারনের জন্য নিয়োজিত করা
যাইবে না।
(৪) উপবিধি
(১) এ উল্লিখিত ৫০
কেজি ওজন বহনের ক্ষেত্রে
একজন পুরুষ শ্রমিক যে মজুরী পাইবেন
৩০ কেজি ওজন বহনের
ক্ষেত্রে একজন মহিলা শ্রমিকও
একই হারে মজুরী পাইবেন,
তিনি যে ভাবেই
নিয়োজিত হউন না কেন।
৫। শ্রম
আইন অনুসারে কোন শ্রমিককে ভারি
জিনিস নাড়া – চাড়া করতে দেওয়া
যাবে না।
৬। ভার
উত্তোলনের পূর্বে ওজন সম্পর্কে সঠিকভাবে
ধারনা নিতে হবে।
৭। ভারী
ওজন বহনের ক্ষেত্রে অপরের সাহায্য নিতে হবে।
৮। ওজন
বহনের সময় শব্দ করে
আশ পাশের সকলকে সতর্ক করতে হবে।
৯। ট্রলি,
সিজর লিফ্ট এবং কপিকল ব্যবহার
করে অতিরিক্ত ওজন বহন করতে
হবে।
১০। শারীরিকভাবে
ওজন বহন পরিহার করতে
হবে।
১১। উত্তোলন
কাজ নিরাপদ ও দক্ষতার সাথে
করতে হবে।
১২। প্রয়োজনে
মাথায় হেলমেট ব্যবহার করতে হবে।
by Mashiur | Jun 1, 2019 | ষ্টোর
গার্মেন্টস এক্সোসরিজ
সূচনা:- এই SOP এর উদ্দেশ্য হল প্রতিটি BUYER এর প্রতিটি ORDER এর অধীনে গ্রহণকৃত সকল Accessories এর গুনগতমান নিশ্চিত করা । তাই দায়িত্বপ্রাপ্ত QC Supervisor এবং Inspector গণদেরকে নিম্নের প্রক্রিয়া অনুসরণ করে Accessories বা মালামাল Inspection করতে হবে । আআআ
গ্রহণকৃত Accessories এর Inspection:- শুধু মাত্র H&M BUYER ব্যতিত অবশিষ্ট সকল BUYER এর জন্য গ্রহণকৃত গার্মেন্টস এক্সোসরিজ এর 10% Inspection করতে হবে এবং ক্রটিপূন© Accessories এর গ্রহনযোগ্যতার পরিমাণ হবে 1% । ক্রটিপুন© Accessories এর পরিমাণ যদি 1% এর অধিক হয় তবে উক্ত Inspection এর Report টি Fail বলে গন্য হবে ।
অপরপক্ষে, H&M BUYER এর জন্য গ্রহণকৃত
Accessories থেকে 2.5 AQL হিসাবে Inspection করতে হবে এবং ক্রটিপুন© Accessories এর গ্রহনযোগ্যতার পরিমাণ হবে
AQL হিসাবে । ক্রটিপুন© Accessories এর পরিমাণ
যদি 2.5 AQL এর অধিক হয় তবে উক্ত Inspection এর Report টি Fail বলে গন্য
হবে ।
Re-Inspection:- প্রথম Inspection এ যদি কোন Accessories
Fail হয় তাহলে Inspection Report সহ Store Manager, Quality Manager, Concern
Merchandiser এবং Suppler কে অবগত করতে হবে । Supplier তার লোক দিয়ে নিজ দায়িত্বে 100%
Accessories Inspection করে ক্রটিপুন©
Accessories গুলি Sort-out করবে এবং OK Accessories গুলি Store Concern কে বুঝিয়ে দিবে
। Store QC পূনরায় উক্ত Quantity থেকে 10% এবং 2.5 AQL অনুযায়ী Inspection
করবে । যদি Inspection Pass হয় তাহলে Report করে Concern দেরকে অবগত করতে হবে । যদি
Inspection Fail হয় তাহলে Report করে Concern দেরকে অবগত করবে এবং Related
Merchandiser থেকে লিখিত Decision নিতে হবে ।
উল্লেখ্য থাকে যে, গ্রহনকৃত Accessories এর
পরিমাণ যদি 100 পিছ হয় তাহলে উক্ত Accessories 100%
Inspection করতে হবে । যদি গ্রহনকৃত Accessories এর পরিমান 100
পিছ এর অধিক হয় তাহলে উক্ত Accessories 10% এবং 2.5 AQL হিসাবে
Inspection করতে হবে ।
প্রত্যাখ্যানকৃত
Accessories নিয়ন্ত্রণ:- Inspection এর পর সকল অ-গ্রহনযোগ্য Accessories মোড়কে সনাক্তকরণ
নাম্বার দিয়ে Rejected Box এ সংরক্ষণ করতে হবে যাতে প্রয়োজনে সহজে খুজে পাওয়া যায়।
আর সংরক্ষিত Accessories তিন মাস পর-পর পুড়ে ফেলতে হবে এবং তার Record রাখতে হবে ।
Accessories
Inspection Report:- প্রতিটি ORDER এর অধীনে সব ধরনের Accessories Inspection করতে
হবে এবং কম পক্ষে 1 বছর পয©ন্ত
উহার Record রাখতে হবে ।
Accessories Inspection এর সময়:- সকল গ্রহনকৃত গার্মেন্টস এক্সোসরিজ72 ঘন্টার মধ্যে Inspection করতে হবে এবং তার Report রাখতে হবে । আর গ্রহনকৃত Accessories এ যদি কোন অসংগতি পাওয়া যায়, তাহলে সময়মত সংশ্লিষ্ট ব্যক্তি গণদেরকে অবগত করতে হবে এবং অতিসত্তর সিদ্ধান্ত নিতে হবে ।
উপসংহার:- কোন নির্দেশনা না দেওয়া পয©ন্ত উপরের উল্লেখিত প্রক্রিয়া দায়িত্বপ্রাপ্ত
কিউ,সি সুপারভাইজার এবং Inspector গন মনোযোগ সহকারে নিজ-নিজ দায়িত্ব পালন করবেন ।
by Mashiur | Sep 5, 2018 | ষ্টোর
ষ্টোর অফিসার কর্তৃক নিডেল ব্যবস্থাপনা
অটো ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা কর্তপক্ষ ফ্লোরের চাহিদা অনুযায়ী অত্র ফ্যাক্টরীর প্রতিটি ফ্লোরে একটি সুরক্ষিত সাব ষ্টোর/নিডেল কট্রোলিং এর জন্য রুম বরাদ্দ করিয়াছেন এবং দুই জন প্রশিক্ষিত নিডেল বিতরনকারী/নিডেল কন্ট্রোলার নিয়োগ করিয়াছেন।
নিডেল ব্যবস্থাপনার পদ্বতিসমূহ:
সাধারন নিয়মাবলী:
- নিডেল কন্ট্রোলার ষ্টোর অফিসার ছাড়া অন্য কেহ কোন প্রকার নিডেল সংরক্ষন করিতে পারিবে না।
- হ্যান্ড নিডেল/হাত সুই কেহ ব্যবহার করিতে পারিবে না।
- এক নিডেলের ভাঙ্গা অংশ অন্য নিডেলের সহিত মিশ্রন করিতে পারিবেন না।
- প্রয়োজনে/অপ্রয়োজনে বাহির হতে কেহ নিডেল ক্রয় করে ফ্যাক্টরীর অভ্যন্তরে আনিতে পারিবে না।
- এক মেশিনের নিডেল অন্য মেশিনে লাগানো যাবে না।
- ফ্লোরে রক্ষিত ষ্টোর অফিসার আইডল মেশিনের হিসাব অনুযায়ী মেকানিকগন নিডেলগুলি নিডেল কন্ট্রোলার এর নিকট
- হস্তান্তর করিবেন।
- ফ্লোরের চাহিদা অনুযায়ী নিডেল কন্ট্রোলারের নথি-পত্র নিরিক্ষন পূর্বক নিডেল সরবরাহ করিবেন।
- নির্ধারিত বক্সে নিডেলের সাইজ অনুযায়ী গচ্ছিত অবস্থায় তালাবদ্ধ অবস্থায় সংরক্ষন করিবেন।
- নিডেল ক্রয় ও বিভিন্ন ফ্লোরে সরবরাহকৃত নিডেল এর হিসাব সঠিকভাবে সংরক্ষন করিবেন।
ধারালো যন্ত্রপাতি:
সিজার,কাটার,এন্ট্রি কাটার, ভোমর, কাটিং নাইফ, ট্যাগ গান, বাটন এটাচিং নাইফ, ইত্যাদি)।
- ফ্লোরের চাহিদা অনুযায়ী লাইন/সেকশন এর পূর্বের নথি-পত্র নিরিক্ষন পূর্বক সরবরাহ করিবেন।
- নির্ধারিত বক্সে ধারালো যন্ত্রপাতি সাইজ অনুযায়ী গচ্ছিত অবস্থায় তালাবদ্ধ অবস্থায় সংরক্ষন করিবেন।
- ধারালো যন্ত্রপাতি ক্রয় ও বিভিন্ন ফ্লোরে সরবরাহের হিসাব সঠিকভাবে সংরক্ষন করিবেন।
- ভাঙ্গা/পুরাতন/অকেজ/অব্যবহৃত ধারালো যন্ত্রপাতি ফেরত পূর্বক সমপরিমান নতুন যন্ত্রপাতি সরবরাহ করিবেন।
- ভাঙ্গা/পুরাতন/অকেজ/অব্যবহৃত ধারালো যন্ত্রপাতি নির্ধারিত মেটাল ডিসপোজাল বক্সে সংরক্ষন করিবেন এবং উহার চাবী ব্যবস্থাপক ষ্টোর এর নিকট একটি এবং অপরটি প্রশাসন বিভাগে হস্তান্তর করিবেন।
- ভাঙ্গা/পুরাতন/অকেজ/ অব্যবহৃত ধারালো যন্ত্রপাতি ১ বৎসর পর্যন্ত সংরক্ষন করিবেন এবং মেয়াদ উত্তীর্ন যন্ত্রপাতি মেটাল ডিসপোজাল কমিটির মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহন করিবেন।
by Mashiur | Sep 5, 2018 | ষ্টোর
ষ্টোর চার্জার লাইট দ্বারা কাজ করার নিরাপত্তা
ফ্যাশনস্ লিমিটেড কারখানার নিরাপত্তার বিযয়ে সর্বদা সতর্ক। ইতিপূর্বে এক্সেসরিজ স্টোর , ফিনিসড গুডস এলাকা, ফেব্রিক্স স্টোর ইত্যাদি এলাকায় যাহাতে কোন প্রকার অগ্নি দুর্ঘটনা না ঘটে সেজন্য পোর্টেবল চার্জার লাইট ব্যবহার করার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হয় । এইক্ষেত্রে বিশেষ কয়েকটি বিষয়ে উপর গুরুত্ব দেওয়া হয় । যেমন :
- যে ব্যক্তি চার্জার লাইটের ব্যবহার করবে ,তিনি রেজিষ্টারে স্বাক্ষর দিয়ে লাইট ওয়ার হাইজের ভিতরে নিয়ে যাবে এবং কাজ শেষে রেজিষ্টারে স্বাক্ষর দিয়ে পুনরায় লাইট নিদির্ষ্ট জায়গায় রাখবে ।
- চার্জার লাইট রেজিষ্টার মনিটরিং এর দায়িত্ব পালন করবেন ওয়েলফেয়ার অফিসার এবং সেফটি অফিসার ।
- কাজ শেষে নিয়মিত কার্যক্রম অনুসারে চার্জিং দেওয়ার দায়িত্ব পালন করবেন মিঃ শামসুল হক-মেইনটেন্যান্স ইনচার্জ।
কমিটির সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য
- কমিটির সকল সদস্যদের কার্যপ্রনালী পর্যবেক্ষন করবেন।
- সংক্রান্ত সকল ধরনের রিপোর্ট পর্যবেক্ষণ ও সভাপতিকে পরামর্শ প্রদান করে সহযোগীতা করা।
- স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত সকল ধরনের দুর্ঘটনা জন্য সেবা প্রদান করা এবং সকল শ্রমিকদের প্রশিক্ষনের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত যে কোন ধরনের পরামর্শ দান করা ।
- সুইং সেকশন স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত সকল ধরনের র্দুর্ঘটনা পর্যবেক্ষণ ও রিপোর্ট উপস্থাপন করা ।
- কাটিং ও ফিনিশিং সেকশন এর স্বাস্থ্য ও নিরাপত্তা জনিত সকল ধরনের দুর্ঘটনা সম্পর্কিত তথ্য বা রিপোর্ট পর্যালোচনা ও সমস্যা সমাধান করা ।
- কারখানার পরিবেশ স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত সকল ধরনের দুর্ঘটনা পর্যবেক্ষণ ও সমাধানের যথাযথ ব্যবস্থা করা এবং রিপোর্ট রেকর্ড করা ।
- মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল দুর্ঘটনা চিহ্নিতকরণ এবং মেশিনারী সার্ভিসিং রিপোর্ট পর্যবেক্ষণ করা।
- ফায়ার এবং ডিবি ,এসডিবি , টান্সফারমার ,জেনারেটর,বয়লার জনিত যেকোন ইলেকট্রিক্যাল দুর্ঘটনা চিহ্নিতকরণ এবং মেশিনারী সার্ভিসিং রিপোর্ট পর্যবেক্ষণ করা।
by Mashiur | Jan 30, 2018 | ষ্টোর
কারখানায় দ্রব্য সমগ্রী প্রবেশ বাহির হবার নীতিমালা
বতমান বিশ্বে সন্ত্রাসের ক্রমবর্ধনশীলতা, দুস্কৃতিকারীদের দৌরাত্ব বৃদ্ধির করানে কর্তৃপক্ষ কারখানার নিরাপত্তার স্বার্থে গার্মেন্টস লিঃ এর যেকোন দ্রব্যাদি/ রাসায়নিক দ্রব্যাদি প্রবেশ বা কারখানা হতে যেকোন দ্রব্যাদি বাহির হবার পদ্ধতিসমুহকে নিরাপদ করতে অত্র নীতিমালা প্রণয়ন করছেন। প্রেরিত চালানের সাথে আনলোডকৃত মালামাল সতর্কতার সাথে মিলিয়ে দেখতে হবে, চালানের সাথে মালামালের কোন ধরনের অসঙ্গতি পরিলক্ষিত হলে তা উর্ধŸতন কর্তৃপক্ষকে অবহিত করন পূর্বক তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহন করতে হবে।
কারখানায় দ্রব্য সামগ্রী প্রবেশ
কোন ব্যক্তি কর্তৃক বহনকৃত দ্রব্যাদি
- দ্রব্যাদি বহকারীর নিকট কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য রয়েছে কিনা পরীক্ষা করতে হবে।
- দ্রব্যাদির চালান পরীক্ষা করে দ্রব্যাদি কোথা হতে এসেছে এবং তা অত্র কারখানার জন্য কিনা নিশ্চিত হতে হবে।
- প্রেরিত চালানে উল্লেখিত তথ্যের সাথে দ্রব্যের ধরণ ও পরিমান যাচাই করার পর যদি সঠিক প্রতীয়মান হয় তবেই কেমলমাত্র মালামাল কারখানার অত্যন্তরে প্রবেশ করানো যাবে।
- কর্তব্যরত গার্ড কমান্ডার ভান্ডার শাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির উপস্থিতিতে আগত দ্রব্য সমগ্রী গণনা করে নির্ধারিত রেজিষ্টারে লিপিবব্ধ করবেন।
যানবাহনের মাধ্যমে বহনকৃত দ্রব্যাদি ঃ-
- সর্বপ্রথম আগত যানবাহনে কোন প্রকার আগ্নেয়াস্ত্র বা বিস্ফোরক জাতীয় দ্রব্য সমগ্রী রয়েছে কিনা পরীক্ষা করতে হবে।
- কর্তব্যরত গার্ড কমান্ডার আগত মালামাল অত্র কারখানার কিনা তা সরবরাহকারী কর্তৃক প্রেরিত চালান দেখে নিশ্চিত হয়ে গাড়ী কারখানা চত্বরে প্রবেশের অনুমতি দিবে।
- নির্ধারিত রেজিষ্টারে গাড়ী নম্বর, গাড়ী সরবরাহকারী এজেন্সির নাম, চালকের নাম এবং কারখানায় প্রবেশ ও বাহিরের সময় লিপিবদ্ধ করতে হবে।
- দ্রব্যাদি কাভার্ড ভ্যানে সীলগালা অবস্থায় আসলে, সর্বপ্রথম ষ্টোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার উপস্থিতিতে সীলগালা পরীক্ষা করতে হবে।
- যদি সীলগালা সঠিক থাকে তবেই তা খুলে মালামাল আনলোড করা যেতে পারে, নচেৎ নয়। এ ক্ষেত্রে কারখানার মহব্যবস্থাপক-কে অবহিত করণপূর্বক তাঁর সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
- মালামাল আনলোড করে কারখানা চত্বর ত্যাগের পূর্ব পর্যন্ত গাড়ীটিকে অবশ্যই আনলোডিং এরিয়াতে নিরাপত্তা বেষ্টনীর মধ্যে অবস্থান করতে হবে এবং গাড়ীর সাথে আগত ব্যক্তিবর্গের চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
কারখানা হতে দ্রব্য সামগ্রী বের হওয়া
ব্যক্তি কর্তৃক বহনকৃত দ্রব্যাদি ঃ-
- চালানের সঠিকতা পরীক্ষা করে চালানের সাথে দ্রব্যাদি মিলিয়ে দেখতে হবে।
- দ্রব্য ও বহনকারীর নাম, দ্রব্যের গন্তব্য নির্ধারিত রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
যানবাহনের মাধ্যমে বহনকৃত দ্রব্যাদি ঃ-
- বহনকারী গাড়ীটি দ্রব্যাদি পরিবহনের এবং দ্রব্যের নিবরাপত্তা নিশ্চিত করার উপযুক্ত হতে হবে।
- দ্রব্যের চালান ও গেইট পাশ পরীক্ষা করে সঠিকতা নিশ্চিত হতে হবে।
- লোডিং এরিয়ায় কর্তব্যরত গার্ড কমান্ডার, ষ্টোরের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং নিরাপত্তা প্রহরীর উপস্থিতিতে চালান অনুযায়ী দ্রব্যাদি গণনা করে তা গাড়ীতে লোড করতে হবে।
- প্রয়োজনীয় ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতিতে নিরাপত্তা সীল ব্যবহার করে গাড়ীটি তালাবদ্ধ করতে হবে।
কারখানা ও পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে উপরোক্ত নীতিমালায় বর্ণিত নির্দেশাবলী সতর্কতার সাথে পালন করার জন্য নিরাপত্তা ও পণ্য পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল বিভাগকে নির্দেশ প্রদান করা হলো। অত্র নীতিমালার কোন অনুচ্ছেদ বা উপানুচ্ছেদের পরিপন্থী কোন কার্যক্রম কর্তৃপক্ষের নিকট গ্রহনযোগ্য হবে না।