Select Page

সন্দেহজনক / আইন বিরোধী / নিয়ম বর্হিভূত কার্যক্রম

সনাক্ত করন পরবর্তী পালনীয় পদক্ষেপ সমূহ ঃ

কারখানার অভান্তরে সন্দেহজনক / আইন বিরোধী / নিয়ম বর্হিভূত কার্যক্রম দৃষ্টিগোচর হলে / জানতে পারলে অথবা কারখানা এলাকায় কার্যক্রমের সহিত সম্পর্কিত নহে এমন কোন ব্যক্তিকে দেখলে অথবা কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নহে এমন কোন দ্রব্য বা মালামাল এবং বস্তু কাহারো হাতে দেখিলে নিম্ন লিখিত নির্দেশাবলী অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হইবে।

  • শ্রমিক / কর্মচারী এবং উৎপাদন কর্মীরা তাহাদেয় কাজের সহিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সুপারভাইজার, ফ্লোর ইনর্চাজ ইত্যাদি ব্যক্তিকে অবহিত করবে।
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থাৎ সুপারভাইজার, ফ্লোর ইনর্চাজ ইত্যাদি ব্যক্তি অবহিত হওয়ার পর কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ/ মানবসম্পদ বিভাগ / নিরাপত্তা বিভাগকে অবহিত করবে।
  • কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ / মানবসম্পদ বিভাগ / নিরাপত্তা বিভাগ আইন প্রয়োগ কারী সংস্থাকে অবহিত করবে।
  • কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ / নিরাপত্তা বিভাগ আইন প্রয়োগ কারী সংস্থাকে অবহিত করবে।
  • নিরাপত্তা বিভাগ আইন প্রয়োগ কারী সংস্থাকে অবহিত করবে।
  • আইন প্রয়োগকারী সংস্থা কারখানায় আগমনের পূর্ব মহুর্ত পর্যন্ত নিরাপত্তা বিভাগ ও মানবসম্পদ বিভাগ এর কর্মীদের নিয়ে অবহিত পর্যবেক্ষন করিতে থাকিবে এবং অবস্থা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করিবে।
  • আইন প্রয়োগকারী সংস্থা আগমন করিলে অবহিত ঘটনা সর্ম্পকে ব্যবস্থা গ্রহনের জন্য কারখানা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, মানবসম্পদ বিভাগ / নিরাপত্তা বিভাগ সহযোগীতা করবে।
  • অবহিত ঘটনা অবসানের পর কারখাপনা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উক্ত ঘটনার উপর লিখিত রিপোর্ট কারখানার উধ্বতন কর্তৃপক্ষের নিকট পেশ করিবে।