সলভি এবং মেশিন অয়েল সংক্রান্ত নীতিমালা
ব্যবহার বিধি। সলভি এবং মেশিন অয়েলের ড্রামগুলি কোন সুনির্দিষ্ট ও সুরক্ষিত স্থানে যথাযথ লেভেলিং ও সনাক্তকরণ চিহ্ন সহকারে সংরক্ষন করতে হবে। সলভি এবং মেশিন অয়েল একটি ঝুঁকিপূর্ণ রাসায়নিক দ্রব্য। ইহার ব্যবহার ও রক্ষনাবেক্ষনের ক্ষেত্রে যথেষ্ট সর্তকতা অবলম্বন করতে হয়। যে পদ্ধতি গুলি অবলম্বন করতে হয় তা নিুরূপ ঃ
- সলভি এবং মেশিন অয়েলের সংরক্ষন এলাকায় ধুমপান করা এবং অন্যান্য সমজাতীয় বস্তু যেমন- ম্যাচ বাক্স, ওয়েল্ডিং মেশিন ইত্যাদি পরিবহন ও সংরক্ষন সম্পূর্ন নিষিদ্ধ।
- সলভি এবং মেশিন অয়েলের ড্রামটিকে ঘিরে এমন ভাবে একটি বেস্টনি দিতে হবে যেন এর ভিতরে কমপক্ষে দুই ফুট পরিমাণ খালি জায়গা থাকে এবং এই বেস্টনির ভিতরে কেবল মাত্র দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রবেশ করতে পারবে।
- সলভি এবং মেশিন অয়েল ব্যবহার এবং রিফিল করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভ্স, প্রতিরোধ মূলক চশমা এবং এ্যাপ্রন প্রভৃতি পরিধান করতে হবে।
- সলভি এবং মেশিন অয়েল রিফিল করার সময় খেয়াল রাখতে হবে যেন, কোনভাবেই এটি হস্তচালিত পাম্প হতে বের না হয়ে আসে বা ছোট কন্টেইনার হতে উপচে নীচে না পড়ে।
- কেবল মাত্র ছোট কন্টেইনারের গায়ে লাল কালি চিহ্নিত দাগ পর্যন্ত রিফিল করা যাবে।
- সলভি এবং মেশিন অয়েল রিফিল করার পরে অবশ্যই শুকনো স্পন্স বা শুকনো কাপড় দ্বারা ড্রামের গায়ে লেগে থাকা বা মেঝে পড়ে যাওয়া থিনার বা মেশিন অয়েল মুছে ফেলতে হবে।
- সলতি এবং মেশিন অয়েল মুছার জন্য ব্যবহৃত কাপড় বা স্পন্স একটি পৃথক স্থানে ঢাকনা য্ক্তু বাক্সে সংরক্ষন করতে হবে এবং প্রয়োজনবোধে ফেলে দেওয়ার সময় যথাযথ নিরাপত্তা বিধি মেনে চলতে হবে।
- সলভি এবং মেশিন অয়েলের কন্টেইনারটি অবশ্যই একটি বালি ভর্তি ড্রামে নির্দিষ্ট স্থানে সংরক্ষন করতে হবে এবং ঐ স্থানটি ভাল ভাবে চিহ্নিত করতে হবে।
- সলবি এবং মেশিন অয়েলের ড্রামটি কোন কারনেই কাটা যাবে না।
- সলতি এবং মেশিন অয়েলের খালি কন্টেইনারগুলো অন্য কোন কাজে কারখানায় ব্যবহার করা যাবে না এবং কর্মীদেরও দেওয়া যাবেনা।
- প্রশিক্ষণ প্রাপ্ত এবং দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ব্যতিত অন্য কারও সলতি এবং মেশিন অয়েল হ্যান্ডল করা সম্পূর্ন নিষিদ্ধ।
- ফ্যাক্টরীর সকলকে অবশ্যই মেশিন অয়েলের ক্ষতিকর দিক সম্পর্কে অবহিত করতে হবে।