Select Page

সাবান ব্যবহার নীতিমালা ঃ

  • প্রতিদিন ০৪ (চার) বার সাবান দানীতে তরল সাবান দিতে হবে এর বাইরেও যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাবান দিতে হবে।
  • সময়গুলো হলো সকাল ৮ ঘটিকা, দুপুর ১১ ঘটিকা, দুপুর ২ ঘটিকা এবং বিকাল ৪ ঘটিকা।
  • প্রতিদিন ০৪ (চার) বার সাবান দেওয়ার জন্য ফ্লোরের সিকিউরিটি মহিলারা এর দায়িত্বে নিয়োজিত থাকিবেন।
  • সিকিউরিটি মহিলালা প্রতিদিন সাবান ব্যবহারের জন্য পূর্বের দিন প্রয়োজনীয় রিকুইজিশন এর মাধ্যমে ষ্টোর থেকে উঠিয়ে নিজ দায়িত্বে রাখবেন।
  • যদি কোন কারনে কোন বাথরুমে সাবান না পাওয়া যায় তাহলে সাথে সাথে ফ্লোরের সিকিউরিটি মহিলা /এইচ আর ডিপার্টেমেন্টকে জানানোর জন্য বলা যাচ্ছে।
  • ফ্লোরের এইচ আর অফিসার সার্বক্ষনিক এই বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন।
  • যদি কোন কারনে এই নিয়মের ব্যতিক্রম হয় ফ্লোরের সিকিউরিটি মহিলদের জানাবে।
  • প্রশাসনিক বিভাগ তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

তোয়ালে ব্যবহার নীতিমালা ঃ

  • ফ্লোর শুরু হওয়ার পূর্বেই প্রয়োজনীয় তোয়ালে বাথরুমগুলোতে দিতে হবে।
  • তোয়ালগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে সরবরাহ করা হয এ ব্যাপারে ফ্লোরের সিকিউরিটি মহিলারা **** করতে হবে।
  • একদিন পরপর তোয়ালেগুলো ধৌত করতে হবে।
  • কেউ যদি কোন বাথরুমে কোন তোয়ালে ব্যবহার করতে না পান সাথে সাথে এইচ আর ডিপার্টমেন্টকে/সিকিউরিটি মহিলারা অবশ্যই সাথে সাথে জানানোর জন্য অনুরোধ করা গেলো।

স্বাস্থ্য ও পরিবেশ নীতি

ভূমিকা ঃ       অত্র প্রতিষ্ঠানটি পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার ব্রিগ্রেড ও সিভিল ডিফেন্স হইতে উন্নত মানের ফ্যাক্টরী হিসেবে স্বীকৃতি প্রাপ্ত।

চুনকাম বা রং ঃ কারখানার দেয়াল ও মেঝে পরিস্কার-পরিচ্ছন্ন রেখে সম্পূর্ণ ময়লা মুক্ত পরিবেশ সৃষ্টি করা হয়েছে। জরুরি বহির্গমনের জন্য মঝেতে জন্য দিক নির্দেশনা দেয়া আছে।

পরিস্কার-পরিচ্ছন্নতা রেকর্ড ঃ পাবলিক হেলথ এবং স্থানীয় কর্তৃপক্ষের আইনানুসারে পরিস্কার-পরিচ্ছন্নতার সকল রেকর্ড লিপিবদ্ধ হয়ে থাকে।

আবর্জনা ও নির্গত ময়লা অপসারণ ঃ একটি নির্দিষ্ট স্থানে সকল প্রকার আবর্জনা স্থূপীকৃত করা হয়। দালানের নীচে একটি সেইফটি ট্যাংক রয়েছে। সকল প্রকার নির্গত ময়লা এই ট্যাংকে চলে যায়।

নর্দমা সংরক্ষন ঃ পানি বহনকারী সকল ড্রেন অভেদ্য মাল মশলা দ্বারা তৈরী করা হয়েছে। যেখানে নিয়মিত জলপ্রবাহ হয়, ফলে কোন প্রকার খারাপ অবস্থার দিকে যাবার কোন আশংকা নাই এবং দুষণ মুক্ত।

আলোর ব্যবস্থা ঃ

(ক) সম্পূর্ণ কারখানাতে বাসবার ট্রাংকিং সিস্টেম দ্বারা আলোর ব্যবস্থা করা হয়েছে এবং ফ্লোরে ন্যুনতম ১০০০ লাক্স ইউনিটের আলোর ব্যবস্থা আছে।

(খ) সুস্থ পরিবেশের জন্য যথেষ্ট পরিমান পাখা, দরজা, জানালা রয়েছে। এছাড়া ভেন্টিলেশনের জন্য এক্সজস্ট ফ্যানের মাধ্যমে কারখানার ফ্লোরে বিশুদ্ধ বাতাস প্রবাহের সুব্যবস্থা আছে।

খাবার পানির ব্যবস্থা ঃ কারখানার মেঝের নির্দিষ্ট স্থানে পর্যাপ্ত পরিমানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের ব্যবস্থা আছে এবং খাবার পাত্রগুলো জেট পাওডার ও গরম পানি দ্বারা নিয়মিত পরিষ্কার করা হয়। নিজস্ব গভীর নলকূপ থেকে পানি রিজার্ভারে সংরক্ষণ করা হয়। পরে ফিল্টারের মাধ্যমে প্রেসার পাম্পের সাহায্যে পানি সরাবরাহ করা।

পায়খানার বন্দোবস্ত ঃ অত্র কারখানার ফ্লোরে শ্রমিকদের জন্য মোট ৩৬ (ছত্রিশটি)টি পায়খানা রয়েেেছ যা লোকবল অনুযায়ী নারী ও পূরুষ ভেদে আলাদা আলাদা ভাবে ব্যবহারের জন্য নির্ধারিত। এই সকল পায়খানা স্বাস্থ্য সম্মতভাবে আইনানুসারে তৈরীকৃত। নির্গত আবর্জনা দালানের নীচে সেপটিক ট্যাংকে সরাসরি চলে যায়। সেপটিক ট্যাংক স্থানীয় কর্তৃপক্ষের নক্সা অনুযায়ী নির্মাণ করা হয়েছে।

চিকিৎসার বন্দোবস্ত ঃ অত্র কারখানায় স্থায়ীভাবে ০১(এক) জন ডাক্তার ও ০১(এক) জন নার্স সার্বক্ষণিক সময়ের জন্য নিয়োগ করা আছে যারা শ্রমিকদের সুচিকিৎসার নিশ্চয়তা প্রদান করে থাকেন। এ ছাড়া প্রয়োজনে গুরুতর অসুস্থ রোগীদের রাখার জন্য ০২(দুই)টি সিকবেড আছে।

প্রাথমিক চিকিৎসার বাক্স ঃ কারখানার ফ্লোরে প্রতি ১৫০ (এক শত পঞ্চাশ) জনের জন্য একটি করে প্রাথমিক চিকিৎসা বাক্স প্রয়োজনীয় দ্রব্যাদিসহ রাখা আছে। নিজস্ব ডাক্তার কর্তৃক নিয়মিত ভাবে প্রাথমিক চিকিৎসার জন্য ২১ জনকে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া আছে।

বিবিধ ঃ এছাড়া অত্র কারখানায় ৪০০ জন একসাথে খেতে পারে এমন একটি ডাইনিং হল এবং প্রতি শ্রমিকের জন্য লকারের ব্যবস্থা আছে। দিনের শুরুতে কর্মীরা তাদের খাবার, স্যান্ডেল, ব্যাগ ইত্যাদি নির্ধারিত লকার রুমে রেখে কাজ করে এবং কাজ শেষে তা আবার নিয়ে যায়।